What does Ulysses mean by “I am become a name”?
A
He has lost identity
B
He is remembered only as a title
C
He has become famous for his adventures
D
He is forgotten in his kingdom
উত্তরের বিবরণ
ইউলিসিস বলেন, “I am become a name”। এর মানে হলো, তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং এক নাম, এক প্রতীক। তাঁর অসংখ্য ভ্রমণ, যুদ্ধ ও অভিজ্ঞতার জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। তাঁর নাম মানুষজন জানে, যদিও হয়তো তাঁকে ব্যক্তিগতভাবে কেউ চেনে না। এটি এক ধরনের গর্বের প্রকাশ, তবে একইসঙ্গে খানিকটা হতাশাও আছে।
কারণ খ্যাতি থাকলেও যদি জীবন থেমে যায়, তবে তা অর্থহীন। এই লাইন ভিক্টোরিয়ান যুগের খ্যাতি ও ব্যক্তিগত সাফল্যের প্রতি গুরুত্বকে প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago
A part of a longer story or a larger sequence is called-
Created: 1 month ago
A
Canto
B
Couplet
C
Epitaph
D
Episode
Episode হলো একটি দীর্ঘ গল্প বা নাটকের অংশ, যা নিজেই সম্পূর্ণ হলেও পরবর্তী অংশের জন্য কিছু সূত্র রেখে যায় এবং গল্পের মোট কাঠামোতে অবদান রাখে।
-
Episode (উপাখ্যান)
-
একটি দীর্ঘ গল্প, নাটক বা সাহিত্যকর্মকে ছোট ছোট পর্বে বিভক্ত করে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়।
-
প্রতিটি episode নিজেই পূর্ণ হলেও পরবর্তী episode-এর জন্য কিছু ইঙ্গিত রেখে যায়।
-
গল্পের সামগ্রিক নকশায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
উদাহরণ: Jane Austen-এর Pride and Prejudice-এ Lydia-এর elopement এবং তার প্রভাবের বর্ণনা একটি episode।
-
অন্যান্য সম্পর্কিত সাহিত্যিক পদসমূহ
-
Canto
-
দীর্ঘ কবিতা বা মহাকাব্যের প্রধান ভাগ।
-
Italian শব্দ, Latin থেকে উদ্ভূত, যার অর্থ “song” বা “singing”।
-
ইংরেজিতে এটি কবিতার একটি বিভাগ বোঝাতে ব্যবহৃত হয়।
-
-
Epitaph (সমাধিলিপি)
-
মৃত ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত বাণী, প্রায়শই তার সমাধিতে খোদাই করা থাকে।
-
Epitaph কবিতার আকারেও হতে পারে এবং কখনো কখনো কবি বা লেখক জীবদ্দশায় এটি লিখেছেন।
-
Greek শব্দ epitaphios থেকে উদ্ভূত, যার অর্থ “funeral oration”।
-
-
Couplet (দ্বিপদী)
-
সমান মাপের এবং অন্ত্যমিলযুক্ত দুটি লাইন বা চরণ।
-
কবিতায় একত্রে রাইম করা দুটি লাইনকে couplet বলা হয়।
-

0
Updated: 1 month ago
Some of the studies show positive results, ______ others do not.
Created: 1 month ago
A
whereas
B
as soon as
C
so
D
but
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ —
ক) whereas: যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) as soon as: করতে না করতেই/ হতে না হতেই।
গ) so: এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
ঘ) but: কিন্তু; তবে।
সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: Some of the studies show positive results, whereas others do not.
Source: Bangla Academy Dictionary.

0
Updated: 1 month ago
The author of the quote "Good fences make good neighbors" is-
Created: 1 month ago
A
Dylan Thomas
B
Robert Frost
C
Walt Whitman
D
Emily Dickinson
“Good fences make good neighbors” উদ্ধৃতিটি কবি Robert Frost-এর লেখা Mending Wall কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি মানবিক সম্পর্ক, সামাজিক সীমানা এবং প্রকৃতির ভূমিকা নিয়ে গভীর চিন্তার প্রতিফলন।
-
Mending Wall কবিতাটি Robert Frost লিখেছিলেন।
-
এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।
-
কবিতাটি তার North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়েছিল।
Summary
-
কবিতায় দেখা যায়, দুটি প্রতিবেশী একসঙ্গে দেয়াল মেরামত করছেন।
-
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি নিজেই সীমানা ভাঙতে চায়।
-
অপরদিকে প্রতিবেশী বিশ্বাস করেন “Good fences make good neighbors”, অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
-
কবি সমাজে সীমানা ও বিভাজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে এক ভারসাম্য খোঁজার চেষ্টা করেন।
Robert Frost (1874–1963)
-
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়।
-
তিনি Nature poet এবং Regional poet নামেও পরিচিত।
-
তিনি চারবার Pulitzer Prize লাভ করেছিলেন।
-
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো A Boy’s Will, North of Boston, Mountain Interval প্রভৃতি।
-
Mending Wall কবিতাটি তাঁর North of Boston গ্রন্থের অন্তর্ভুক্ত।
কিছু উল্লেখযোগ্য কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial

0
Updated: 1 month ago