A
√দা+তৃ = দাতা
B
√মা + তৃচ্ = মাতা
C
√ক্রী + তৃচ্ = ক্রেতা
D
√কৃ + তৃচ = ক্রেতা
উত্তরের বিবরণ
কৃৎ-প্রত্যয় যোগে শব্দগঠন:
-
তৃচ্-প্রত্যয় (চ + তৃ) যুক্ত হলে একবচনে তৃ স্থলে তা হয়।
উদাহরণ:
-
√দা + তৃচ্ = দা + তা = দাতা
-
√মা + তৃচ্ = মাতা
-
√ক্রী + তৃচ্ = ক্রেতা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 19 hours ago
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
চতুর + পদ
B
চতুষ + পদ
C
চতু + পদ
D
চতুঃ + পদ
এখানে “চতুঃ” অর্থ চার এবং “পদ” অর্থ পা। এটি বিসর্গ সন্ধি। এরুপ – ভ্রাতুষ্পুত্র, দুষ্কর ।

0
Updated: 1 month ago
’প্রাতরাশ’ শব্দটির সঠিক সন্ধি - বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
প্রাত + আশ
B
প্রাতঃ + আঁশ
C
প্রাতঃ + আশ
D
প্রাতঃ + রাশ
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ মিলন
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে এর পরে অ, আ, উ ধ্বনি এলে বিসর্গ ও অ-ধ্বনি মিলিত হয়।
উদাহরণ:
-
পুনঃ + অধিকার = পুনরধিকার
-
প্রাতঃ + আশ = প্রাতরাশ
-
পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি
-
পুনঃ + উক্ত = পুনরুক্ত
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ

0
Updated: 1 week ago
বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ ____।
Created: 1 month ago
A
বাগ + অম্বর
B
বাগ + আড়ম্বর
C
বাক্ + অম্বর
D
বাক্ + আড়ম্বর
সন্ধির সহজ নিয়ম
যখন ক, চ, ট, ত, প ব্যঞ্জনবর্ণগুলোর পর স্বরবর্ণ (অ, আ, ই, ঈ, উ, ঊ ইত্যাদি) আসে, তখন ওই ব্যঞ্জনগুলো পরিবর্তন হয়ে যায়:
-
ক → গ
-
চ → জ
-
ট → ড (বা রড়)
-
ত → দ
-
প → ব
এরপরের স্বরবর্ণটি আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে নতুন ধ্বনি তৈরি করে।
উদাহরণ:
-
দিক্ + অন্ত → দিগন্ত
এখানে “ক্” + “অ” → “গ” + “অ” -
বাক্ + আড়ম্বর → বাগাড়ম্বর
“ক্” + “আ” → “গ” + “আ” -
বাক্ + ঈশ → বাগীশ
“ক্” + “ঈ” → “গ” + “ঈ”
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৯)

0
Updated: 1 month ago