কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
A
উপগ্রহ
B
উপনেতা
C
উপসাগর
D
উপবন
উত্তরের বিবরণ
বাখ্যা:
-
উপসাগর, উপগ্রহ, উপনেতা—এখানে “উপ” তৎসম উপসর্গটি “ক্ষুদ্র” বা “অধীন” অর্থ প্রকাশ করছে। যেমন:
-
উপসাগর = ছোট সাগর বা সাগরের শাখা
-
উপগ্রহ = গ্রহের অধীন
-
উপনেতা = নেতার অধীন
-
-
অন্যদিকে, উপবন শব্দে “উপ” উপসর্গটি “সদৃশ” অর্থ প্রকাশ করছে।
-
উপবন = বনের সদৃশ স্থান (বন-সদৃশ বাগান)
-
-
বাংলা ভাষায় উপসর্গের মূল উদ্দেশ্য হলো ধাতু বা শব্দের আগে বসে নতুন অর্থবাহী শব্দ তৈরি করা।
-
উপসর্গকে ৩ ভাগে ভাগ করা হয়:
১) খাঁটি বাংলা উপসর্গ (যেমন: অ, আ, সু, নি)
২) সংস্কৃত বা তৎসম উপসর্গ (যেমন: প্র, পরা, সম, উপ, আ)
৩) বিদেশি উপসর্গ (যেমন: আরবি—আম, ফারসি—কার, ইংরেজি—সাব, হাফ)
তাই দেখা যাচ্ছে, “উপ” তৎসম উপসর্গ বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে—কোথাও ক্ষুদ্র/অধীন, আবার কোথাও সদৃশ।

0
Updated: 1 month ago
শাহ্ মুহম্মদ সগীর কত শতকের কবি ছিলেন?
Created: 4 weeks ago
A
সতের শতকের
B
ষোল শতকের
C
পনের শতকের
D
আঠারো শতকের
শাহ্ মুহম্মদ সগীর মধ্যযুগের এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
-
তিনি পনের শতকের কবি।
-
রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থ: ইউসুফ-জোলেখা, যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য।
-
তিনি পারস্যের জামী রচিত ইউসুফ জোলেখা কাব্যের বাংলা অনুবাদ করেছেন, যা এই ধারার আদি গ্রন্থ হিসেবে গণ্য।
-
এ কাব্য গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে রচিত হয়েছিল।

0
Updated: 4 weeks ago
'ঠাকুর বাড়ির আঙিনায়' স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
জসীম উদ্দীন
C
নির্মলেন্দু গুণ
D
জীবনানন্দ দাশ
ঠাকুর বাড়ির আঙিনায়
-
'ঠাকুর বাড়ির আঙিনায়' জসীম উদ্দীন রচিত একটি স্মৃতিকথামূলক গ্রন্থ।
-
প্রকাশিত: ১৯৬১ সালে, নন্দিতা বসু প্রকাশিকা, ৫-১ রমানাথ মজুমদার স্ট্রীট, কলকাতা-৯।
-
বইটি শুরু এবং শেষ হয়েছে স্মৃতিভারাক্রান্ত ভঙ্গিতে। লেখক বর্ণনা করেছেন কীভাবে প্রথম রবীন্দ্রনাথের নাম শুনেছিলেন এবং কীভাবে তাঁর কবিতা পড়া শুরু করেছিলেন। বইতে ঠাকুর বাড়ির ভগ্নদশারও বিস্তৃত বর্ণনা আছে।
-
বইয়ে মূলত রবীন্দ্রনাথ নয়, বরং বেশি জোর আছে অবনীন্দ্রনাথ ঠাকুর-এর কথায়। অবনীন্দ্রনাথের সূত্রধরে জসীম উদ্দীনের ঠাকুর বাড়িতে পা ফেলার সুযোগ হয়েছিল।
-
অবনীন্দ্রনাথের মৃত্যুর পর বাড়িটি নিলাম হয়। বাংলার মহান শিল্পীর বাড়ি সংরক্ষিত হয়নি বলে লেখক দুঃখ প্রকাশ করেছেন। বর্তমানে বাড়িটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও জসীম উদ্দীন মন্তব্য করেছেন, "আজ ঠাকুর-বাড়ির সেই ইন্দ্রপুরী শ্মশানে পরিণত হইয়াছে।"
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রাম, মাতুলালয়।
-
পরিচিতি: প্রখ্যাত কবি, শিক্ষাবিদ; 'পল্লিকবি' নামে খ্যাত।
-
কর্মজীবন শুরু: পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
-
কলেজজীবনে রচিত ‘কবর’ কবিতা তাঁকে বিপুল খ্যাতি এনে দেয়; বিশ্ববিদ্যালয়ে এ কবিতা প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: নক্সীকাঁথার মাঠ
-
প্রথম কাব্যগ্রন্থ: রাখালী
স্মৃতিকথা:
-
যাদের দেখেছি
-
ঠাকুর বাড়ির আঙিনায়
ভ্রমণকাহিনি:
-
চলে মুসাফির
-
হলদে পীরের দেশ
-
যে দেশে মানুস বড়
-
জার্মানির শহরে ও বন্দরে
উপন্যাস:
-
বোবাকাহিনী
আত্মজীবনী:
-
জীবনকথা
কাব্যগ্রন্থ:
-
রাখালী
-
নক্সীকাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না

0
Updated: 3 weeks ago
কোনটি সম্মুখ স্বরধ্বনি?
Created: 1 month ago
A
[অ]
B
[উ]
C
[এ]
D
[আ]
সম্মুখ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [ই], [এ], [অ্যা]।
মধ্য স্বরধ্বনি হলো [আ], যা উচ্চারণে জিভ মধ্যবর্তী অবস্থানে থাকে।
পশ্চাৎ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [অ], [ও], [উ]।

0
Updated: 1 month ago