The search for a cure for ______ cancer has been one of the greatest scientific challenges of our time.
A
the
B
an
C
a
D
No article
উত্তরের বিবরণ
Complete Sentence: The search for a cure for cancer has been one of the greatest scientific challenges of our time.
Bangla Meaning: ক্যান্সারের প্রতিকার আবিষ্কারের প্রচেষ্টা আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলোর একটি।
Article-এর নিয়ম অনুযায়ী,
সাধারণত রোগের নামের আগে Article (বিশেষ করে the) ব্যবহৃত হয় না। অর্থাৎ, রোগের নাম এককভাবে দাঁড়ালেও সেটি সাধারণ অর্থে বোঝায়।
যেমন:
AIDS virus infection is incurable.
Diabetes affects millions of people worldwide.
She dreams of becoming a doctor who contributes to finding a cure for cancer.
তবে কিছু রোগের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়।
যেমন:
The gout, the mumps, the measles, the flu ইত্যাদি।

0
Updated: 1 day ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 1 week ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 week ago
I waited for ____ hour at the bus stop.
Created: 1 week ago
A
a
B
an
C
the
D
No article
Article এর ব্যবহার:
-
Article ব্যবহারের ক্ষেত্রে সাধারণত শব্দের উচ্চারণ (pronunciation)-এর ওপর নির্ভর করতে হয়।
-
যদি কোনো শব্দের শুরুতে consonant letter থাকে, তবে তার আগে সাধারণত a ব্যবহৃত হয়।
-
তবে, কোনো consonant letter-এর উচ্চারণ vowel sound-এর মতো হলে সেখানে a নয়, বরং an ব্যবহৃত হয়। যেমন: an MA।
-
আবার, কোনো শব্দ h দিয়ে শুরু হলে এবং সেটির উচ্চারণ h-এর মতো শোনা গেলে তার আগে a বসে। কিন্তু যদি h উচ্চারিত না হয় বা অন্য কোনো vowel sound শোনা যায়, তবে তার আগে an বসে।
-
উদাহরণ: a horse, a historian, an honest man, an hour।
Complete sentence:
👉 I waited for an hour at the bus stop.

0
Updated: 1 week ago
His negative attitude is detrimental _____ team spirit.
Created: 1 week ago
A
with
B
in
C
to
D
at
Detrimental (Adjective)
সংজ্ঞা:
-
English: Causing or capable of causing harm
-
Bangla: ক্ষতিকর
ব্যবহার:
-
Detrimental-এর পরে সাধারণত preposition "to" বসে।
উদাহরণ বাক্য:
-
His negative attitude is detrimental to team spirit. ✅
-
Laziness is detrimental to success.
-
Excessive screen time can be detrimental to children's eyesight.
-
Pollution is highly detrimental to the environment.
Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 week ago