“Frailty, thy name is woman.” - Who said this line?
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
King Lear
উত্তরের বিবরণ
• Hamlet:
- Hamlet হলো William Shakespeare-এর লেখা একটি ট্র্যাজেডি।
- এটি Prince Hamlet-এর গল্প, যে তার চাচা Claudius-এর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, কারণ Claudius রাজাকে (Hamlet-এর পিতা) হত্যা করে সিংহাসন দখল করে।
- তার পিতার ভূতের আদেশে Hamlet প্রতিশোধ নিতে চায়, কিন্তু মানসিক দ্বিধা ও নাটকীয়তা তাকে পাগলামির পথে ঠেলে দেয়।
- তার এই ভান করা উন্মত্ততা ও প্রতিহিংসা বহু মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, যার মধ্যে Hamlet নিজেও নিহত হয়।
- নাটকটি প্রতিশোধ, মৃত্যু এবং মানুষের জটিল আবেগ নিয়ে গভীরভাবে চিন্তা করে।
• Main Characters of Hamlet:
- Hamlet - Prince of Denmark, the tragic hero.
- King Claudius - Hamlet’s uncle and the new king, who killed Hamlet’s father.
- Queen Gertrude - Hamlet’s mother, now married to Claudius.
- The Ghost - Spirit of Hamlet’s dead father.
- Ophelia - Daughter of Polonius, and Hamlet’s love interest.
- Polonius - The Lord Chamberlain, advisor to the king.
- Laertes - Polonius’s son, later seeks revenge against Hamlet.
- Horatio - Hamlet’s loyal friend.
- Rosencrantz & Guildenstern - Hamlet’s former schoolmates, used by Claudius.
• Famous Lines from Hamlet :
- "To be, or not to be: that is the question."
- "Something is rotten in the state of Denmark."
- "Frailty, thy name is woman!"
- "The lady doth protest too much, methinks."
- "Brevity is the soul of wit."
• William Shakespeare:
- William Shakespeare (১৫৬৪–১৬১৬) ছিলেন ইংল্যান্ডের একজন নাট্যকার, কবি ও অভিনেতা, যিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত।
- তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন এবং প্রায় ৩৯টি নাটক, ১৫৪টি সনেট এবং কিছু দীর্ঘ আখ্যানমূলক কবিতা রচনা করেন।
- তার নাটকগুলোর ভাষা সমৃদ্ধ, চরিত্রগুলো জটিল, এবং থিমগুলো সার্বজনীন—যেমন ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা, লোভ ও মানবিক দুর্বলতা।
- তিনি The Lord Chamberlain’s Men নামক নাট্যদলের সদস্য ছিলেন, যা পরে The King’s Men নামে পরিচিত হয়।
- তার রচনাসমূহ ৪০০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে মঞ্চস্থ ও অধ্যয়ন করা হচ্ছে।
• Famous Works of William Shakespeare:
- Hamlet.
- Macbeth.
- Othello.
- King Lear.
- Romeo and Juliet.
- A Midsummer Night’s Dream.
- Twelfth Night.
- As You Like It.
- The Merchant of Venice.
- Much Ado About Nothing.
- Henry IV (Part 1 & 2).
- Henry V.
- Richard III.
- King John.

0
Updated: 1 month ago
The Caretaker is a _____ play by Harold Pinter.
Created: 2 months ago
A
one-act
B
three-act
C
four-act
D
five-act
• The Caretaker
- Harold Pinter wrote this play.
- এটি একটি three-act play.
- ১৯৬০ সালে প্রথম প্রকাশিত এবং মঞ্চস্থ হয়।
- The work is Pinter’s second full-length play and it concerns the delicate balance between trust and betrayal in familial relationships.
- The action of the play occurs in the flat of Aston and Mick, two brothers. Aston, who is slow-witted, befriends a wheedling, garrulous tramp named Davies.
• Harold Pinter একজন ব্রিটিশ লেখক।
- ২০০৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
• Best Works:
- The Birthday Party,
- The Room,
- No Man’s Land,
- The Dumb Waiter,
- The Caretaker,
- The Homecoming, etc.

0
Updated: 2 months ago
Who is the central character of The Taming of the Shrew?
Created: 1 month ago
A
Goneril
B
Portia
C
Katharina
D
Cordelia
The Taming of the Shrew হলো William Shakespeare রচিত একটি সুপরিচিত কমেডি, যার কেন্দ্রীয় চরিত্র Katharina (Kate)। তাকে প্রায়ই “shrew” বলা হয়, কারণ তিনি দৃঢ়চেতা, তীক্ষ্ণভাষী এবং সমাজের নারীদের জন্য নির্ধারিত প্রত্যাশার সাথে মানিয়ে চলতে অস্বীকৃতি জানান।
-
নাটকটি William Shakespeare রচিত ৫ অঙ্কবিশিষ্ট একটি comedy।
-
এটি ১৫৯০–১৫৯৪ সালের মধ্যে কোনো এক সময়ে লেখা হয় এবং ১৬২৩ সালে First Folio-তে প্রথম প্রকাশিত হয়।
-
এটি Shakespeare-এর অন্যতম বিখ্যাত কমেডি হিসেবে পরিচিত।
-
নাটকটিতে Katharina এবং Petruchio-র জটিল ও হাস্যরসপূর্ণ courtship তুলে ধরা হয়েছে। Petruchio দৃঢ়প্রতিজ্ঞ কাথরিনার ক্রোধ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক লাভ করবে।
Summary
-
Katharina ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, তীক্ষ্ণভাষী এবং স্বাধীনচেতা এক নারী, যিনি সমাজের প্রচলিত নারীত্বের নিয়ম মানতে অস্বীকার করেন।
-
Petruchio তাকে বিয়ে করে এবং “বশীভূত” করার উদ্দেশ্যে নানা কৌশল, অস্বাভাবিক আচরণ ও ধূর্ততা প্রয়োগ করে।
-
নানা ভুল বোঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি এবং পরীক্ষার মধ্য দিয়ে নাটকটি বিবাহ, সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতার ভারসাম্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে।
Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio ও Gremio
অন্য নাটকের চরিত্রসমূহ
-
Goneril এবং Cordelia → Shakespeare-এর King Lear নাটকের চরিত্র।
-
Portia → Shakespeare-এর The Merchant of Venice নাটকের চরিত্র।
-
Rosalind → Shakespeare-এর As You Like It নাটকের চরিত্র।

0
Updated: 1 month ago
Who wrote the poem The Canonization?
Created: 1 week ago
A
William Wordsworth
B
W.B. Yeats
C
Robert Browning
D
John Donne
Correct answer: John Donne
The Canonization:
John Donne রচিত এই কবিতাটি ১৫৯০ সালে লেখা এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়। এটি তাঁর বিখ্যাত সংকলন Songs and Sonnets-এর প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত। কবিতাটিতে বক্তা ধর্মীয় ও আধ্যাত্মিক প্রতীকের মাধ্যমে প্রমাণ করতে চান যে তাঁর ভালোবাসা সাধারণ পার্থিব সম্পর্ক নয়, বরং এমন এক পবিত্র ও উচ্চতর ভালোবাসা, যা সন্তত্বের (saintliness) পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ, প্রেমকে এখানে একটি ধর্মীয় সাধনার রূপে তুলে ধরা হয়েছে।
Famous Quotations from The Canonization:
-
“For God’s sake hold your tongue, and let me love.”
-
“As well a well-wrought urn becomes
The greatest ashes, as half-acre tombs.”
John Donne (1572–1631):
-
তিনি ছিলেন Renaissance যুগের অন্যতম বিশিষ্ট কবি।
-
তাঁকে বলা হয় “Father of Metaphysical Poetry”, কারণ তিনিই ইংরেজি সাহিত্যে আধ্যাত্মিক বা দার্শনিক কবিতার ধারা শুরু করেন।
-
তাঁর কবিতায় প্রেম, ধর্ম, আত্মা, মৃত্যু, ও মানব-অস্তিত্বের গভীর দার্শনিক বিশ্লেষণ পাওয়া যায়।
-
তিনি একই সঙ্গে Poet of Love and Religion নামেও পরিচিত।
-
রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতার ভাব ও দার্শনিক গভীরতায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন।
John Donne-এর বিখ্যাত কবিতাসমূহ:
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning

0
Updated: 1 week ago