What is the metaphor for experience in the poem?
A
A star
B
An arch
C
A river
D
A ship
উত্তরের বিবরণ
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 1 month ago
"The Time Machine" is a -
Created: 1 month ago
A
Religious Novel
B
Non-Religious Novel
C
Historical Novel
D
Scientific Novel
“The Time Machine” হলো একটি Scientific Novel, রচিত H. G. Wells দ্বারা। এটি ১৮৯৫ সালে প্রকাশিত হয় এবং Wells-এর প্রথম উপন্যাস হিসেবে সাহিত্যজগতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। Novelটি Earliest works of science fiction এবং “time travel” উপশ্রেণীর প্রবর্তক হিসেবে পরিচিত।
-
সারসংক্ষেপ:
-
গল্পের কেন্দ্রবিন্দু একজন Victorian Scientist, যিনি দাবি করেন তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা তাকে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে সক্ষম করে
-
Time Machine-এর মাধ্যমে তিনি ভবিষ্যতে ৮০২,৭০১ সালের লন্ডনে পৌঁছান
-
Novelটি একটি Scientific Romance, যা ১৯শ শতকের বিবর্তনের প্রতি ধারনা এবং প্রগতিশীল বিশ্বাসকে চ্যালেঞ্জ করে
-
-
H. G. Wells:
-
পূর্ণ নাম: Herbert George Wells
-
English Novelist, Journalist, Sociologist, এবং Historian
-
বিখ্যাত Science Fiction novels: The Time Machine, The War of the Worlds
-
-
অন্য উল্লেখযোগ্য Science Fiction কাজসমূহ:
-
The Invisible Man
-
The War of the Worlds
-
The Island of Doctor Moreau
-
The First Men in the Moon
-

0
Updated: 1 month ago
Vanity Fair is a -
Created: 2 months ago
A
Renaissance novel
B
Romantic novel
C
Victorian novel
D
Modern novel

0
Updated: 2 months ago
Who is the author of the play "Riders to the Sea"?
Created: 1 month ago
A
John Millington Synge
B
Dylan Thomas
C
Rudyard Kipling
D
Joseph Conrad
• The author of the play "Riders to the Sea" is – John Millington Synge.
• Riders to the Sea
-
One-act play by John Millington Synge
-
লেখা ১৯০৩ সালে, মঞ্চস্থ ১৯০৪ সালে
-
সমালোচকদের মতে, dramatic literature এর অন্যতম শ্রেষ্ঠ one-act play
-
কেন্দ্রীয় চরিত্র: Maurya
• Summary
-
নাটকটি আরান দ্বীপের জীবনচিত্র তুলে ধরে।
-
Maurya সমুদ্রের প্রতি ভয় ও শোকের সম্মুখীন হন।
-
পরিবারের বহু সদস্য, বিশেষ করে পুত্ররা, সমুদ্রের তীব্রতা ও অনিশ্চয়তার কারণে হারিয়ে যায়।
-
মানুষের দুর্বলতা এবং প্রকৃতির অসীম শক্তির মাঝে সংঘটিত সংঘর্ষ দেখানো হয়।
-
প্রতিটি ক্ষতি ও বিচ্ছেদের মধ্যে মৃত্যুর অনিবার্যতা স্পষ্ট।
• John Millington Synge (1871 - 1909)
-
Irish dramatist
• Famous Works
-
In the Shadow of the Glen (1903)
-
Riders to the Sea (1904)
-
The Well of the Saints (1905)
-
The Playboy of the Western World (1907)
-
The Tinker’s Wedding (1907)
-
Deirdre of the Sorrows (1910)
Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 1 month ago