কর্মধারয় সমাস:
-
সংজ্ঞা: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদ এবং বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদ একত্রিত হয়ে সমাস গঠন করে, এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলা হয়।
উদাহরণ:
-
নীল যে পদ্ম = নীলপদ্ম
-
শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট
-
কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা
বিশেষণ পদ পূর্বে ও বিশেষ্য পদ পরে হলে সাধারণ কর্মধারয় সমাস হয়:
-
কু যে আচার = কদাচার
-
সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ
-
অধম যে নর = নরাধম
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)