What does “Life to the lees” signify?
A
To waste life in luxury
B
To live life passively
C
To drink life to the last drop
D
To regret life’s failures
উত্তরের বিবরণ
“Lees” শব্দটি বোঝায় মদের পাত্রের শেষাংশ বা তলানি। ইউলিসিস বলেন, তিনি জীবনকে “to the lees” পান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে চান।
মৃত্যু আসা পর্যন্ত তিনি অভিযান, ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে চান। তাঁর কাছে জীবন মানেই কর্ম, অভিজ্ঞতা এবং আনন্দ। নিছক বেঁচে থাকা বা শ্বাস নেওয়া তাঁর কাছে জীবন নয়। এই লাইনটি তাঁর অদম্য দুঃসাহসী মনোভাব ও সীমাহীন কৌতূহলকে প্রকাশ করে, যা ভিক্টোরিয়ান যুগের অগ্রগতিপ্রবণ মানসিকতার প্রতিফলন।

0
Updated: 1 month ago
Which word is an antonym of "obdurate"?
Created: 3 weeks ago
A
Obstinate
B
Tractable
C
Obvious
D
Obscurity
Obdurate একটি adjective, যা বোঝায় কোনো ব্যক্তি বা তার আচরণ অত্যন্ত একগুঁয়ে, অনমনীয় এবং অন্যের পরামর্শ বা দাবি অগ্রাহ্য করে। এটি সাধারণত stubborn বা uncompromising স্বভাবকে নির্দেশ করে।
-
Obdurate (adjective)
English Meaning: Extremely determined to act in a particular way and not to change despite what anyone else says
Bangla Meaning: (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন -
Correct Answer (Antonym): Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য)
-
Synonyms: Stubborn (একগুঁয়ে; জেদি), Obstinate (একগুঁয়ে; জেদি), Uncompromising (আপসহীন; অনমনীয়; অটল), Cussed (বেয়াড়া; হতচ্ছাড়া), Refractory (অদম্য; নিয়ন্ত্রণ অযোগ্য)
-
Antonyms: Amenable (বাধ্য; অনুগত), Complaisant (সৌজন্যপূর্ণ), Malleable (যে কোনো অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া যায়; নমনীয়), Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য), Docile (নিরীহ; বিনয়ী)
-
Other Forms:
-
Obdurately (adverb)
-
Obduracy (noun)
-
-
Other Options:
-
Obvious (স্পষ্ট; পরিষ্কার; সোজা)
-
Obscurity (অখ্যাতি)
-
-
Example Sentences:
-
The president remains obdurate on immigration.
-
The child's misery would move even the most obdurate heart.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
Who created the character Oliver Twist?
Created: 2 months ago
A
Jane Austen
B
Thomas Gray
C
Charles Dickens
D
G.B. Shaw
সংক্ষেপ ব্যাখ্যা:
-
Oliver Twist চরিত্রটি সৃষ্টি করেছেন Charles Dickens।
-
এটি তার দ্বিতীয় উপন্যাস, প্রথম প্রকাশিত ১৮৩৭–১৮৩৯ সালে, এবং Victorian যুগের ইংল্যান্ডে দারিদ্র্য, শিশু শ্রম ও অনাথদের প্রতি অন্যায় চিত্রিত করে।
-
প্রধান চরিত্র: Oliver Twist, Fagin, Bill Sikes, Nancy, Agnes Fleming।
-
Dickens-এর ছদ্মনাম: Boz, তিনি Victorian সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক।

0
Updated: 2 months ago
The Ant and the Grasshopper is a/an -
Created: 1 month ago
A
novel
B
poem
C
play
D
short story
Answer: Short story
The Ant and The Grasshopper:
-
Written by William Somerset Maugham.
-
Based on the famous Aesop fable of the same name.
-
It is a short story that presents a balanced view of life, highlighting human nature and the consequences of choices.
About William Somerset Maugham:
-
Renowned English novelist and short story writer.
-
Keen observer of life and human behavior.
-
His writings often portray life realistically, exploring human nature and society.
Famous Novels by Maugham:
-
Of Human Bondage
-
The Razor's Edge
-
The Moon and Sixpence
-
Cakes and Ale
-
The Sacred Flame
-
The Musician
-
Lady Frederick
Notable Short Stories:
-
The Ant and The Grasshopper
-
The Luncheon

0
Updated: 1 month ago