A
H.G. Wells
B
George Orwell
C
Thomas Hardy
D
Ernest Hemingway
উত্তরের বিবরণ
• 'The Sun Also Rises' is written by Ernest Hemingway.
• The Sun Also Rises:
- Ernest Hemingway-এর The Sun Also Rises (১৯২৬) উপন্যাসটি কিছু হতাশাগ্রস্ত প্রবাসীর জীবন নিয়ে যারা Paris-এ বাস করে এবং পরে Spain ভ্রমণ করে।
- মূল চরিত্র Jake Barnes, যিনি একজন আমেরিকান সাংবাদিক, এবং তার ভালোবাসা Lady Brett Ashley-কে ঘিরে কাহিনি আবর্তিত।
- যুদ্ধকালীন আঘাতের কারণে Jake শারীরিকভাবে অক্ষম, তাই তাদের প্রেম অসম্পূর্ণ থেকে যায়।
- তারা Pamplona শহরে ষাঁড়ের লড়াই উৎসবে যায়, যেখানে দাম্পত্য টানাপোড়েন ও আবেগগত সংঘাত দেখা দেয়।
- এই উপন্যাসে Lost Generation-এর যুদ্ধপরবর্তী শূন্যতা, হতাশা ও জীবনের অর্থ খোঁজার চিত্র ফুটে উঠেছে।
• Ernest Hemingway:
- Ernest Hemingway (১৮৯৯–১৯৬১) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সাংবাদিক।
- তিনি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী গদ্যশৈলী এবং সাহস, যুদ্ধ, ক্ষতি ও পুরুষত্ব বিষয়ে লেখার জন্য বিখ্যাত।
- World War I-এ অংশগ্রহণ তার লেখায় গভীর প্রভাব ফেলে।
- তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে The Old Man and the Sea, A Farewell to Arms, এবং The Sun Also Rises.
- তিনি ১৯৫৪ সালে Nobel Prize in Literature অর্জন করেন এবং ২০শ শতাব্দীর শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন হিসেবে বিবেচিত হন।
• Famous Works :
- The Old Man and the Sea.
- A Farewell to Arms.
- The Sun Also Rises.
- For Whom the Bell Tolls.
- In Our Time.
- Men Without Women.

0
Updated: 19 hours ago
Where do the following lines occur in? 'Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea ......'
Created: 2 days ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
The Nightingale
D
The Dungeon
'The Rime of the Ancient Mariner'
কবিতার উক্তি:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
All things both great and small.”
কবিতার বিষয়বস্তু:
-
এই কবিতার লেখক হলেন Samuel Taylor Coleridge, যিনি একজন ইংরেজি কাব্যিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
কবিতায় প্রধান চরিত্র Mariner, যিনি যাত্রার সময় একটি albatross হত্যা করেন। এই পাপের কারণে তার জীবনে নানা দুঃখ-সন্ধিক্ষণ আসে।
-
Mariner এক Wedding Guest কে বাধ্য করে তার গল্প শুনতে—কিভাবে সে albatross হত্যা করেছিল, সহযাত্রীদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত ত্রাণ বা প্রায়শ্চিত্ত লাভ।
-
কবিতাটি ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ‘Lyrical Ballads’ (১৭৯৮)-এ, যা William Wordsworth-এর সঙ্গে Coleridge-এর যৌথ কাজ।
প্রধান চরিত্রসমূহ:
-
Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
Samuel Taylor Coleridge :
-
তিনি ইংরেজি Romantic movement-এর একজন গুরুত্বপূর্ণ কবি।
-
তার লেখা ‘Biographia Literaria’ (1817) সাহিত্যে সমালোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাকে বলা হয় Poet of Supernaturalism।
প্রধান রচনাসমূহ:
-
The Rime of the Ancient Mariner
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
সূত্র: Britannica, Live MCQ Lecture

0
Updated: 2 days ago
The feminine gender of 'Colt' is:
Created: 1 week ago
A
Goat
B
Calf
C
Filly
D
Bitch
Feminine Gender of ‘Colt’
• Answer:
-
Colt (Masculine gender) → Filly (Feminine gender)
• Colt (Masculine gender)
-
English Meaning: A young male horse; a male foal
-
Bangla Meaning: ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ
• Filly (Feminine gender)
-
Bangla Meaning: বাচ্চা ঘোটকী
• Other Examples:
-
Goat (Common gender) — ছাগল
-
He-goat / Billy-goat: পাঁঠা; ছাগ
-
She-goat / Nanny-goat: ছাগি
-
-
Calf (Common gender) — বাছুর; এক বছর বয়স পর্যন্ত তিমি, হাতি, সিল প্রভৃতি জন্তুর শাবক
-
Bull calf: ষাঁড় বাছুর
-
Cow calf: গরু/স্ত্রী বাছুর
-
-
Bitch (Feminine gender) — স্ত্রীজাতীয় কুকুর; খেঁকশিয়াল বা নেকড়ে; কুক্কুরী
-
Masculine gender: Dog
-
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Which of the following is not a poetic tradition?
Created: 6 days ago
A
The Epic
B
The Comic
C
The Occult
D
The Tragic
প্রশ্নে চারটি অপশন দেওয়া আছে—
ক) The Epic → মহাকাব্য
খ) The Comic → হাস্যরসাত্মক
গ) The Occult → অতিপ্রাকৃত, গুপ্ত, ঐন্দ্রজালিক বিষয়
ঘ) The Tragic → করুণ বা বিয়োগান্তক রীতি
এগুলোর মধ্যে The Epic, The Comic, এবং The Tragic সাহিত্য ও কাব্যের নির্দিষ্ট ধারা বা poetic tradition-এর অন্তর্ভুক্ত।
অন্যদিকে, The Occult বলতে বোঝানো হয় অতিপ্রাকৃত শক্তি বা গুপ্ত বিদ্যার ধারণা ও চর্চা, যা জাদুবিদ্যা বা ভবিষ্যদ্বাণীমূলক বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। ইতিহাস জুড়ে প্রায় সব সমাজেই এরকম বিশ্বাস ও চর্চা দেখা গেছে, তবে এটি কখনোই কবিতা বা কাব্যরীতি হিসেবে গণ্য হয়নি।
সুতরাং, সঠিক উত্তর হলো— The Occult কোনো poetic tradition নয়।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 6 days ago