A
২.২৫%
B
২%
C
৩.৫%
D
১.৫%
উত্তরের বিবরণ
সমাধান ব্যাখ্যা:
-
ধরুন, মূল বেতন = ১০০ টাকা।
-
১০% হ্রাসের পর:
-
৯০ টাকার ১৫% বৃদ্ধিতে:
-
লাভের হিসাব:
উত্তর: জিহাদ সাহেবের ৩.৫% লাভ হয়েছে।

0
Updated: 18 hours ago
10 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?
Created: 2 weeks ago
A
42
B
56
C
84
D
112
গণিত
অঙ্কবাচক সংখ্যা
মানসিক দক্ষতা (Mental skills)
সংখ্যা পদ্ধতি (Number System)
No subjects available.
প্রশ্ন: 10 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?
সমাধান:
যেহেতু 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে তাই মোট সংখ্যা হবে = (10 - 2) = 8 টি
এখন,
8 টি বইয়ের মধ্য থেকে 5 টি বই বাছাই করার উপায় সংখ্যা,
= 8C5
= 8!/{5! × (8 - 5)!}
= 8!/(5! × 3!)
= (8 × 7 × 6 × 5!)/(5! × 3!)
= (8 × 7 × 6)/(3 × 2)
= 56

0
Updated: 2 weeks ago
যদি ঙ × N = 70 হয়, তবে ট × J = ?
Created: 2 weeks ago
A
108
B
152
C
110
D
120
প্রশ্ন: যদি ঙ × N = 70 হয়, তবে ট × J = ?
সমাধান:


ঙ × N = 5 × 14 = 70
এবং ট × J = 11 × 10 = 110

0
Updated: 2 weeks ago
ফরহাদ ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান কত দূরে?
Created: 2 weeks ago
A
২৬ মিটার
B
১৮ মিটার
C
২৪ মিটার
D
১২ মিটার
প্রশ্ন: ফরহাদ ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান কত দূরে?
সমাধান:

∴ যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান = AB + BE
= ১২ + ৬ = ১৮ মিটার

0
Updated: 2 weeks ago