Which constellation is mentioned in the poem?
A
Orion
B
Hyades
C
Pleiades
D
Ursa Major
উত্তরের বিবরণ
কবিতায় ইউলিসিস “the rainy Hyades” উল্লেখ করেন। Hyades একটি নক্ষত্রমণ্ডল যা প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ষার সাথে সম্পর্কিত। ইউলিসিস এই নক্ষত্রকে ব্যবহার করে তাঁর সমুদ্রযাত্রার কঠিন সময়ের কথা স্মরণ করেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি তাঁকে কষ্ট দিয়েছে। এটি তাঁর দুঃসাহসী জীবনের একটি অংশ, যা শুধু আনন্দ নয়, কষ্ট ও বিপদেও পূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউলিসিস প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছেন এবং অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন, সেটা আনন্দ হোক বা দুঃখ।

3
Updated: 1 month ago
Choose the correct sentence using "died in":
Created: 1 month ago
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:

0
Updated: 1 month ago
What natural process is contrasted with human toil in Choric Song III?
Created: 1 month ago
A
Growth of flowers and fruits
B
Eruption of volcanoes
C
Flow of rivers
D
Motion of stars
চোরিক সংগীতের তৃতীয় অংশে নাবিকরা বলে, পাতার জন্ম, ফলের পাকধরা, ফুলের ঝরে যাওয়া—সবই শ্রম ছাড়াই ঘটে। এগুলো প্রকৃতির সহজ নিয়ম। কিন্তু মানুষের জীবন কঠোর পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে। এই বৈপরীত্য দেখিয়ে নাবিকরা দাবি করে, তাদেরও প্রকৃতির মতো শ্রমহীন জীবনে অংশগ্রহণ করার অধিকার আছে।

3
Updated: 1 month ago
"It was the best of times, it was the worst of times." - This quote is taken from -
Created: 1 month ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
Pride and Prejudice
D
The Old Man and the Sea
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরন: Novel
-
ভাষা: English
-
প্রকাশকাল: 1859
-
Setting: London এবং Paris
-
Theme: ফরাসী বিপ্লব এবং মানুষের সামাজিক-রাজনৈতিক সংগ্রাম
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Lucie Manette তার বাবাকে Doctor Alexandre Manette জীবিত অবস্থায় খুঁজে পান।
-
Doctor Manette অতীতের অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রের কারণে জেলে ছিলেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর Lucie তাকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে Lucie পরিচিত হন Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসী রাজপরিবারের সদস্য হলেও অতীতের পাপের জন্য অনুতপ্ত।
-
Sydney Carton একজন পারিবারিক বন্ধু, যিনি Lucie-কে ভালোবাসেন এবং নিজের ত্যাগের মাধ্যমে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখযোগ্য চরিত্র
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
বিখ্যাত উক্তি
-
প্রথম লাইন:
“It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” -
শেষ লাইন:
"It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known."
Charles Dickens
-
বিখ্যাত British novelist, Victorian যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Options:
-
খ) Great Expectations — লেখক: Charles Dickens
-
গ) Pride and Prejudice — লেখক: Jane Austen
-
ঘ) The Old Man and the Sea — লেখক: Ernest Hemingway
Source: Live MCQ Lecture, Britannica.com

0
Updated: 1 month ago