A
ব্রায়ান কার্নিহান
B
অ্যালান টুরিং
C
ডেনিস রিচি
D
কেন থমসন
উত্তরের বিবরণ
• ডেনিস রিচি কে "C" প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
• C প্রোগ্রামিং ভাষা:
- যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ১৯৭০ সালে ডেনিস রিচি (Dennis Ritchie) প্রথম C ভাষা তৈরি করেন।
- Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে 'C' প্রয়োগ করেন।
- 'C' এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে 'বি' নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং 'B' এর পরের উন্নয়ন হলো 'C' ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।
- প্রথমে 'C' সরবরাহ হতো Unix অপারেটিং সিস্টেমে। পরে 'C' এর প্রয়োগ ঘটে আরো বহুভাবে।
- বহু সুবিধার কারণে এখনও 'C' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।
তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- ব্রিটানিকা

0
Updated: 18 hours ago