মাইক্রোসফটের কোন পণ্যটি অফিস স্যুট হিসেবে ব্যবহৃত হয়?
A
Windows
B
Microsoft 365
C
Microsoft Azure
D
Xbox
উত্তরের বিবরণ
• Microsoft 365 অফিস স্যুট হিসেবে ব্যবহৃত হয়।
• মাইক্রোসফট অফিস:
- মাইক্রোসফট অফিস হল বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলোর একটি প্যাকেজ
• Microsoft 365 (পূর্বে Office 365 নামে পরিচিত ছিলো ) হলো মাইক্রোসফটের একটি অফিস স্যুট পরিষেবা।
• এতে অন্তর্ভুক্ত থাকে:
- Microsoft Word (ডকুমেন্ট এডিটিং),
- Microsoft Excel (স্প্রেডশিট),
- Microsoft PowerPoint (প্রেজেন্টেশন),
- Microsoft Outlook (ইমেইল ও ক্যালেন্ডার),
- OneDrive (ক্লাউড স্টোরেজ)।
• এটি SaaS (Software as a Service) মডেলে কাজ করে, অর্থাৎ ব্যবহারকারীরা সাবস্ক্রিপশনের মাধ্যমে ক্লাউডে অ্যাক্সেস পায়।
তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান।
- Microsoft 365

0
Updated: 1 month ago
কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?
Created: 1 month ago
A
Windows XP
B
Windows 98
C
MS DOS
D
Windows 7
MS-DOS
-
পূর্ণরূপ: MS-DOS মানে Microsoft Disk Operating System।
-
প্রসঙ্গ: এটি মাইক্রোসফটের প্রথম তৈরি অপারেটিং সিস্টেম।
-
জনপ্রিয়তা: ১৯৮০-এর দশকে ব্যক্তিগত কম্পিউটার বা পিসিতে এটি সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল।
মাইক্রোসফট
-
প্রতিষ্ঠান পরিচিতি: কম্পিউটার সফটওয়্যারের দুনিয়ায় সবচেয়ে পরিচিত প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট।
-
সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন।
-
প্রতিষ্ঠাতা: Bill Gates এবং Paul Allen।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সালে।
-
বর্তমান CEO: সত্য নাদেলা।
-
প্রধান প্রযুক্তি ও সেবা:
-
ক্লাউড প্ল্যাটফর্ম: Azure
-
সার্চ ইঞ্জিন: Bing
-
উৎস: Britannica

0
Updated: 1 month ago
মাইক্রোসফটের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Created: 3 weeks ago
A
AWS
B
iCloud
C
IBM Cloud
D
Azure
মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম হলো Azure, যা একটি বিস্তৃত ক্লাউড সার্ভিস। এটি বিভিন্ন ধরনের কম্পিউটিং, স্টোরেজ, ডাটাবেস, নেটওয়ার্কিং এবং অ্যানালিটিক্স সেবা প্রদান করে। Azure ব্যবসা প্রতিষ্ঠান এবং ডেভেলপারদের জন্য স্কেলেবল ও নিরাপদ ক্লাউড সমাধান সরবরাহ করে। অন্যান্য ক্লাউড প্ল্যাটফর্ম যেমন AWS হলো অ্যামাজনের, iCloud হলো অ্যাপলের, আর IBM Cloud হলো আইবিএমের। তাই মাইক্রোসফটের নিজস্ব ক্লাউড প্ল্যাটফর্ম হলো Azure, যা ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশন হোস্টিং, ডাটা স্টোরেজ, ভার্চুয়াল মেশিন তৈরি এবং উন্নত ক্লাউড সলিউশন তৈরি করার সুবিধা দেয়।
মাইক্রোসফট সম্পর্কে তথ্য:
-
কম্পিউটার সফটওয়্যার জগতে অন্যতম নামকরা প্রতিষ্ঠান।
-
সদরদপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
-
ক্লাউড প্ল্যাটফর্ম: Azure
-
সার্চ ইঞ্জিন: Bing
-
প্রতিষ্ঠাতা: Bill Gates এবং Paul Allen
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫
-
প্রথম প্রোগ্রাম: MS DOS
-
বর্তমান CEO (আগস্ট ২০২৫ পর্যন্ত): সত্য নাদেলা
কিছু বিখ্যাত ক্লাউড প্ল্যাটফর্মের উদাহরণ:
-
Amazon Web Services (AWS) – Parent Company: Amazon
-
Microsoft Azure – Parent Company: Microsoft
-
Google Cloud Platform (GCP) – Parent Company: Google
-
IBM Cloud – Parent Company: IBM
-
Oracle Cloud – Parent Company: Oracle
-
Salesforce – Parent Company: Salesforce
-
Alibaba Cloud – Parent Company: Alibaba Group
-
DigitalOcean – Parent Company: DigitalOcean
-
VMware Cloud – Parent Company: VMware
-
Huawei Cloud – Parent Company: Huawei
উৎস:

0
Updated: 3 weeks ago
নিম্নের কোনটি মাইক্রোসফটের ব্যবসার খাত নয়?
Created: 1 month ago
A
Productivity and Business Processes
B
Intelligent Cloud
C
More Personal Computing
D
Mobile Hardware
ChatGPT said:

0
Updated: 1 month ago