A
অ
B
আ
C
ও
D
এ
উত্তরের বিবরণ
বাখ্যা:
বাংলা স্বরধ্বনির উচ্চারণ বিভিন্ন দিক থেকে শ্রেণীবদ্ধ করা যায়। মূলত এটি নির্ভর করে জিভের উচ্চতা, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তির পরিমাণ এর ওপর।
১. জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি:
-
উচ্চ স্বরধ্বনি: ই, উ
-
উচ্চ-মধ্য স্বরধ্বনি: এ, ও
-
নিম্ন-মধ্য স্বরধ্বনি: অ্যা, অ
-
নিম্ন স্বরধ্বনি: আ
২. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি:
-
সন্মুখ স্বরধ্বনি: ই, এ, অ্যা
-
মধ্য স্বরধ্বনি: আ
-
পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ
এভাবে স্বরধ্বনিগুলো উচ্চারণের ভৌত অবস্থানের ওপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়, যা বাংলা উচ্চারণ এবং ধ্বনিতত্ত্ব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0
Updated: 18 hours ago
ভাষার কয়টি মৌলিক অংশ থাকে?
Created: 1 month ago
A
২
B
৩
C
৪
D
কোনটিই নয়
ভাষা একটি সংগঠিত পদ্ধতি যা মূলত চারটি মৌলিক উপাদানে গঠিত:
১. ধ্বনি (Phonology) – শব্দের ধ্বনিগত গঠন।
২. অর্থ (Semantics) – শব্দ বা বাক্যের অর্থ।
৩. ব্যাকরণ (Grammar/Syntax) – শব্দের সঠিক বিন্যাস ও গঠন।
৪. প্রয়োগ (Pragmatics) – বাক্য বা ভাষার ব্যবহারিক দিক ও প্রাসঙ্গিকতা।
এই উপাদানগুলো মিলেই একটি ভাষাকে পূর্ণতা প্রদান করে।

0
Updated: 1 month ago
কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
Created: 18 hours ago
A
উপগ্রহ
B
উপনেতা
C
উপসাগর
D
উপবন
বাখ্যা:
-
উপসাগর, উপগ্রহ, উপনেতা—এখানে “উপ” তৎসম উপসর্গটি “ক্ষুদ্র” বা “অধীন” অর্থ প্রকাশ করছে। যেমন:
-
উপসাগর = ছোট সাগর বা সাগরের শাখা
-
উপগ্রহ = গ্রহের অধীন
-
উপনেতা = নেতার অধীন
-
-
অন্যদিকে, উপবন শব্দে “উপ” উপসর্গটি “সদৃশ” অর্থ প্রকাশ করছে।
-
উপবন = বনের সদৃশ স্থান (বন-সদৃশ বাগান)
-
-
বাংলা ভাষায় উপসর্গের মূল উদ্দেশ্য হলো ধাতু বা শব্দের আগে বসে নতুন অর্থবাহী শব্দ তৈরি করা।
-
উপসর্গকে ৩ ভাগে ভাগ করা হয়:
১) খাঁটি বাংলা উপসর্গ (যেমন: অ, আ, সু, নি)
২) সংস্কৃত বা তৎসম উপসর্গ (যেমন: প্র, পরা, সম, উপ, আ)
৩) বিদেশি উপসর্গ (যেমন: আরবি—আম, ফারসি—কার, ইংরেজি—সাব, হাফ)
তাই দেখা যাচ্ছে, “উপ” তৎসম উপসর্গ বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে—কোথাও ক্ষুদ্র/অধীন, আবার কোথাও সদৃশ।

0
Updated: 18 hours ago
বাংলা ভাষারীতির কয়টি রূপ?
Created: 2 weeks ago
A
২টি
B
৩টি
C
৫টি
D
৪টি
বাংলা ভাষার মৌলিক রূপ – ২ টি। ক. লেখ্য খ. মৌখিক। কিন্তু বাংলা ভাষার মৌলিক অংশ – ৪ টি। ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য ঘ. অর্থ।

0
Updated: 2 weeks ago