A
নরম নরম হাত
B
পাকা পাকা আম
C
উড়ু উড়ু মন
D
শীত শীত লাগে
উত্তরের বিবরণ

0
Updated: 18 hours ago
কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
Created: 1 month ago
A
স্যার উইলিয়াম জোনস্
B
স্যার উইলিয়াম ক্যারী
C
রাজীব লোচন মুখোপাধ্যায়
D
ব্রাসি হ্যালহেড
১৭৭৮ সালে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড বাংলা ভাষার ব্যাকরণ A Grammer of the Bengal Language বাংলা টাইপ সহযোগে মুদ্রণ করেন।
- এ গ্রন্থেই প্রথম বাংলা হরফ মুদ্রিত হয়।
- গ্রন্থটি ইংরেজীতে রচিত হলেও এর কিছু উদাহরণে বাংলা হরফ ব্যবহার করা হয়।
- নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
উৎস: বাংলাপিডিয়া; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
নিষুতি রাতের গাথা
B
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
C
নদী নিঃশেষিত হলে
D
নিরুপায় হরিণী
আনোয়ার পাশা
-
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
পেশা: কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমালোচক
-
সম্মান: ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর)
রচনাবলী
-
উপন্যাস:
-
নিষুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
অন্যান্য কবিতা
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 1 week ago
দেশের প্রথম 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করা হয়েছে কোথায়?
Created: 3 weeks ago
A
ঢাকায়
B
কুমিল্লায়
C
নারায়ণগঞ্জে
D
সিরাজগঞ্জে
জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ – নারায়ণগঞ্জ
-
নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
-
শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ।
-
স্মৃতিস্তম্ভটি ১৩ জুলাই, ২০২৫ জেলা সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।
-
স্মৃতিস্তম্ভের ফলকে ২১ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মোট ৫৬ জন শহিদ হন।
-
নিহতদের মধ্যে ২১ জন স্থানীয় বাসিন্দা।

0
Updated: 3 weeks ago