A
with
B
on
C
to
D
at
উত্তরের বিবরণ
• Correct Answer: গ) to.
- The correct phrase is “cling to”, which means to hold tightly or emotionally to something, especially in times of fear, sadness, or uncertainty.
- Example: In times of trouble, people often cling to hope.
- Bangla: “Cling to” অর্থ হলো কিছু ধরে রাখা বা আঁকড়ে ধরা, বিশেষ করে আশাবাদ বা কারো প্রতি নির্ভরতা বোঝাতে।
- বাংলা অর্থ: "People cling to hope" মানে মানুষ আশার উপর নির্ভর করে বা আশা আঁকড়ে ধরে রাখে।
• Other options:
ক) with – “cling with” হয় না।
খ) on – “cling on” কখনও হয়, কিন্তু তারপরে “to” দরকার হয়, যেমন: cling on to something.
ঘ) at – এটি অবস্থান বা আক্রমণের জন্য ব্যবহৃত হয়, এখানে প্রাসঙ্গিক নয়।

0
Updated: 19 hours ago
The famous character 'Bosola' is from -
Created: 3 weeks ago
A
The Duchess of Malfi
B
Volpone
C
Doctor Faustus
D
As You Like It

0
Updated: 3 weeks ago
Idylls of the King is written by -
Created: 3 weeks ago
A
Robert Browning
B
Alfred Tennyson
C
P.B. Shelley
D
Herman Melville
• Idylls of the King:
- এই কবিতাটি রচনা করেন Alfred Tennyson.
- Arthurian legend কে কেন্দ্র করে এই কবিতার পটভূমি রচিত। রাজা আর্থারের বিভিন্ন কাহিনীকে ভিক্টোরিয়ান যুগের আদলে সাজিয়েছেন কবি এখানে।
- Sir Thomas Malory এর লেখা Le Morte D'arthur এর উপর ভিত্তি করেই এটি লেখা। মোট ১২ কি কবিতা স্থান পেয়েছে।
• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson, একজন English poet
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry.
• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D'Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

0
Updated: 3 weeks ago
Which theme is reinforced through Darcy’s transformation?
Created: 3 days ago
A
Wealth as ultimate power
B
True love requires humility
C
Marriage is a duty
D
Women must obey men
Darcy প্রথমে অহংকারী ছিল। কিন্তু Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে নিজেকে বদলায়। Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করা, Lydia–Wickham-এর বিয়ে ঠিক করা—এসব Darcy-র পরিবর্তনের প্রমাণ। Austen দেখান—প্রকৃত ভালোবাসা পাওয়া যায় যখন অহংকার ভেঙে বিনয় শেখা যায়। Darcy-র এই উন্নতিই কাহিনির মূল বার্তা।

0
Updated: 3 days ago