A
গাণিতিক কাজ করা
B
তথ্য আদান প্রদান
C
প্রোগ্রাম নিয়ন্ত্রণ
D
মেমোরি সংরক্ষণ
উত্তরের বিবরণ
• কম্পিউটার ডেটা বাসের কাজ হলো বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করা।
• ডেটা বাস:
- ডেটা বাস (Data Bus) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তথ্য বা ডেটা এক অংশ থেকে অন্য অংশে বহন করে। এর কাজ হচ্ছে বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করা।
- এই বাসের মাধ্যমে ডাটা উভয় দিকেই যাতায়াত করতে পারে তাই এটিকে Bi-directional বাস বলে।
- একটি বাসের মধ্যে যে কয়টি তার এই আদান প্রদান করতে পারে তাকে তত বিটের বাস বলা হয়।
- ডাটা বাস ৮-বিট , ১৬-বিট, ৩২-বিট ও ৬৪-বিটের হতে পারে।
- বেশি বিটের ডাটা বাস দ্রূত ও বেশি পরিমাণ ডাটা ট্রান্সফার করতে পারবে।
- এটি CPU, RAM, মেমোরি এবং ইনপুট/আউটপুট ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করে।
উদাহরণ:
- যখন CPU RAM থেকে কিছু তথ্য চায়, তখন ডেটা বাস সেই তথ্য এনে CPU-তে পৌঁছে দেয়।
তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- "Computer Organization and Architecture" by William Stallings.

0
Updated: 18 hours ago
ন্যানোটেকনোলজি কীসের সাথে সম্পর্কিত?
Created: 1 week ago
A
রাসায়নিক সার উৎপাদন
B
ভারী যন্ত্রপাতি নির্মাণ
C
পারমাণবিক বা আণবিক স্তরে কাজের সাথে
D
সাধারণ সফটওয়্যার প্রোগ্রামিং
তথ্য প্রযুক্তি
কম্পিউটার
কম্পিউটার (Computer)
ন্যানো টেকনোলেজি (Nanotechnology)
No subjects available.
ন্যানোটেকনোলজি (Nanotechnology)
সঠিক উত্তর: গ) পারমাণবিক বা আণবিক স্তরে কাজের সাথে
সংজ্ঞা ও মূল তথ্য:
-
ন্যানো শব্দটি এসেছে গ্রিক "Nanos" অথবা ল্যাটিন "nanus" থেকে, যার অর্থ Dwarf (অতিক্ষুদ্র বা ক্ষুদ্রাকৃতির)।
-
রিচার্ড ফাইনম্যানকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়।
-
ন্যানোপ্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক মাত্রার কার্যক্রমের প্রকৌশল শাস্ত্র, যা ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর উন্নয়নের সাথে সম্পর্কিত।
-
অর্থাৎ, এটি পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।

0
Updated: 1 week ago
প্রোগ্রামিং এ ‘JMP’ অপ-কোডের নির্দেশ কী?
Created: 1 week ago
A
নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
B
কোড কম্পাইল করা
C
আউটপুট ডিভাইস বন্ধ করা
D
রেজিস্টার রিসেট করা
অপ-কোড (Operation Code / Opcode)
সঠিক উত্তর: ক) নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
সংজ্ঞা:
অপ-কোডে ইনস্ট্রাকশন বা কমান্ডের নেমোনিক থাকে যা কম্পিউটারের বিভিন্ন কাজ নির্দেশ করে। নেমোনিকগুলো বিভিন্ন কম্পিউটারে ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ নেমোনিকগুলো নিম্নরূপ—
প্রধান অপ-কোড ও তাদের কার্য:
-
STO / STA: Store Accumulator; অ্যাকুমুলেটরের ডাটাকে নির্দিষ্ট মেমোরি লোকেশনে সংরক্ষণ।
-
CLR: Clear Accumulator; অ্যাকুমুলেটর পরিষ্কার করা।
-
ADD: প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যার সঙ্গে অ্যাকুমুলেটরের সংখ্যা যোগ করা।
-
SUB: প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা থেকে অ্যাকুমুলেটরের সংখ্যা বিয়োগ করা।
-
MUL: গুণ করার নির্দেশ।
-
DIV: ভাগ করার নির্দেশ।
-
JMP: পরবর্তী নির্দেশের জন্য নির্দিষ্ট মেমোরি অবস্থানে যাওয়া।
-
INP: ইনপুট নেওয়া; ডাটা প্রধান মেমোরিতে রাখা।
-
OUT: আউটপুট প্রদর্শন; প্রধান মেমোরির তথ্য আউটপুটের মাধ্যমে প্রকাশ করা।
-
STP: প্রোগ্রাম থামানোর নির্দেশ।

0
Updated: 1 week ago
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে কী বলে?
Created: 1 week ago
A
এক্সিকিউশন
B
রানিং
C
ডকুমেন্টেশন
D
ট্রান্সলেশন
প্রোগ্রাম ডকুমেন্টেশন (Programme Documentation)
সংজ্ঞা:
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে ডকুমেন্টেশন বলা হয়।
মূল তথ্য:
-
ভুল সংশোধনের পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করলে তাকে Run Programme বলা হয়।
-
ভবিষ্যতের ব্যবহার এবং রক্ষণের জন্য প্রোগ্রামকে লিপিবদ্ধ করা হয়।
-
আধুনিকীকরণের জন্য প্রোগ্রামের সঠিক ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন।
-
পেপার, ম্যাগনেটিক ডিস্ক ইত্যাদির মাধ্যমে প্রোগ্রামকে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
Complete প্রোগ্রাম ডকুমেন্টেশনের বিষয়সমূহ:
-
প্রোগ্রামের বর্ণনা
-
প্রোগ্রামের ফ্লোচার্ট
-
কোডিং
-
প্রোগ্রাম নির্বাহকালীন সময়ে করণীয় কাজের তালিকা
-
পরীক্ষণ ও ফলাফল

0
Updated: 1 week ago