Why does Ulysses call himself “an idle king”?
A
Because he is powerless
B
Because he dislikes passive rule
C
Because he has lost his throne
D
Because he is too old to rule
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে “an idle king” বলে উল্লেখ করেন। এর মানে, তিনি রাজা হলেও শুধু ঘরে বসে আইন তৈরি করা এবং শাসন করা তার কাছে নিষ্ক্রিয়তা। তাঁর প্রজারা তাকে বোঝে না; তারা শুধু খায়, ঘুমায় আর সম্পদ জমায়।
ইউলিসিসের মন চায় অভিযান, ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানান্বেষণ। তাই তিনি রাজত্বকে অকর্মণ্যতা হিসেবে দেখেন। এই অভিব্যক্তির মাধ্যমে টেনিসন ইউলিসিসকে এমন এক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যিনি সাধারণ কর্তব্যের বাইরে গিয়ে জীবনকে পূর্ণতা দিতে চান।

0
Updated: 1 month ago
I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal! - Complete this quote.
Created: 2 months ago
A
desire
B
dream
C
wish
D
hope
উক্তি: "I have a dream that one day this nation will live out the true meaning of its creed: 'We hold these truths to be self-evident, that all men are created equal.'"
-
উদ্ধৃতির উৎস: “I Have a Dream” ভাষণ, ১৯৬৩
-
বক্তা: Martin Luther King Jr.
-
সঠিক উত্তর: খ) dream
বিস্তারিত আলোচনা:
-
Martin Luther King Jr. ছিলেন একজন আফ্রিকান-আমেরিকান সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
তিনি ১৫ জানুয়ারি ১৯২৯ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করেন।
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট, ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের অংশ হিসেবে এই বিখ্যাত ভাষণ দেন।
-
ভাষণে তিনি একটি সমান, বর্ণবাদমুক্ত সমাজের স্বপ্ন (dream) নিয়ে কথা বলেন।
-
১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
১৯৬৮ সালে ৪ এপ্রিল, মেম্ফিস, টেনেসিতে তিনি নিহত হন।
সারসংক্ষেপ:
এই উক্তি Martin Luther King Jr.-এর “dream” বা স্বপ্নকে প্রতিফলিত করে, যা মানুষের সমতা, ন্যায় এবং সামাজিক মুক্তির প্রতি তাঁর দৃঢ় আকাঙ্ক্ষা প্রকাশ করে।

0
Updated: 2 months ago
The Prelude is written by -
Created: 1 month ago
A
William Wordsworth
B
P.B. Shelley
C
John Keats
D
Lord Byron
The Prelude রচিত হয়েছে William Wordsworth দ্বারা।
The Prelude:
-
পূর্ণ শিরোনাম: The Prelude, or Growth of a Poet’s Mind। এটি autobiographical poem হিসেবে পরিচিত।
-
কবি ১৭৯৮ সালে লেখা শুরু করেন এবং ১৮৫০ সালে প্রকাশিত হয়।
-
কবির শৈশবের অভিজ্ঞতা এবং কবিসত্তার বিকাশের ইতিহাস নিয়ে দীর্ঘ কবিতাটি রচিত।
-
কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে (blank verse) লেখা হয়েছে এবং ১৪টি অংশ বা books-এ বিন্যস্ত।
William Wordsworth:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
পরিচিতি: ‘Poet of Nature’
-
তাকে Lake Poet বলা হয়, কারণ তিনি Northern England-এর Lake District-এ জন্মগ্রহণ করেন।
বিখ্যাত কবিতাসমূহ:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
নাটক:
-
The Borderers (William Wordsworth-এর একমাত্র নাটক)
উল্লেখযোগ্য বিভ্রান্তি:
-
ইংরেজি সাহিত্যে Prelude শিরোনামসহ বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে:
-
Preludes - কবিতা, T. S. Eliot
-
Prelude - ছোটগল্প, Katherine Mansfield
-
A Prelude - উপন্যাস, D. H. Lawrence
-
Source:

0
Updated: 1 month ago
Who are described as “mild-eyed melancholy”?
Created: 1 month ago
A
Mariners
B
Gods
C
Lotos-eaters
D
Spirits
Lotos-eaters দের বর্ণনা করা হয়েছে “mild-eyed melancholy” হিসেবে। তাদের চোখে বিষণ্ণতা ও শান্তি ফুটে ওঠে। এটি দেখায় যে তারা সংগ্রামমুক্ত, দায়িত্বহীন এবং বিস্মৃতির জগতে বাস করছে। তাদের এই চেহারা নাবিকদেরও একই রকম বিশ্রামের দিকে আকৃষ্ট করে।

0
Updated: 1 month ago