কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলা হয়?
A
প্রপদ
B
ক্রিয়াপদ
C
উপপদ
D
প্রাতিপদিক
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
'তাপন' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
কোমর
B
আংটা
C
তাপ উৎপাদন
D
কৃত
শব্দের অর্থ
শব্দ | অর্থ |
---|---|
তাপন | তাপ উৎপাদন |
কটি | কোমর |
করা | কৃত |
কড়া | আংটা |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)

0
Updated: 1 month ago
আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে?
Created: 1 month ago
A
সাধু
B
চলিত
C
ইংরেজি
D
সংস্কৃত
আলালি বা হুতোমি ভাষা বলা হয় – চলিত ভাষাকে।
প্যারীচাঁদের অনুসরণে বাংলা ভাষাকে আরও গণমুখী করেন কালীপ্রসন্ন সিংহ। কলকাতা এবং তৎসংলগ্ন এলাকার মৌখিক ভাষাকে তিনি সার্থকভাবে তাঁর রচনায় প্রয়োগ করেন। তাঁর ‘হুতোম প্যাচার নকশা’ (১৮৬২) উপন্যাসে ব্যবহৃত ভাষারীতি প্যারীচাঁদের ভাষার চেয়ে মার্জিততর। এ গ্রন্থে চলিত ভাষায় সরস ব্যঙ্গবিদ্রূপের মাধ্যমে কলকাতার সমাজজীবন চিত্রিত হয়েছে। স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে তাঁর ভাষা ‘হুতোমি ভাষা’ নামে পরিচিত, যা পরবর্তী শতকের গদ্যরচনায় বিশেষ প্রভাব ফেলে। প্যারীচাঁদ মিত্রের কথ্যরীতিতে গদ্য-পদ্য রচনা, প্রচুর তদ্ভব এবং চলিত ফারসী শব্দের ব্যবহার এবং ক্রিয়া পদে সাধু ও কথ্য ভাষার মিশ্রণ তার গদ্যের প্রধান বৈশিষ্ট্য ছিল। তাঁর লেখা বই আলালের ঘরে দুলাল এই গদ্যের ব্যবহার করা হয়েছিল যার জন্য এর নাম হয়ে যায় ‘আলালী ভাষা’।

0
Updated: 1 month ago
'জানালা > জান্লা' - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 month ago
A
অভিশ্রতি
B
সম্প্রকর্ষ
C
বিপ্রকর্ষ
D
ব্যঞ্জনচ্যুতি
সম্প্রকর্ষ বা স্বরলোপ হলো এমন ধ্বনিগত প্রক্রিয়া, যেখানে দ্রুত উচ্চারণের ফলে শব্দের কোনো স্বরধ্বনি অপসারিত হয়। এটি শব্দের আদি, মধ্য কিংবা অন্ত্য অংশে ঘটতে পারে।
-
আদি স্বরধ্বনি লোপ: আটমেসে > আটাসে
-
অন্ত্য স্বরধ্বনি লোপ: কুটুম্ব > কুটুম
-
মধ্যবর্তী স্বরধ্বনি লোপ: জানালা > জান্লা

0
Updated: 1 month ago