A
XOR
B
AND
C
NOR
D
OR
উত্তরের বিবরণ
• NOR গেইটকে সার্বজনীন ডিজিটাল লজিক গেইট বলা হয়।
• সার্বজনীন লজিক গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.
• সার্বজনীন লজিক গেইট:
- NAND Gate,
- NOR Gate.
• বিশেষ লজিক গেইট:
- XOR Gate, XNOR Gate.

0
Updated: 18 hours ago
কোন গেইটটি "ইনভার্টার" হিসেবেও পরিচিত?
Created: 2 days ago
A
NAND
B
NOT
C
NOR
D
XOR
NOT গেইট (Inverter)
সংজ্ঞা:
NOT গেইটকে সাধারণত ইনভার্টার (Inverter) বলা হয়।
এটি একটি ইনপুটের বিপরীত আউটপুট প্রদান করে।
কাজের ধরন:
ইনপুট (Input) আউটপুট (Output)
0 1
1 0
বৈশিষ্ট্য:
ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক গেইট
শুধুমাত্র একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে
ইনপুটের বিপরীত মান আউটপুটে দেয়
প্রয়োগ:
কম্পিউটার সার্কিট
মাইক্রোকন্ট্রোলার
অন্যান্য ডিজিটাল ডিভাইসের তথ্য প্রক্রিয়াকরণ
উৎস:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: খ) NOT

0
Updated: 2 days ago
XOR গেইটের আউটপুট কখন 1 হয়?
Created: 2 days ago
A
যখন ইনপুটগুলো ভিন্ন হয়
B
যখন ইনপুটগুলো একই হয়
C
যখন সবগুলো ইনপুট 1 হয়
D
যখন সবগুলো ইনপুট 0 হয়
Bangla meaning: XOR (Exclusive OR) গেইট একটি ডিজিটাল লজিক গেইট যা সাধারণত দুটি বা ততোধিক ইনপুট নেয় এবং একটি আউটপুট প্রদান করে। এর মূল বৈশিষ্ট্য হলো, ইনপুট ভিন্ন হলে আউটপুট হয় 1, আর ইনপুট একই হলে আউটপুট হয় 0।
Key points:
Exclusive OR গেইটকে সংক্ষেপে XOR গেইট বলে।
মৌলিক গেইট দিয়ে XOR গেইট তৈরি করা যায়, এজন্য একে প্রকৃত অর গেইটও বলা হয়।
এটি AND, OR, NOT, NAND, NOR ইত্যাদি গেইটের সমন্বয়েও তৈরি করা যায়।
যখন ইনপুটগুলো ভিন্ন হয়, আউটপুট = 1।
যখন ইনপুটগুলো একই হয়, আউটপুট = 0।
Example (Truth Table for 2 inputs):
0 ⊕ 0 = 0
0 ⊕ 1 = 1
1 ⊕ 0 = 1
1 ⊕ 1 = 0
Correct Answer: ক) যখন ইনপুটগুলো ভিন্ন হয়।

0
Updated: 2 days ago