A
Acquaintence
B
Acquaintance
C
Aqueintance
D
Acquintance
উত্তরের বিবরণ
• Correct Answer: খ) Acquaintance.
• Acquaintance
- English Meaning : personal knowledge : familiarity.
- Bangla Meaning : পরিচিত ব্যক্তি / চেনাশোনা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়।
- Example: He is just an acquaintance, not a close friend.

0
Updated: 19 hours ago
Which period is known as "The golden age of English literature?
Created: 1 month ago
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
এলিজাবেথীয় যুগকে ইংরেজি সাহিত্যের ‘সোনালি যুগ’ বলা হয়।
ইংরেজি সাহিত্যে Renaissance Period বা পুনর্জাগরণ যুগ শুরু হয় ১৫৫০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত। এই সময়কালকে শাসকদের নাম অনুযায়ী চারটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যুগটি হলো Elizabethan Age।
এই যুগের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ প্রথম-এর নামে, যিনি ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
এই সময়েই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি উন্নতি হয়। বিশেষ করে নাট্যজগতে এক বিশাল পরিবর্তন আসে। সাহিত্য তখন চার্চ বা ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে স্বাধীনভাবে গড়ে উঠতে থাকে।
এই যুগের আগে সাহিত্য ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুৎপাদনশীল। কিন্তু Elizabethan যুগে সাহিত্য নতুন প্রাণ ও গতি পায়। তাই একে বলা হয় The Golden Age of English Literature।
এই সময়ের বিখ্যাত লেখকরা হলেন:
-
Thomas More
-
Thomas Norton
-
Edmund Spenser
-
William Shakespeare
-
Thomas Kyd
-
Nicholas Udall
-
Robert Peele
-
Robert Greene
-
Sir Philip Sidney
-
John Lyly
উৎস: An ABC of English Literature — ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago
Setting of “Hamlet” is in-
Created: 1 week ago
A
Denmark
B
England
C
Scotland
D
Poland
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
No subjects available.
Setting and Central Characters of Hamlet:
-
The entire story is set in the royal court of Denmark, specifically at Elsinore Castle.
-
The central characters are members of the Danish royal family:
-
Hamlet – Prince of Denmark
-
Hamlet’s father – Former King of Denmark
-
Claudius – Current King of Denmark and Hamlet’s uncle
-
-
The plot revolves around the succession to the Danish throne.

0
Updated: 1 week ago
Identify the author of "To Autumn":
Created: 3 weeks ago
A
Ernest Hemingway
B
John Keats
C
Samuel Johnson
D
Ben Jonson
John Keats (১৭৯৫–১৮২১) ইংরেজ রোমান্টিক যুগের ‘Poet of Beauty’ নামে পরিচিত কবি। তাঁর কবিতায় জীবন্ত চিত্রকল্প, ইন্দ্রিয়গ্রাহ্য আবেদন এবং শাস্ত্রীয় উপাখ্যানের মাধ্যমে দার্শনিক প্রকাশ দেখা যায়। মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত।
বিখ্যাত রচনা: On First Looking into Chapman’s Homer, Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Endymion।

0
Updated: 3 weeks ago