Fill in the blank with an appropriate linker.
Hank investigates the cartel thoroughly _______ he can bring Heisenberg to justice.
A
so that
B
lest
C
for
D
because
উত্তরের বিবরণ
Complete Sentence: Hank investigates the cartel thoroughly so that he can bring Heisenberg to justice.
Bangla Meaning: হ্যাঙ্ক কার্টেলের ব্যাপারে গভীরভাবে অনুসন্ধান করেন, যাতে হাইজেনবার্গকে বিচারকক্ষের সামনে আনা যায়।
-
এখানে so that একটি Subordinating Conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
এটি উদ্দেশ্য বা purpose বোঝাতে ব্যবহৃত হয়।
-
এর অর্থ হলো যাতে, যেন।
-
so that এর পরে একটি clause বসে, যা কর্তার উদ্দেশ্য প্রকাশ করে। যেমন: We work hard so that we may succeed.
অন্য অপশনগুলোর ব্যবহার:
-
for → জন্য; পক্ষে; অভিমুখে; যেহেতু
-
because → কারণ; যেহেতু
-
lest → এই আশঙ্কায়, যাতে না হয়
অতএব, context অনুযায়ী so that-ই সঠিক উত্তর।
Sources:
-
English-Bangla Dictionary
-
A Passage To The English Language – S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
I know what your problem is. [Simple]
Created: 4 weeks ago
A
I know about your problem.
B
I know the problem what you have.
C
I know your problem.
D
I know you have a problem.
“What” যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন I know what his name is কে simple sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
মূল subject রাখতে হবে।
-
মূল verb রাখতে হবে।
-
What অপসারণ করতে হবে।
-
প্রদত্ত possessive রাখতে হবে।
-
possessive-এর পরে noun বসাতে হবে।
Structure:
Subject + verb + possessive + noun
উদাহরণ:
Complex: I know what his name is.
Simple: I know his name.
Complex: I know what your problem is.
Simple: I know your problem.
Source:

0
Updated: 4 weeks ago
When it is spring, the cuckoo sings. (make it simple)
Created: 4 weeks ago
A
In the beginning of spring the cuckoo sings.
B
The cuckoo sings in the spring.
C
At spring the cuckoo sings.
D
In spring the cuckoo sings.
When যুক্ত Complex Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়ম:
-
When উঠে যাবে এবং When-এর পরে যে Subject ও Verb আছে তা প্রথম clause থেকে সরিয়ে নেওয়া হবে।
-
সময় বোঝালে at / in ব্যবহার করা হবে।
-
ঋতু বোঝালে এর পূর্বে in বসানো হবে।
-
বয়স বোঝালে at the age of ব্যবহার করা হবে।
-
Comma (,) এর পরে অবশিষ্ট clause বসানো হবে।
উদাহরণ:
-
Complex Sentence: When it is spring, the cuckoo sings.
-
Simple Sentence: In spring, the cuckoo sings.

0
Updated: 4 weeks ago
In which sentence is the use of “mundane” incorrect or awkward?
Created: 1 month ago
A
His job involved many mundane tasks.
B
She found beauty in the mundane details of life.
C
The story was filled with mundane fantasy creatures.
D
He enjoys mundane chores like dishwashing.
Correct Answer: গ) The story was filled with mundane fantasy creatures.
Explanation:
-
Mundane (Adjective)
-
English Meaning: Ordinary, dull, or lacking excitement
-
Bangla Meaning: সাধারণ, নীরস, উত্তেজনা বা রোমাঞ্চহীন
-
Example Sentences:
-
His job involved many mundane tasks.
-
She found beauty in the mundane details of life.
-
He enjoys mundane chores like dishwashing.
Option Discussion:
-
ক) His job involved many mundane tasks. – সঠিক, কারণ দৈনন্দিন, সাধারণ এবং নীরস কাজ বোঝাতে “mundane” ব্যবহার হয়েছে।
-
খ) She found beauty in the mundane details of life. – সঠিক, সাধারণ বা নীরস দৈনন্দিন বিষয়গুলোতে সৌন্দর্য খুঁজে পাওয়াকে বোঝাতে “mundane” ব্যবহার হয়েছে।
-
ঘ) He enjoys mundane chores like dishwashing. – সঠিক, দৈনন্দিন, সাধারণ কাজ বোঝাতে যথাযথ ব্যবহার।
-
গ) The story was filled with mundane fantasy creatures. – ভুল/awkward ব্যবহার।
-
কারণ “mundane” অর্থ সাধারণ বা নীরস, কিন্তু “fantasy creatures” স্বাভাবিকভাবেই রোমাঞ্চকর ও কল্পনাপ্রসূত।
-
“Mundane” ব্যবহার করে কল্পনার প্রাণীকে বর্ণনা করা প্রাসঙ্গিক নয়।
-
Source: Merriam-Webster Dictionary, Oxford Learner’s Dictionary

0
Updated: 1 month ago