What does “rust unburnish’d” symbolize?
A
Glory of kingship
B
Idleness and decay
C
Battle and victory
D
Brightness of life
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন, “To rust unburnish’d, not to shine in use!”। এখানে মরিচা ধরা তলোয়ারকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি কোনো তলোয়ার ব্যবহার না করা হয়, তবে তা মরিচা ধরে অকেজো হয়ে যায়। তেমনি, মানুষ যদি কাজ ও অভিজ্ঞতার মধ্যে না থাকে, তবে তার জীবনের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। এই প্রতীক ইউলিসিসের দৃষ্টিতে অলসতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।

2
Updated: 1 month ago
Which of the following is a synonym of "lope"?
Created: 1 month ago
A
Crawl
B
Gallop
C
Erratic
D
Rebut
Lope (verb & noun) অর্থ হলো দীর্ঘ, শিথিল ধাপ নিয়ে দ্রুত বা আরামদায়কভাবে দৌড়ানো।
-
ইংরেজি অর্থ: A way of running with long relaxed steps.
-
বাংলা অর্থ: (খরগোশের মতো) লাফিয়ে লাফিয়ে চলা।
-
Synonyms: Bounce (তিড়িং লাফ), To Jump (লাফানো), Gallop (দ্রুতগতিতে অগ্রসর হওয়া), Trot (দুলকি চাল), Canter (আস্তে আস্তে যাওয়া)
-
Antonyms: Crawl (হামাগুড়ি দেওয়া), Slow (ধীরে অগ্রসর হওয়া), Halt (থামা), Creep (হামাগুড়ি দেওয়া), Walk (হাঁটা)
-
অন্যান্য রূপ: (noun) → এরকমের উল্লম্ফন বা দৌড়ের ধারা।
-
অন্যান্য বিকল্প:
-
Erratic → স্থূল; কথাবার্তায় অসাবধানী
-
Rebut → মিথ্যা বলে প্রমাণ করা; খণ্ডন করা
-
-
উদাহরণ বাক্য:
-
He gestured to his friend to hurry over, and Hank broke into a lope.
-
He sets off at a measured lope, headed toward the Great Divide, headed east.
-
সঠিক সমার্থক শব্দ: Gallop

0
Updated: 1 month ago
She is standing _____ the window.
Created: 1 month ago
A
to
B
over
C
by
D
with
Complete sentence: She is standing by the window.
-
Bangla meaning: সে জানালার পাশে দাঁড়িয়ে আছে।
By (Preposition):
-
English meaning: in proximity to; near
-
Bangla meaning: কাছে; পাশে; নিকটে; ধারে
-
কোনো ব্যক্তি বা বস্তুর কাছে, পাশে বা নিকটে বোঝাতে by ব্যবহার করা হয়।
Source:

0
Updated: 1 month ago
Which character says: “Happiness in marriage is entirely a matter of chance”?
Created: 1 month ago
A
Elizabeth Bennet
B
Charlotte Lucas
C
Lydia Bennet
D
Caroline Bingley
Charlotte Lucas এই উক্তি করে যখন Elizabeth রোমান্টিক ভালোবাসার কথা বলে। Charlotte মনে করে বিয়েতে ভালোবাসা নয়, বরং সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুবিধা বেশি জরুরি। এজন্য সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। Austen দেখাতে চান—তৎকালীন সমাজে অনেক নারী নিরুপায় হয়ে ভালোবাসাহীন বিয়ে করত। Charlotte Elizabeth-এর বিপরীতে দাঁড়িয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।

0
Updated: 1 month ago