কোন সাহিত্যিক বাংলায় টিএস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন?
A
বুদ্ধদেব বসু
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বিষ্ণু দে
D
প্রেমেন্দ্র মিত্র
উত্তরের বিবরণ
বাখ্যা:
-
প্রথমবার বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
-
‘তীর্থযাত্রী’ হলো টিএস ইলিয়টের The Journey of the Magi কবিতার বাংলা অনুবাদ। রবীন্দ্রনাথ এটি তাঁর ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থে সংকলন করেন, যা প্রকাশিত হয় ১৯৩২ সালে।
-
পরবর্তীতে, বিষ্ণু দে ১৯৫০ সালে Eliot-er Kobita নামে বাংলা অনুবাদ প্রকাশ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর:
-
কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে, কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার।
-
প্রথম এশিয়ার নোবেল বিজয়ী (১৯১৩) এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
-
বিবাহ: ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর মৃণালিনী দেবীর সঙ্গে।
-
১৯১৫ সালে ইংরেজি ‘নাইট’ উপাধি প্রাপ্ত, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ফেরত দেয়া।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট, জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
রচনাবলি:
-
মানসী, সোনার তরী, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলী, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি, শেষলেখা ইত্যাদি।
সুতরাং, তীর্থযাত্রী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে বাংলায় প্রথমবার টিএস ইলিয়টের কবিতার অনুবাদ।

0
Updated: 1 month ago
"প্রেমাংশুর রক্ত চাই" কোন সাহিত্যিকের রচনা?
Created: 1 month ago
A
শওকত ওসমান
B
নির্মলেন্দু গুণ
C
শামসুর রাহমান
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্রেমাংশুর রক্ত চাই ও নির্মলেন্দু গুণ
-
প্রেমাংশুর রক্ত চাই হলো নির্মলেন্দু গুণের রচিত একটি কাব্যগ্রন্থ।
-
নির্মলেন্দু গুণ
-
তিনি বাংলাদেশের আধুনিক কবিতার একজন বিশিষ্ট কবি।
-
জন্ম: ১৯৪৫ সালের ২১ জুন, নেত্রকোনার কাশবন গ্রামে।
-
ডাকনাম: রতন।
-
পাঠকসমাজে তাঁকে প্রায়ই “বাংলাদেশের কবিদের কবি” বলা হয়।
-
কবিতায় প্রেম, বিপ্লব, গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সমাজের বাস্তবতা এবং রাজনৈতিক চেতনা গভীরভাবে প্রকাশিত হয়েছে।
-
কবিতার পাশাপাশি তিনি অনুবাদকবিতা ও ছোটগল্পও রচনা করেছেন।
-
-
কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবি
-
চাষাভূষার কাব্য
-
মুজিব লেলিন ইন্দিরা
-
নিশিকাব্য
-
-
অনুবাদকবিতা
-
রক্ত আর ফুলগুলি
-
তোহু
-
রাজনৈতিক কবিতা
-
-
ছোটগল্প
-
অন্তর্জাল
-
আপনদলের মানুষ
-

0
Updated: 1 month ago
‘যোগাযোগ’ উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম কী?
Created: 1 month ago
A
নিখিলেস
B
অমিত
C
মধুসূদন
D
নবকুমার
সঠিক উত্তর হলো: গ) মধুসূদন
অন্যান্য অপশনের ব্যাখ্যা:
-
নিখিলেশ: তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসের চরিত্র।
-
অমিত: তিনি শেষের কবিতা উপন্যাসের নায়ক।
-
নবকুমার: তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র।
যোগাযোগ উপন্যাস সম্পর্কিত আলোচনা
রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরে উপন্যাসটির নামকরণ হয় যোগাযোগ। এই উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম হলো মধুসূদন।
কাহিনিতে কুমোদিনী ও মধুসূদনের সম্পর্কের মধ্য দিয়ে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, শ্রেণিগত বৈষম্য, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও টানাপোড়েন ফুটে উঠেছে। শেষ পর্যন্ত কুমোদিনী দ্বিধাগ্রস্ত অবস্থায় স্বামীর কাছে সমর্পিত হলেও তার ভেতরে এক বিদ্রোহী নারীর সত্তা স্পষ্টভাবে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়

0
Updated: 1 month ago
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-
Created: 1 month ago
A
আলাওল
B
কোরেশী মাগন ঠাকুর
C
দৌলত কাজী
D
মরদন
• আরাকান রাজসভা:
- আরাকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী।
- তিনি লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা।
- তাঁর উল্লেখযোগ্য কাব্যের নাম 'সতীময়না ও লোরচন্দ্রানী'।
- এটি হিন্দি কবি সাধনের 'মৈনাসত' কাব্য অবলম্বনে তিন খন্ডে রচিত।
• আরাকান রাজসভার অন্যান্য কবিগণ হলেন:
- আলাওল,
- কোরেশী মাগন ঠাকুর,
- মরদন,
- আবদুল করিম খন্দকার,
- শমসের আলী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago