He would be rich now if he ____ that business last year.
A
starts
B
had started
C
started
D
has started
উত্তরের বিবরণ
বিশ্লেষণ:
-
Structure: would + be (present result) + if + past perfect (past action)
-
এটি একটি Mixed Conditional Sentence—অতীতের কোনো কাজ বর্তমানকে প্রভাবিত করছে।
✔ Present Result → He would be rich now (এখন ধনী হতো)
✔ Past Condition → if he had started that business last year (যদি সে গত বছর ওই ব্যবসা শুরু করত)
তাই if-clause-এ past perfect tense (had + past participle) ব্যবহার করা বাধ্যতামূলক।

0
Updated: 1 month ago
"April is the cruellest month" - This is quoted by -
Created: 1 month ago
A
G. B. Shaw
B
W. B. Yeats
C
T. S. Eliot
D
Ernest Hemingway
• "April is the cruellest month" - This is quoted by - 'T.S. Eliot' in his poem 'The Waste Land'.
• The Waste Land:
- It is written by T.S. Eliot.
- It is a long poem. কবিতার লাইন সংখ্যা ৪৩৩,
- এই কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেক জন প্রথিতযশা আধনিক কবি Ezra Pound কে ।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- এই কবিতাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
• এই কবিতার একটি বিখ্যাত উক্তি -
- "April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing".
• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
Notable works:
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- The Love Song of J. Alfred Prufrock.
Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

0
Updated: 1 month ago
Who is the most famous satirist in English literature?
Created: 2 months ago
A
Alexander Pope
B
Jonathan Swift
C
William Wordsworth
D
Bulter
Jonathan Swift (1667–1745)
-
তিনি একজন প্রখ্যাত Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) লেখক হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং টোরি (Tories) পার্টির পক্ষে বিভিন্ন প্যামফলেট রচনা করতেন।
-
তাঁর লেখায় সামাজিক কটাক্ষ ও বিদ্রুপ বিশেষভাবে লক্ষ্য করা যায়।
ব্যক্তিগত তথ্য:
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
স্ত্রী: Abigail Erick (তবে এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত)
বিখ্যাত রচনাবলি:
-
Gulliver’s Travels (সর্বাধিক জনপ্রিয় ও ব্যঙ্গাত্মক উপন্যাস)
-
A Modest Proposal (কঠোর সামাজিক সমালোচনা)
-
A Tale of a Tub
-
The Battle of the Books
-
Journal to Stella
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
Choose the best option.
They approached the old ruins with __________, unsure of what they might find.
Created: 2 weeks ago
A
enthusiasm
B
indifference
C
bravado
D
trepidation
Complete Sentence: They approached the old ruins with trepidation, unsure of what they might find।
-
Option Analysis:
-
ক) enthusiasm (উৎসাহ)
-
মানে: অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কিছু করার মনোভাব
-
উদাহরণ: "She showed great enthusiasm for the project."
-
এখানে তারা অনিশ্চয়তা ও সন্দেহ নিয়ে এগোচ্ছে, তাই উৎসাহ উপযুক্ত নয়।
-
-
খ) indifference (উদাসীনতা)
-
মানে: কোনও ব্যাপারে আগ্রহ বা উদ্বেগ না থাকা
-
উদাহরণ: "His indifference to danger was alarming."
-
তারা ভীত বা অনিশ্চিত, তাই উদাসীন হওয়ার মানসিকতা মানানসই নয়।
-
-
গ) bravado (বাহাদুরি প্রদর্শন)
-
মানে: ভয় ঢাকতে বা প্রভাব ফেলতে সাহসী ছলনা বা বড়াই
-
উদাহরণ: "He acted with bravado, hiding his fear."
-
এখানে তারা সতর্ক ও অনিশ্চিত, তাই bravado প্রযোজ্য নয়।
-
-
ঘ) trepidation (ভয়, উদ্বেগ)
-
মানে: ভীতি বা সন্দেহজনক উদ্বেগ নিয়ে এগিয়ে যাওয়া
-
উদাহরণ: "She entered the dark room with trepidation."
-
এটি পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ তারা অনিশ্চিত ও ভীত ছিল।
-
-
-
সঠিক উত্তর: ঘ) trepidation

0
Updated: 2 weeks ago