A
starts
B
had started
C
started
D
has started
উত্তরের বিবরণ
বিশ্লেষণ:
-
Structure: would + be (present result) + if + past perfect (past action)
-
এটি একটি Mixed Conditional Sentence—অতীতের কোনো কাজ বর্তমানকে প্রভাবিত করছে।
✔ Present Result → He would be rich now (এখন ধনী হতো)
✔ Past Condition → if he had started that business last year (যদি সে গত বছর ওই ব্যবসা শুরু করত)
তাই if-clause-এ past perfect tense (had + past participle) ব্যবহার করা বাধ্যতামূলক।

0
Updated: 19 hours ago
No other boy in the class is as good as Reza. (make it comparative)
Created: 1 week ago
A
Reza is better than any other boy in the class.
B
Reza is better than most other boy in the class.
C
Reza is best than any other boy in the class.
D
Some boy in the class is better than Reza.
Rule to Convert “No other … as …” (Positive Degree) into Comparative Degree:
-
Identify the subject in the positive degree sentence (usually after “No other”).
-
Keep the main verb unchanged.
-
Change the positive adjective to its comparative form.
-
Use “than any other” after the comparative adjective.
-
Rearrange so that the original subject comes first in the comparative sentence.
Example:
-
Positive Degree: No other boy in the class is as good as Reza.
-
Comparative Degree: Reza is better than any other boy in the class.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain

0
Updated: 1 week ago
Utopia was first written in _______.
Created: 4 months ago
A
Latin
B
English
C
Greek
D
French
"Utopia" বইটি প্রথমে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটি Thomas More এর লেখা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক গ্রন্থ, যা 1516 সালে প্রকাশিত হয়।
Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন।
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়।
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না। অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।
Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.
Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.

0
Updated: 4 months ago
Who created the character Oliver Twist?
Created: 3 weeks ago
A
Jane Austen
B
Thomas Gray
C
Charles Dickens
D
G.B. Shaw
সংক্ষেপ ব্যাখ্যা:
-
Oliver Twist চরিত্রটি সৃষ্টি করেছেন Charles Dickens।
-
এটি তার দ্বিতীয় উপন্যাস, প্রথম প্রকাশিত ১৮৩৭–১৮৩৯ সালে, এবং Victorian যুগের ইংল্যান্ডে দারিদ্র্য, শিশু শ্রম ও অনাথদের প্রতি অন্যায় চিত্রিত করে।
-
প্রধান চরিত্র: Oliver Twist, Fagin, Bill Sikes, Nancy, Agnes Fleming।
-
Dickens-এর ছদ্মনাম: Boz, তিনি Victorian সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক।

0
Updated: 3 weeks ago