'ক্ষুৎপিপাসা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
ক্ষুধ্ + পিপাসা
B
ক্ষুধা + পিপাসা
C
ক্ষুদ্ + পিপাসা
D
ক্ষুৎ + পিপাসা
উত্তরের বিবরণ
সূত্র (দ্ ও ধ্ এর পরিবর্তন):
-
নিয়ম: দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
উদাহরণ:
-
দ্ > ত্ : তদ্ + কাল = তৎকাল
-
ধ্ > ত্ : ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা
-
অন্যান্য উদাহরণ: হৃৎকম্প, তৎপর
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 1 month ago
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
চতুর + পদ
B
চতুষ + পদ
C
চতু + পদ
D
চতুঃ + পদ
এখানে “চতুঃ” অর্থ চার এবং “পদ” অর্থ পা। এটি বিসর্গ সন্ধি। এরুপ – ভ্রাতুষ্পুত্র, দুষ্কর ।

0
Updated: 2 months ago
'অবিন্ধন' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
অব্ + ইন্ধন
B
অপ্ + ইন্ধন
C
অপ্ + বিন্ধন
D
অবি্ + ইন্ধন
বাংলা ভাষায় সংস্কৃত ব্যঞ্জন সন্ধি হলো এমন একটি ব্যুৎপত্তিগত নিয়ম যেখানে পূর্বপদ এবং পরপদ যুক্ত হয়ে নতুন ধ্বনি উৎপন্ন করে। এটি মূলত ধ্বনিগত পরিবর্তনের মাধ্যমে স্বর ও ব্যঞ্জনের মিলন নির্দেশ করে।
-
নিয়ম অনুযায়ী, পূর্বপদের শেষ বর্গের ব্যঞ্জন যদি ক, চ, ট, ত্, প হয় এবং পরপদের প্রথম ধ্বনি স্বরধ্বনি বা ব্যঞ্জন, তাহলে পূর্বপদের ব্যঞ্জনকে সংশ্লিষ্ট তৃতীয় ধ্বনি তে পরিবর্তন করা হয়।
উদাহরণ: ক → গ্, চ → জ্, ট → ড্ [ড়্], ত্ → দ্, প্ → ব্। পরপদের স্বর ধ্বনি বর্গের তৃতীয় ধ্বনির সঙ্গে যুক্ত হয়। -
উদাহরণসমূহ:
দিক্ + অন্ত → দিগন্ত
বাক্ + আড়ম্বর → বাগাড়ম্বর
প্রাক্ + উক্ত → প্রাগুক্ত
ণিচ্ + অন্ত → ণিজন্ত
অচ্ + অন্ত → অজন্ত
ষট্ + অঙ্গ → ষড়ঙ্গ
ষট্ + ঋতু → ষড়ঋতু
ষট্ + ঐশ্বর্য → ষড়ৈশ্বর্য
ষট্ + আনন → ষড়ানন
সৎ + অর্থক → সদর্থক
সৎ + ইচ্ছা → সদিচ্ছা
মৃৎ + অজ্ঞা → মৃদঙ্গ
শরৎ + ইন্দু → শরদিন্দু
অপ্ + অগ্নি → অবগ্নি
অপ্ + ইন্ধন → অবিন্ধন
সুপ্ + অন্ত → সুবন্ত
উৎস:

0
Updated: 3 weeks ago
কোনটি সন্ধি বিষয়ক অশুদ্ধি?
Created: 2 weeks ago
A
বাগেশ্বরী
B
বিপদুদ্ধার
C
অদ্যাবধি
D
পৃথগন্ন
সন্ধি বিষয়ক অশুদ্ধ শব্দ হলো বাগেশ্বরী, যার শুদ্ধ রূপ বাগীশ্বরী। এর সন্ধিবিচ্ছেদ হলো বাক্ + ঈশ্বরী, অর্থাৎ বাক্যের অধিষ্ঠাত্রী দেবী বা বাগদেবী।
অন্যদিকে নিচের শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ—
-
পৃথগন্ন
-
অদ্যাবধি
-
বিপদুদ্ধার

0
Updated: 2 weeks ago