What kind of noun is 'Jury'?
A
Proper
B
Common
C
Collective
D
Material
উত্তরের বিবরণ
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
• Other options:
ক) Proper Noun:
- যে noun দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বুঝায় তাকে proper noun বলে।
- যেমন - Dhaka, Asif, Bangladesh, Padma.
খ) Common Noun:
- যে Noun দিয়ে কোনো এক জাতীয় জিনিস বুঝায় তাকে Common Noun বলে।
- যেমন- city, car, fruit.
ঘ) Material Noun:
- যে noun দিয়ে কোনো জড় বস্তুর নাম বুঝায় তাকে material noun বলে।
- যেমন- wood, water, gold, silver, steel, glass, cotton, plastic, and oil.

0
Updated: 1 month ago
Who wrote the play The Alchemist?
Created: 1 month ago
A
Paulo Coelho
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Webster
The Alchemist (Play)
-
লেখক: Ben Jonson
-
ধরন: Play / Comedy
-
সংখ্যা: ৫ অ্যাক্টের নাটক
-
প্রকাশের সাল: ১৬১২
-
বিষয়বস্তু:
-
Lovewit লন্ডনের বাড়ি ছেড়ে গেলে তার চতুর চাকরী Face সেখানে নানা ছলচাতুরি শুরু করে।
-
নাটকটি deception (প্রতারণা) এবং schemes-এর উপর কেন্দ্রীভূত।
-
Ben Jonson
-
ইংরেজি Stuart যুগের নাট্যকার, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
প্রখ্যাত নাটকসমূহ:
-
Every Man in His Humour
-
Volpone
-
Epicoene; or, The Silent Woman
-
The Alchemist
-
Bartholomew Fair (1614)
দ্রষ্টব্য: Paulo Coelho-এর “The Alchemist” একটি সম্পূর্ণ ভিন্ন inspirational novel, যা ১৯৮৮ সালে প্রকাশিত।
Source: Britannica

0
Updated: 1 month ago
Identify the common gender?
Created: 3 weeks ago
A
Mentrix
B
Doe
C
Gander
D
Cousin
সঠিক উত্তর হলো Cousin। Cousin বলতে মামাতো, খালাতো, চাচাতো বা ফুফাতো ভাই বা বোন বোঝায়।
Common Gender হলো সেই Noun যা পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বোঝাতে পারে।
-
উদাহরণ: Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor ইত্যাদি।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
Mentrix: Mentor-এর feminine form।
-
Doe: স্ত্রীজাতীয় হরিণ বা খরগোশ, masculine form হলো Buck বা Hart।
-
Gander: কলহংস, masculine gender; এর feminine form হলো Goose।

0
Updated: 3 weeks ago
Who is the main human character in The Jungle Book?
Created: 1 month ago
A
Tarzan
B
Mowgli
C
Shere Khan
D
Rikki-Tikki-Tavi
The Jungle Book রচনা করেছেন Rudyard Kipling, এবং এর প্রধান মানব চরিত্র হলো Mowgli, যিনি বন্য জঙ্গলে বন্যপ্রাণীদের সঙ্গে বড় হন।
-
লেখক: Rudyard Kipling, একজন Indian-born British Journalist।
-
প্রকাশিত: ১৮৯৪ সালে
-
ধরন: গল্প সংকলন (a collection of stories)
-
গল্পগুলো মূলত Mowgli-এর জীবন ও বন্যপ্রাণীদের সঙ্গে তার সম্পর্কের ওপর ভিত্তি করে।
-
বইটি বর্ণনা করে ওলফ প্যাকের সামাজিক জীবন, এবং কল্পনাপ্রসূতভাবে জঙ্গলের ন্যায়বিচার ও প্রাকৃতিক ক্রম।
-
কেন্দ্রীয় চরিত্র: Mowgli
Rudyard Kipling-এর প্রসিদ্ধ সাহিত্যকর্মসমূহ:
-
Kim
-
The Jungle Book
-
Puck of Pook's Hill
-
Captain Courageous
-
Limits & Renewals
-
Just So Stories
-
Soldiers Three
-
The Light that Failed
-
Plain Tales from the Hills
-
Seven Seas
-
The White Man's Burden
উৎস:

0
Updated: 1 month ago