A
Thomas More
B
George Orwell
C
Charles Dickens
D
Boris Pasternak
উত্তরের বিবরণ

0
Updated: 19 hours ago
Which of the following novels is written by Boris Pasternak?
Created: 1 week ago
A
Things Fall Apart
B
Doctor Zhivago
C
The Alchemist
D
Les Miserables
Doctor Zhivago
Author: Boris Pasternak (Russian novelist)
-
Doctor Zhivago হলো রুশ সাহিত্যিক Boris Pasternak-এর বিখ্যাত উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৫৭ সালে ইতালিতে প্রথম প্রকাশিত, তবে সোভিয়েত ইউনিয়নে ১৯৮৭ সালে এটি প্রকাশের অনুমতি পায়।
-
উপন্যাসটির কাহিনি রচিত হয়েছে ১৯১৭ সালের রুশ বিপ্লব ও এর পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে।
-
মূল বিষয়: বিপ্লব ও বিপ্লব-পরবর্তী সময়ে একটি বুর্জোয়া পরিবারের সংগ্রাম।
-
কেন্দ্রীয় চরিত্র: Dr. Yury Zhivago এবং তাঁর প্রেমিকা Lara।
-
উপন্যাসে বিপ্লবের নৃশংসতা ও রাজনৈতিক অস্থিরতা Zhivago চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে।
-
এই উপন্যাসটি Pasternak-এর best-seller, এবং ১৯৫৮ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার এনে দেয়।
-
তবে সোভিয়েত সরকার বইটি নিষিদ্ধ ঘোষণা করে, Pasternak-কে Union of Soviet Writers থেকে বহিষ্কার করে এবং চাপে পড়ে তিনি নোবেল পুরস্কার গ্রহণের পরেও তা ফেরত দিতে বাধ্য হন।
-
পরবর্তীতে ১৯৮৭ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং উপন্যাসটি দেশে প্রকাশিত হয়।
-
১৯৯৮ সালে রাশিয়ায় পুনরায় প্রকাশিত হয়।
Boris Pasternak (1890–1960)
-
পূর্ণ নাম: Boris Leonidovich Pasternak।
-
তিনি ছিলেন একজন রুশ কবি, ঔপন্যাসিক ও অনুবাদক।
-
বিখ্যাত উপন্যাস: Doctor Zhivago (যার জন্য ১৯৫৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন)।
-
তিনি William Shakespeare-এর বহু নাটক রুশ ভাষায় অনুবাদ করে বিশেষ খ্যাতি অর্জন করেন।
Other Important Works & Authors
-
Things Fall Apart → Nigerian novelist Chinua Achebe।
-
The Alchemist → Brazilian author Paulo Coelho।
-
Les Misérables → French author Victor Hugo।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature — Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
What is the metaphor for experience in the poem?
Created: 9 hours ago
A
A star
B
An arch
C
A river
D
A ship
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।

0
Updated: 9 hours ago
Choose the right form of verb:
I felt relaxed as soon as I ________ the exam.
Created: 1 week ago
A
complete
B
had completed
C
had been completing
D
completed
As soon as
• Complete Sentence:
-
English: I felt relaxed as soon as I completed the exam.
-
Bangla: পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমি স্বস্তি বোধ করলাম।
• Grammar Rule (Past Indefinite Tense):
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরেও Past Indefinite Tense ব্যবহার হয়।
-
অর্থাৎ, অতীতের দুটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুটোই Past Indefinite Tense এ থাকবে।
-
উদাহরণ: শূন্যস্থানে সঠিক উত্তর হলো completed।
• Grammar Rule (Future Indefinite Tense):
-
Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
-
উদাহরণ: I shall ring you up as soon as I arrive.

0
Updated: 1 week ago