A
Proper
B
Common
C
Collective
D
Material
উত্তরের বিবরণ
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
• Other options:
ক) Proper Noun:
- যে noun দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে proper noun বলে।
- যেমন - Dhaka, Asif, Bangladesh, Padma.
খ) Common Noun:
- যে Noun দিয়ে কোনো এক জাতীয় জিনিস বুঝায় তাকে Common Noun বলে।
- যেমন- city, car, fruit.
ঘ) Material Noun:
- যে noun দিয়ে কোনো জড় বস্তুর নাম বুঝায় তাকে material noun বলে।
- যেমন- wood, water, gold, silver, steel, glass, cotton, plastic, and oil.

0
Updated: 19 hours ago
What is Poetic Justice in literature?
Created: 3 weeks ago
A
Use of poetic devices to create rhythm
B
It ensures the story ends realistically
C
The ideal distribution of rewards and punishments in a story
D
A poem that highlights social justice issues
সঠিক উত্তর: গ) The ideal distribution of rewards and punishments in a story
Poetic Justice
-
সংজ্ঞা: সাহিত্যিক একটি ধারণা, যেখানে চরিত্রের কর্ম অনুযায়ী তাদের উপযুক্ত ফলাফল বা শাস্তি বা পুরস্কার দেওয়া হয়।
-
মূল ভাব: অপরাধী উপযুক্ত শাস্তি পায় এবং সৎ ব্যক্তি ন্যায্য পুরস্কার পায়।
-
উদাহরণ:
-
উইলিয়াম শেক্সপিয়রের The Merchant of Venice
-
উইলিয়াম শেক্সপিয়রের King Lear
-
-
প্রভাব: দর্শককে নৈতিক সন্তুষ্টি দেয় এবং ঘটনাগুলিতে চরিত্রের নৈতিক অবস্থান বা কর্মের প্রতিফলন ঘটে।

0
Updated: 3 weeks ago
Who created the character 'Friday'?
Created: 3 weeks ago
A
Rudyard Kipling
B
Alexander Pope
C
Edmund Burke
D
Daniel Defoe
Friday চরিত্রটি সৃষ্টি করেছেন Daniel Defoe তার বিশ্ববিখ্যাত উপন্যাস "Robinson Crusoe"-তে।
Robinson Crusoe
-
রচনা: Daniel Defoe
-
প্রকাশ: 1719, London
-
প্রধান চরিত্র: Robinson Crusoe, যিনি কাহিনীর নায়ক এবং বর্ণনাকারী।
-
Crusoe সমুদ্রযাত্রায় বিপদের সম্মুখীন হন এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেন।
-
গল্পে Crusoe বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, যেমন: পশ্চিম আফ্রিকার গিনি, ব্রাজিল, এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জ।
-
তিনি জঙ্গলে বাস তৈরি করেন, ফসল উৎপাদন শুরু করেন, এবং স্থানীয় মানুষখেকোদের সঙ্গে লড়াই করেন।
-
শেষ পর্যন্ত Crusoe লন্ডনে ফিরে আসেন।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Robinson Crusoe – নায়ক ও বর্ণনাকারী
-
Xury – Crusoe-এর সহচর ও একজন নাবিকের ছেলে
-
Friday – Crusoe যে "savage" কে ক্যানিবালদের হাত থেকে বাঁচান
-
The Captain of the Ship – Crusoe ও Xury কে উদ্ধারকারী
-
Captain's Widow – প্রথম captain-এর স্ত্রী, যিনি Crusoe কে সাহায্য করেন
Daniel Defoe
-
একজন English novelist, pamphleteer, এবং journalist
-
উল্লেখযোগ্য রচনা:
-
Robinson Crusoe
-
Captain Singleton
-
Colonel Jack
-
Moll Flanders
-

0
Updated: 3 weeks ago
How does Edmund deceive his father, Gloucester, into believing his legitimate son, Edgar, is a traitor?
Created: 1 week ago
A
He bribes witnesses to lie about Edgar.
B
He shows him a forged letter.
C
He challenges Edgar to a duel and makes it look like Edgar cheated.
D
He tells Gloucester that Edgar is secretly practicing witchcraft
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Edmund’s Forged Letter – King Lear, Act 1, Scene 2
-
Event: Edmund shows his father, Gloucester, a letter he forged himself.
-
Content: The letter appears to reveal a plot by Edgar to kill Gloucester and inherit his lands and title.
-
Impact: Gloucester believes the lie, setting in motion tragic consequences.

0
Updated: 1 week ago