A
William Wordsworth
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
John Keats
উত্তরের বিবরণ
বাখ্যা:
-
Manfred হলো এক নাট্য-কবিতা (dramatic poem) যা Lord Byron ১৮১৭ সালে প্রকাশ করেছিলেন।
-
এতে একজন “Byronic Hero”-এর বৈশিষ্ট্য দেখা যায়—রহস্যময়, বেদনাতুর, আত্ম-অনুসন্ধানী নায়ক, যে অতীতের ভুলের যন্ত্রণা বয়ে বেড়ায় এবং নিজের গর্ব বা স্বাধীনতাকে বিসর্জন দিতে চায় না।
-
Byron-এর রচনায় সাধারণত আত্ম-অনুসন্ধান, প্রেম, প্রকৃতি, বিদ্রোহী মানসিকতা ও ব্যক্তিস্বাধীনতার প্রতিফলন ঘটে।
-
Lord Byron ছিলেন Romantic Age-এর একজন বিশিষ্ট কবি এবং তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে Childe Harold’s Pilgrimage, Don Juan, The Giaour, Lara, She Walks in Beauty ইত্যাদি।
-
সুতরাং Manfred রচয়িতা Lord Byron, তাই সঠিক উত্তর গ) Lord Byron।

0
Updated: 19 hours ago
Jonathan Swift is best known for writing which satirical work?
Created: 3 weeks ago
A
Gulliver’s Travels
B
Great Expectations
C
Moby Dick
D
The Odyssey
Jonathan Swift প্রধানত তার স্যাটায়ারধর্মী রচনার জন্য পরিচিত, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো “Gulliver’s Travels”।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৭২৬
-
ধরণ: Satire, Prose
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের মূল চরিত্র: Lemuel Gulliver
-
বিষয়বস্তু: বিভিন্ন অদ্ভুত দেশ ও মানুষের সঙ্গে Gulliver-এর অভিজ্ঞতা; সমকালীন সমাজ, রাজনীতি ও মানুষের মানসিকতার সমালোচনা
খণ্ডসমূহ:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift (1667-1745):
-
Anglo-Irish author ও clergyman
-
Augustan period-এর অন্যতম প্রধান লেখক
-
ইংরেজি সাহিত্যের সর্বপ্রধান স্যাটায়ারিস্ট
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
The Battle of Books
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
Argument Against Abolishing Christianity
-
A Journey to Stella (চিঠি সংকলন)
উত্তর: Gulliver’s Travels

0
Updated: 3 weeks ago
Who wrote the influential scientific work titled "The Origin of Species"?
Created: 1 week ago
A
Charles Darwin
B
Karl Marx
C
Thomas Babington Macaulay
D
John Stuart Mill
• The influential scientific work titled "On the Origin of Species" was written by – Charles Darwin.
• On the Origin of Species
-
১৮৫৯ সালে Darwin এই গ্রন্থটি রচনা করেন।
-
১৮৩১ সালে তিনি British Royal Navy এর জাহাজ HMS Beagle-এ করে বিশ্বজুড়ে পাঁচ বছরের সমুদ্রযাত্রা শুরু করেছিলেন।
-
এই ভ্রমণের সময় উদ্ভিদ ও প্রাণিজগত পর্যবেক্ষণ তাঁর Evolutionary Theory গঠনে সহায়তা করে।
-
এই বইয়ের মাধ্যমে তিনি Natural Selection মতবাদ উপস্থাপন করেন।
• Charles Darwin
-
তিনি একজন ইংরেজ প্রকৃতিবিদ (Naturalist)।
-
তিনি Natural Selection-এর মাধ্যমে Theory of Evolution প্রস্তাব করেন।
-
তিনি Agnostic ছিলেন।
-
তাঁর মতে, মানুষ ও প্রাণীর একটি সাধারণ পূর্বপুরুষ ছিল।
-
তাঁর তত্ত্ব তৎকালীন ধর্মীয় সমাজকে চমকে দিয়েছিল।
• Notable Works
-
On the Origin of Species (1859),
-
The Descent of Man (1871),
-
The Voyage of the Beagle (1839)।
Source: Britannica

0
Updated: 1 week ago
Learning a new language demands consistent practice.
The underlined part is-
Created: 1 week ago
A
Verbal phrase
B
Gerund phrase
C
Participle phrase
D
None of these
Gerund Phrase – Example and Explanation
-
Example Sentence:
Learning a new language demands consistent practice.-
Underlined part: Learning a new language
-
Function: Gerund Phrase (Noun Phrase)
-
Explanation:
-
Begins with a gerund (Learning = verb + -ing acting as a noun)
-
Functions as the subject of the sentence
-
Hence, it is both a Noun Phrase and a Gerund Phrase
-
-
Noun Phrase:
-
A noun phrase is a group of words that functions as a noun or pronoun in a sentence.
-
It can be modified by adjectives.
Three Types of Noun Phrases:
-
Appositive Phrase:
-
Renames another noun in the sentence, often set off by commas
-
Example: Mr. Rahman, my favorite English teacher, is doing this assignment for me.
-
-
Gerund Phrase:
-
Starts with a gerund (verb + -ing) and acts as a noun
-
Example: Traveling to new places broadens your perspective.
-
-
Infinitive Phrase:
-
Begins with an infinitive (to + verb) and includes modifiers
-
Example: His dream is to travel the world.
-
Source: Cliff's TOEFL

0
Updated: 1 week ago