নিচের কোনটি গুরুচণ্ডালী দোষমুক্ত?
A
মড়া দাহ
B
শব পোড়া
C
শবদাহ
D
শবমড়া
উত্তরের বিবরণ
বাখ্যা:
গুরুচণ্ডালী দোষ ঘটে তখন, যখন তৎসম শব্দ ও দেশীয় শব্দ একত্রে ব্যবহার করা হয়। এতে শব্দশুদ্ধতার ব্যাঘাত ঘটে।
উদাহরণ:
-
শবদাহ → বিশুদ্ধ (তৎসম শব্দের সঙ্গে তৎসম শব্দ)
-
শবপোড়া → দোষযুক্ত (তৎসম “শব” + দেশীয় “পোড়া”)
-
মড়াপোড়া → বিশুদ্ধ (দেশীয় শব্দের সঙ্গে দেশীয় শব্দ)
-
মড়াদাহ → দোষযুক্ত (দেশীয় “মড়া” + তৎসম “দাহ”)
অতএব, শবদাহ গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ, কারণ এটি কেবল তৎসম শব্দ দ্বারা গঠিত।

0
Updated: 1 month ago
'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 1 month ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
'চিত্তনামা' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
-
প্রেক্ষাপট: ১৩৩২ বঙ্গাব্দের ২ রা আষাঢ়ে চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করলে, নজরুল অর্ঘ্য, অকাল-সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপ্তন, রাজভিখারি নামক কয়েকটি কবিতা সমকালীন পত্রিকায় লিখেন।
-
কবিতাগুলোয় চিত্তরঞ্জনের প্রতি কবির আবেগমিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়।
-
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ)
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থসমূহ
-
অগ্নি-বীণা
-
সঞ্চিতা
-
চিত্তনামা
-
মরুভাস্কর
-
সর্বহারা
-
ফণি-মনসা
-
চক্রবাক
-
সাম্যবাদী
-
ছায়ানট
-
নতুন চাঁদ
-
পুবের হাওয়া
-
জিঞ্জির
-
বিষের বাঁশি
-
দোলনচাঁপা
-
চন্দ্রবিন্দু
-
সিন্ধু হিন্দোল
-
ভাঙার গান
-
সন্ধ্যা ইত্যাদি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি-
Created: 1 month ago
A
দেশভাগ
B
পানিপথের তৃতীয় যুদ্ধ
C
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
D
১৯৫২ সালের ভাষা আন্দোলন
বাখ্যা:
-
‘কবর’ নাটকটি মুনীর চৌধুরী রচিত এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে। তিনি এই নাটক জেলে থাকা অবস্থায় রচনা করেন, যা ১৯৫৩ সালে জেলের রাজবন্দিদের দ্বারা প্রথম অভিনীত হয় এবং ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
নাটকের কাহিনী আংশিকভাবে মার্কিন নাট্যকার Irwin Shaw-এর Bury The Dead (১৯৩৬) নাটকের অনুকরণে নির্মিত হলেও এদেশের রাজনৈতিক বাস্তবতা ও আন্দোলন কেন্দ্রিক।
-
কাহিনী সংক্ষেপে: আন্দোলনকারীদের লাশ শহরে পুলিশের দ্বারা গুম করতে গভীর রাতে কবরস্থানে নেওয়া হয়। কিন্তু পুলিশ ইন্সপেক্টর হাফিজ ও নেতা ধর্মীয় প্রথা অনুসারে লাশগুলো একত্রে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বজনহারা পাগল মুর্দা ফকির ও গোর-খোদক বাধা দেয়। লাশগুলোও উঠে দাঁড়ায় এবং বলে, “আমরা কবরে যাবো না।” মদ্যপ ইন্সপেক্টর ও নেতা ভয় পায়।
-
‘কবর’ একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।
মুনীর চৌধুরী:
-
তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
-
জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ।
-
শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
মৌলিক নাটক:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটক:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
সুতরাং ‘কবর’ নাটকটি বাংলা নাট্য সাহিত্যে রাজনৈতিক বাস্তবতা এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ প্রতিফলন।

0
Updated: 1 month ago
মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গলকাব্য ধারার উল্লেখযোগ্য কবি?
Created: 1 month ago
A
ধর্ম মঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
অন্নদামঙ্গল
D
মনসামঙ্গল
• মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি ছিলেন।
-
চণ্ডীমঙ্গল ধারার অন্যান্য কবি: মানিকদত্ত, দ্বিজ মাধব, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন।
অন্যদিকে:
-
মনসা মঙ্গল কাব্য ধারার কবি: কানাহরি দত্ত, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ।
-
ধর্মমঙ্গল ধারার কবি: ময়ূর ভট্ট, আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, ঘনরাম চক্রবর্তী, নরসিংহ বসু।
-
অন্নদা মঙ্গল ধারার কবি: ভারতচন্দ্র রায়গুণাকর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago