A
- 1 < x < 0
B
- 2 < x < 1
C
- 1 < x < 1
D
0 < x < 1
উত্তরের বিবরণ
প্রশ্ন: |1 - 2x| < 1 এর সমাধান-
সমাধান:
|1 - 2x| < 1
- 1 < 1 - 2x < 1
⇒ - 1 - 1 < 1 - 1- 2x < 1 - 1
⇒ - 2 < - 2x < 0
⇒ - 1 < - x < 0
⇒ 1 > x > 0
∴ 0 < x < 1

0
Updated: 18 hours ago
একজন মহিলা একটি ছবির দিকে ইঙ্গিত করে বললেন: "এই লোকটি আমার ছেলের দাদার একমাত্র ছেলে।" ছবির লোকটি মহিলার কে হয়?
Created: 18 hours ago
A
শ্বশুর
B
ভাই
C
স্বামী
D
ছেলে
প্রশ্ন: একজন মহিলা একটি ছবির দিকে ইঙ্গিত করে বললেন: "এই লোকটি আমার ছেলের দাদার একমাত্র ছেলে।" ছবির লোকটি মহিলার কে হয়?
সমাধান:
মহিলার কথা মতে,
ছবির লোকটি তার(মহিলার) ছেলের দাদার একমাত্র ছেলে।
মহিলার ছেলের দাদা মহিলার শ্বশুর।
মহিলার স্বামী শ্বশুরের একমাত্র ছেলে।
∴ ছবির লোকটি মহিলার স্বামী।

0
Updated: 18 hours ago
যদি ABC = ZYX হয়, তবে UIVV = ?
Created: 2 weeks ago
A
TREE
B
FREE
C
REGF
D
TEER
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে UIVV = ?
সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A, শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B, শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C, শেষ থেকে ৩য় বর্ণ- X
∴ অনুরুপ প্যাটার্ন মেনেই UIVV = FREE হয়।

0
Updated: 2 weeks ago
জিহাদ সাহেবের বেতন ১০% কমানোর পর হ্রাসকৃত বেতন ১৫% বাড়ানো হলে তার কতটুকু লাভ হল?
Created: 18 hours ago
A
২.২৫%
B
২%
C
৩.৫%
D
১.৫%
সমাধান ব্যাখ্যা:
-
ধরুন, মূল বেতন = ১০০ টাকা।
-
১০% হ্রাসের পর:
-
৯০ টাকার ১৫% বৃদ্ধিতে:
-
লাভের হিসাব:
উত্তর: জিহাদ সাহেবের ৩.৫% লাভ হয়েছে।

0
Updated: 18 hours ago