What does Ulysses mean by “mete and dole / Unequal laws unto a savage race”?
A
He rules fairly over wise men
B
He gives unjust laws to uncivilized people
C
He ignores governance entirely
D
He loves his people deeply
উত্তরের বিবরণ
ইউলিসিস অভিযোগ করেন যে তাঁর কাজ শুধু আইন বিতরণ করা। তিনি বলেন, তাঁর প্রজারা হলো এক “savage race” বা অসভ্য জাতি, যারা রাজাকে বোঝে না। তারা কেবল খাওয়া-দাওয়া, ঘুম আর সম্পদ সঞ্চয়ে ব্যস্ত। এর ফলে তাঁর আইনকানুনের মূল্য তাদের কাছে নেই। ইউলিসিসের এই মন্তব্য দেখায় যে রাজ্যপাট তাঁর কাছে অর্থহীন হয়ে উঠেছে।
তিনি মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও গৌরবের তুলনায় রাজকীয় দায়িত্ব খুব ক্ষুদ্র। তাই তাঁর মনে হয় তিনি যেন অন্যায় আইন বিতরণ করছেন। এটি মূলত রাজ্যজীবনের প্রতি তাঁর অবসাদ ও বিরক্তি প্রকাশ করছে।

1
Updated: 1 month ago
He prefers chocolate________ vanilla.
Created: 4 weeks ago
A
rather than
B
rather more that
C
to
D
relative than
Prefer ক্রিয়ার পর কোন জিনিস বা কাউকে অন্যটির তুলনায় বেশি পছন্দ করা বোঝাতে to ব্যবহার হয়।
-
Complete Sentence: He prefers chocolate to vanilla.
-
অর্থ: সে ভ্যানিলার তুলনায় চকলেটকে বেশি পছন্দ করে।
-
Prefer (someone or something) to (someone or something else)
-
ইংরেজি অর্থ: কোনো এক জিনিস বা কাউকে অন্যটির চেয়ে পছন্দ করা বা চাইতে ইচ্ছুক হওয়া
-
বাংলা অর্থ: অধিক পছন্দ করা
-
উদাহরণ: He prefers watching football to playing it.
-
-
আরও উদাহরণ:
-
We prefer staying home to going out.
-
You should prefer honesty to flattery.
-
My parents prefer classical music to pop.
-
She prefers working alone to working in a team.
-

0
Updated: 2 weeks ago
'Tom Jones' by Henry Fielding was first published in -
Created: 2 months ago
A
the 2nd half of the 16th century
B
the 1st half of the 17th century
C
the 1st half of the 18th century
D
the 1st half of the 19th century
The History of Tom Jones, a Foundling (Novel)
-
রচয়িতা: Henry Fielding
-
প্রকাশ: 1749 → 18শ শতকের প্রথমার্ধ
-
ধরণ: Comic novel, Picaresque style
-
কাহিনী:
-
Squire Allworthy সন্দেহ করেন Tom Jones তার servant Jenny Jones-এর অবৈধ সন্তান
-
Tom প্রেমে পড়ে Sophia Western-এর
-
শেষে তার আসল পরিচয় প্রকাশিত হয় এবং সে Sophia-কে বিয়ে করে
-
Henry Fielding
-
যুগ: The Age of Sensibility
-
পরিচয়: ইংরেজি উপন্যাসের অন্যতম প্রবর্তক, Samuel Richardson-এর সমসাময়িক
-
বিশেষত্ব: Comedy ও Social criticism-এ পারদর্শী, Picaresque novel-এর জন্য বিখ্যাত
-
ছদ্মনাম: Captain Hercules Vinegar
Famous Plays:
-
The Tragedy of Tragedies
-
Rape Upon Rape
-
The Temple Beau
-
The Miser
-
The Modern Husband
Famous Novels:
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews

0
Updated: 2 months ago
In which metermeter is the line "Shall I compare thee to a summer's day?" written?
Created: 2 months ago
A
Trochaic Tetrameter
B
Iambic Pentameter
C
Dactylic Trimeter
D
Anapestic Pentameter

0
Updated: 2 months ago