A
Macbeth
B
Othello
C
Hamlet
D
King Lear
উত্তরের বিবরণ
• Hamlet:
- Hamlet হলো William Shakespeare-এর লেখা একটি ট্র্যাজেডি।
- এটি Prince Hamlet-এর গল্প, যে তার চাচা Claudius-এর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, কারণ Claudius রাজাকে (Hamlet-এর পিতা) হত্যা করে সিংহাসন দখল করে।
- তার পিতার ভূতের আদেশে Hamlet প্রতিশোধ নিতে চায়, কিন্তু মানসিক দ্বিধা ও নাটকীয়তা তাকে পাগলামির পথে ঠেলে দেয়।
- তার এই ভান করা উন্মত্ততা ও প্রতিহিংসা বহু মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, যার মধ্যে Hamlet নিজেও নিহত হয়।
- নাটকটি প্রতিশোধ, মৃত্যু এবং মানুষের জটিল আবেগ নিয়ে গভীরভাবে চিন্তা করে।
• Main Characters of Hamlet:
- Hamlet - Prince of Denmark, the tragic hero.
- King Claudius - Hamlet’s uncle and the new king, who killed Hamlet’s father.
- Queen Gertrude - Hamlet’s mother, now married to Claudius.
- The Ghost - Spirit of Hamlet’s dead father.
- Ophelia - Daughter of Polonius, and Hamlet’s love interest.
- Polonius - The Lord Chamberlain, advisor to the king.
- Laertes - Polonius’s son, later seeks revenge against Hamlet.
- Horatio - Hamlet’s loyal friend.
- Rosencrantz & Guildenstern - Hamlet’s former schoolmates, used by Claudius.
• Famous Lines from Hamlet :
- "To be, or not to be: that is the question."
- "Something is rotten in the state of Denmark."
- "Frailty, thy name is woman!"
- "The lady doth protest too much, methinks."
- "Brevity is the soul of wit."
• William Shakespeare:
- William Shakespeare (১৫৬৪–১৬১৬) ছিলেন ইংল্যান্ডের একজন নাট্যকার, কবি ও অভিনেতা, যিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত।
- তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন এবং প্রায় ৩৯টি নাটক, ১৫৪টি সনেট এবং কিছু দীর্ঘ আখ্যানমূলক কবিতা রচনা করেন।
- তার নাটকগুলোর ভাষা সমৃদ্ধ, চরিত্রগুলো জটিল, এবং থিমগুলো সার্বজনীন—যেমন ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা, লোভ ও মানবিক দুর্বলতা।
- তিনি The Lord Chamberlain’s Men নামক নাট্যদলের সদস্য ছিলেন, যা পরে The King’s Men নামে পরিচিত হয়।
- তার রচনাসমূহ ৪০০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে মঞ্চস্থ ও অধ্যয়ন করা হচ্ছে।
• Famous Works of William Shakespeare:
- Hamlet.
- Macbeth.
- Othello.
- King Lear.
- Romeo and Juliet.
- A Midsummer Night’s Dream.
- Twelfth Night.
- As You Like It.
- The Merchant of Venice.
- Much Ado About Nothing.
- Henry IV (Part 1 & 2).
- Henry V.
- Richard III.
- King John.

0
Updated: 19 hours ago
Which daughter refuses to flatter Lear, saying she loves him "according to my bond; no more nor less," and is subsequently banished?
Created: 1 week ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
King Lear – Opening Scene and Cordelia’s Disownment
-
Context: Lear demands that his three daughters publicly declare their love for him.
-
Goneril and Regan: Give elaborate, flattering speeches to win his favor.
-
Cordelia: Refuses to participate in the dishonest display.
-
Her response: "Nothing, my lord."
-
She explains she loves him truly and appropriately: "according to my bond; no more nor less."
-
-
Outcome: Lear, perceiving this as a lack of affection, disowns Cordelia and banishes her from the kingdom without a dowry.

0
Updated: 1 week ago
What does Ulysses reject as life?
Created: 8 hours ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।

0
Updated: 8 hours ago
Who is the novelist of the novel "The Rainbow"?
Created: 1 week ago
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago