A
Windows
B
Microsoft 365
C
Microsoft Azure
D
Xbox
উত্তরের বিবরণ
• Microsoft 365 অফিস স্যুট হিসেবে ব্যবহৃত হয়।
• মাইক্রোসফট অফিস:
- মাইক্রোসফট অফিস হল বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর একটি প্যাকেজ
• Microsoft 365 (পূর্বে Office 365 নামে পরিচিত ছিলো ) হলো মাইক্রোসফটের একটি অফিস স্যুট পরিষেবা।
• এতে অন্তর্ভুক্ত থাকে:
- Microsoft Word (ডকুমেন্ট এডিটিং),
- Microsoft Excel (স্প্রেডশিট),
- Microsoft PowerPoint (প্রেজেন্টেশন),
- Microsoft Outlook (ইমেইল ও ক্যালেন্ডার),
- OneDrive (ক্লাউড স্টোরেজ)।
• এটি SaaS (Software as a Service) মডেলে কাজ করে, অর্থাৎ ব্যবহারকারীরা সাবস্ক্রিপশনের মাধ্যমে ক্লাউডে অ্যাক্সেস পায়।
তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান।
- Microsoft 365

0
Updated: 18 hours ago
কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
Created: 21 hours ago
A
Windows XP
B
Windows 98
C
MS DOS
D
Windows 7
MS-DOS
-
পূর্ণরূপ: MS-DOS মানে Microsoft Disk Operating System।
-
প্রসঙ্গ: এটি মাইক্রোসফটের প্রথম তৈরি অপারেটিং সিস্টেম।
-
জনপ্রিয়তা: ১৯৮০-এর দশকে ব্যক্তিগত কম্পিউটার বা পিসিতে এটি সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল।
মাইক্রোসফট
-
প্রতিষ্ঠান পরিচিতি: কম্পিউটার সফটওয়্যারের দুনিয়ায় সবচেয়ে পরিচিত প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট।
-
সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন।
-
প্রতিষ্ঠাতা: Bill Gates এবং Paul Allen।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সালে।
-
বর্তমান CEO: সত্য নাদেলা।
-
প্রধান প্রযুক্তি ও সেবা:
-
ক্লাউড প্ল্যাটফর্ম: Azure
-
সার্চ ইঞ্জিন: Bing
-
উৎস: Britannica

0
Updated: 21 hours ago