কোনটিকে সার্বজনীন ডিজিটাল লজিক গেইট বলা হয়?
A
XOR
B
AND
C
NOR
D
OR
উত্তরের বিবরণ
• NOR গেইটকে সার্বজনীন ডিজিটাল লজিক গেইট বলা হয়।
• সার্বজনীন লজিক গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.
• সার্বজনীন লজিক গেইট:
- NAND Gate,
- NOR Gate.
• বিশেষ লজিক গেইট:
- XOR Gate, XNOR Gate.

0
Updated: 1 month ago
কোন গেইটগুলো সার্বজনীন গেইট হিসেবে পরিচিতি?
Created: 1 week ago
A
OR এবং NOT
B
XOR এবং NOT
C
AND এবং OR
D
NAND এবং NOR
সার্বজনীন গেইট (Universal Gate) হলো সেই ধরনের লজিক গেইট, যার সাহায্যে অন্য সব মৌলিক গেইট (AND, OR, NOT) তৈরি করা যায়। অর্থাৎ, শুধুমাত্র এই একটি গেইট ব্যবহার করেই যেকোনো লজিক সার্কিট বা যুক্তি বর্তনী বাস্তবায়ন সম্ভব। ডিজিটাল ইলেকট্রনিকসে NAND এবং NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়, কারণ এই দুই গেইটের সাহায্যে সব ধরনের মৌলিক গেইট তৈরি করা যায়।
-
সার্বজনীন গেইট বলতে এমন গেইটকে বোঝায়, যার মাধ্যমে AND, OR এবং NOT গেইটের কার্যকারিতা প্রতিস্থাপন করা যায়।
-
AND, OR এবং NOT—এই তিনটি মৌলিক গেইট একত্রে ব্যবহার করে সব ধরনের লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
-
কিন্তু NAND গেইট ব্যবহার করে আলাদাভাবে NOT, AND ও OR গেইট তৈরি করা যায়, ফলে যেকোনো জটিল সার্কিটও এটি দিয়ে গঠন করা সম্ভব।
-
একইভাবে, শুধুমাত্র NOR গেইট দিয়েও NOT, AND ও OR গেইটের ফাংশন বাস্তবায়ন করা যায়।
-
এই কারণে NAND এবং NOR গেইটকে সার্বজনীন গেইট (Universal Gate) বলা হয়।
-
ডিজিটাল ইলেকট্রনিকস ও কম্পিউটার সার্কিট ডিজাইন-এ এই দুই গেইটের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে প্রচলিত।
অতএব, সার্বজনীন গেইট হলো NAND এবং NOR, যেগুলোর মাধ্যমে সব মৌলিক গেইটের কাজ বাস্তবায়ন করা যায়।

0
Updated: 1 week ago
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
Created: 1 month ago
A
AND গেইট
B
OR গেইট
C
NAND গেইট
D
উপরের কোনটিই নয়
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম - NAND গেইট।
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
- একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 1 month ago
নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট?
Created: 2 weeks ago
A
XOR
B
AND
C
NOR
D
OR
সার্বজনীন গেইট হলো এমন একটি গেইট যার মাধ্যমে মৌলিক গেইটগুলো (AND, OR, NOT) এবং যেকোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব। NAND এবং NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
এর কারণ হলো, শুধুমাত্র NAND বা শুধুমাত্র NOR ব্যবহার করেই যেকোনো মৌলিক লজিক গেইট এবং জটিল সার্কিট রিয়েলাইজ করা যায়।
-
মৌলিক লজিক গেইট:
-
OR Gate
-
AND Gate
-
NOT Gate
-
-
সার্বজনীন লজিক গেইট:
-
NAND Gate
-
NOR Gate
-
-
বিশেষ লজিক গেইট:
-
XOR Gate
-
XNOR Gate
-

0
Updated: 2 weeks ago