একটি ফলের দোকানে মোট ফলের ২/৫ অংশ আম এবং ১/৩ অংশ কমলা। আমের সংখ্যা কমলার সংখ্যার থেকে ৩০টি বেশি। দোকানে মোট কতটি ফল আছে?
A
২২০টি
B
৩৫০টি
C
৪০০টি
D
৪৫০টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ফলের দোকানে মোট ফলের ২/৫ অংশ আম এবং ১/৩ অংশ কমলা। আমের সংখ্যা কমলার সংখ্যার থেকে ৩০টি বেশি। দোকানে মোট কতটি ফল আছে?
সমাধান:
ধরি, দোকানে মোট ফলের সংখ্যা = ক
∴ আমের সংখ্যা = ২ক/৫
∴ কমলার সংখ্যা = ক/৩
প্রশ্নমতে,
⇒ (২ক/৫) - (ক/৩) = ৩০
⇒ (৬ক - ৫ক)/১৫ = ৩০
⇒ ক = ৩০ × ১৫
∴ ক = ৪৫০
∴ দোকানে মোট ফলের সংখ্যা = ৪৫০টি।
0
Updated: 5 months ago
(০.০১)২ - এর মান কোন ভগ্নাংশটির সমান?
Created: 3 weeks ago
A
১/১০
B
১/১০০০
C
১/১০০০০
D
১/১০০
প্রশ্ন: (০.০১)২ - এর মান কোন ভগ্নাংশটির সমান?
সমাধান:
(০.০১)২
= ০.০০০১
= ১/১০০০০
0
Updated: 3 weeks ago
৩(৩/৮)+১(৫/৮)+৫(১/৮) = কত?
Created: 2 days ago
A
১০(১/৮)
B
৯(১/৮)
C
১০(৭/৮)
D
৯(৫/৮)
সমাধান:
প্রথমে পূর্ণসংখ্যা এবং ভগ্নাংশ আলাদা করি:
পূর্ণসংখ্যা: ৩ + ১ + ৫ = ৯
ভগ্নাংশ: ৩/৮ + ৫/৮ + ১/৮
ভগ্নাংশ যোগ:
৩/৮ + ৫/৮ = ৮/৮ = ১
১ + ১/৮ = ১ + ১/৮ = ৯ + ১ = ১০ (১/৮)
উত্তর: ক) ১০(১/৮)
0
Updated: 2 days ago
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
Created: 3 weeks ago
A
5/12
B
6/13
C
11/24
D
3/8
সমাধান:
দশমিকে রূপান্তর করে পাই,
5 ÷ 12 = 0.4167
6 ÷ 13 = 0.4615
11 ÷ 24 = 0.4583
3 ÷ 8 = 0.375
তুলনা:
0.375 < 0.4167 < 0.4583 < 0.4615
∴ বৃহত্তম ভগ্নাংশ = 6/13
0
Updated: 3 weeks ago