'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার' - কে রচনা করেছেন?
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
রাজা রামমোহন রায়
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
রামরাম বসু
উত্তরের বিবরণ
বাখ্যা:
-
বেদান্তগ্রন্থ ও বেদান্তসার গ্রন্থদ্বয় রচনা করেন রাজা রামমোহন রায়, যিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ হিসেবে খ্যাত।
-
জীবনী সংক্ষেপ:
-
জন্ম: ১৭৭২ সালের ২২ মে, হুগলী জেলার রাধানগর গ্রামে সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুগল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং ব্রিটিশ পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট, ১৮২৮ সালে কলকাতায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
শিব প্রসাদ রায় ছদ্মনামে মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন।
-
-
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
বেদান্তগ্রন্থ
-
বেদান্তসার
-
ভট্টাচার্যের সহিত বিচার
-
গোস্বামীর সহিত বিচার
-
সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
-
গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি
-
সুতরাং, বেদান্তগ্রন্থ ও বেদান্তসার হলো রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মীয় রচনা।

0
Updated: 1 month ago
'নষ্টনীড়' ছোটগল্পের চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
চন্দরা
B
চারুলতা
C
রতন
D
সুরবালা
‘নষ্টনীড়’ ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি ১৯০১ সালে রচিত ও প্রকাশিত এবং একজন নিসঙ্গ নারীর জীবন ও অনুভূতি তুলে ধরে।
মূল চরিত্রসমূহ:
-
চারুলতা
-
অমল
-
ভূপতি
প্রসিদ্ধি:
-
এই ছোটগল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালে চারুলতা নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের চরিত্র:
-
‘শাস্তি’—চন্দরা
-
‘সুরবালা’—একরাত্রি
-
‘রতন’—পোস্টমাস্টার
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্প:
-
শাস্তি
-
একরাত্রি
-
মধ্যবর্তিনী
-
ল্যাবরেটরী
-
সমাপ্তি
-
পোস্টমাস্টার
-
হৈমন্তী
-
ছুটি
-
দেনা পাওনা ইত্যাদি
উৎস:

0
Updated: 1 month ago
নিচের কোনটি বাগযন্ত্রের অংশ?
Created: 1 month ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
আলজিভ
D
সবগুলো
বাগ্যন্ত্র হলো ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গগুলির সমষ্টি। মানবদেহের উপরিভাগে, ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে প্রত্যঙ্গগুলো ধ্বনি উৎপাদনে ব্যবহৃত হয়, সেগুলো বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের বিভিন্ন অংশ:
-
ফুসফুস: ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস।
-
শ্বাসনালি: ফুসফুস থেকে বাতাস শ্বাসনালির মাধ্যমে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়।
-
স্বরযন্ত্র: শ্বাসনালির উপরের অংশে অবস্থান।
-
জিভ: মুখগহ্বরের নিচের অংশে অবস্থিত।
-
আলজিভ: মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ড।
-
তালু: মুখবিবরের ছাদ।
-
মূর্ধা: শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ।
-
দন্তমূল ও দন্ত: দাঁতের গোড়ার অংশকে দন্তমূল বলে।
উৎস:

0
Updated: 1 month ago
মোহাম্মদ মোজাম্মেল হক কোন উপন্যাসের মধ্য দিয়ে মুসলমান সমাজের বেদনাঘন চিত্র অঙ্কন করেছেন?
Created: 1 month ago
A
আনোয়ারা
B
জোহরা
C
আবদুল্লাহ
D
গরীবের মেয়ে
‘জোহরা’ উপন্যাস
-
রচয়িতা: মোহাম্মদ মোজাম্মেল হক
-
উপন্যাসের মাধ্যমে তিনি মুসলমান সমাজের বেদনাঘন চিত্র অঙ্কন করেছেন।
-
উপন্যাসে দেখা যায়, কন্যার মতামত অগ্রাহ্য করে আত্মীয়স্বজনেরা মেয়েদের জন্য বিয়ে ঠিক করলে তাদের জীবনে যে দুর্ভোগ সৃষ্টি হয়, সেটিই মূল উপজীব্য।
-
এটি আমলের মুসলমান সমাজের অন্যায় ও অনাচার ফুটিয়ে তোলে।
অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
‘গরীবের মেয়ে’
-
রচয়িতা: মোহাম্মদ নজিবর রহমান
-
এটি একটি জনপ্রিয় উপন্যাস।
‘আনোয়ারা’ (১৯১৪)
-
রচয়িতা: মোহাম্মদ নজিবর রহমান
-
এটি তাঁর প্রথম ও জনপ্রিয় উপন্যাস।
-
উপন্যাসে মধ্যবিত্ত বিকাশের চিত্র ফুটে উঠেছে।
‘আবদুল্লাহ’ (১৯৩৩)
-
রচয়িতা: কাজী ইমদাদুল হক
-
লেখকের মৃত্যুর পর কাজী আনোয়ারুল কাদির অসমাপ্ত খসড়া ব্যবহার করে উপন্যাসটি সম্পন্ন করেন।
-
উপন্যাসে চিত্রিত হয়েছে গ্রামীণ মুসলিম সমাজের পিরভক্তি, ধর্মীয় কুসংস্কার, পর্দাপ্রথা ও সম্প্রদায়বিদ্বেষের বিরুদ্ধে মানবতাবাদী প্রতিবাদ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago