|1 - 2x| < 1 এর সমাধান-
A
- 1 < x < 0
B
- 2 < x < 1
C
- 1 < x < 1
D
0 < x < 1
উত্তরের বিবরণ
প্রশ্ন: |1 - 2x| < 1 এর সমাধান-
সমাধান:
|1 - 2x| < 1
- 1 < 1 - 2x < 1
⇒ - 1 - 1 < 1 - 1- 2x < 1 - 1
⇒ - 2 < - 2x < 0
⇒ - 1 < - x < 0
⇒ 1 > x > 0
∴ 0 < x < 1

0
Updated: 1 month ago
ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর রাখতে হবে?
Created: 1 month ago
A
20 কেজি
B
18 কেজি
C
24 কেজি
D
30 কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর রাখতে হবে?
সমাধান:
ধরি, ভর রাখতে হবে = x কেজি
লিভারের ভারসাম্য সূত্র অনুযায়ী,
30 × 16 = 20 × (x)
⇒ 480 = 20x
⇒ x = 480/20
∴ x = 24
∴ প্রশ্নবোধক স্থানে 24 kg ভর রাখতে হবে।

0
Updated: 1 month ago
একজন মহিলা একটি ছবির দিকে ইঙ্গিত করে বললেন: "এই লোকটি আমার ছেলের দাদার একমাত্র ছেলে।" ছবির লোকটি মহিলার কে হয়?
Created: 1 month ago
A
শ্বশুর
B
ভাই
C
স্বামী
D
ছেলে
প্রশ্ন: একজন মহিলা একটি ছবির দিকে ইঙ্গিত করে বললেন: "এই লোকটি আমার ছেলের দাদার একমাত্র ছেলে।" ছবির লোকটি মহিলার কে হয়?
সমাধান:
মহিলার কথা মতে,
ছবির লোকটি তার(মহিলার) ছেলের দাদার একমাত্র ছেলে।
মহিলার ছেলের দাদা মহিলার শ্বশুর।
মহিলার স্বামী শ্বশুরের একমাত্র ছেলে।
∴ ছবির লোকটি মহিলার স্বামী।

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
18 (116) 40
26 ( ? ) 48
Created: 2 months ago
A
148
B
126
C
162
D
156
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
18 (116) 40
26 ( ? ) 48
সমাধান:
বন্ধনীর দুই পাশের সংখ্যার যোগফলের দ্বিগুণ বন্ধনীতে বসবে।
18 + 40 = 58 ⇒ 58 × 2 = 116
26 + 48 = 74 ⇒ 74 × 2 = 148

0
Updated: 2 months ago