A
√মুচ্ + ত
B
√মূক + তি
C
√মৃৎ + তি
D
√মুচ্ + ক্তি
উত্তরের বিবরণ
কৃৎ-প্রত্যয় যোগে শব্দগঠন:
-
কৃৎ-প্রত্যয় ক্তি (ক + তি) যুক্ত হলে ধাতুর অন্তস্থিত চ ও জ স্থলে ক হয়ে যায়।
উদাহরণ:
-
√বচ্ + ক্তি = উক্তি
-
√ভজ্ + ক্তি = ভক্তি
-
√মুচ্ + ক্তি = মুক্তি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 19 hours ago
আশীর্বাদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 35 minutes ago
A
আশির + বাদ
B
আশী + বাদ
C
আশীঃ + বাদ
D
আশী + আবাদ
শব্দ: আশীর্বাদ
-
সন্ধি বিচ্ছেদ: আশীঃ + বাদ
-
অর্থ: আশীর্বাদ
সন্ধির নিয়ম:
-
যদি অ বা আ ভিন্ন অন্য স্বরের পর বিসর্গ (ঃ) থাকে এবং এর সঙ্গে
অ, আ, বর্গীয় ধ্বনি, নাসিক্যধ্বনি বা য, র, ল, ব, হ মিলিত হয়,
→ তখন বিসর্গ স্থানে ‘র’ বসে।
উদাহরণ:
-
দুঃ + যোগ → দুর্যোগ
-
নিঃ + আকার → নিরাকার
-
আশীঃ + বাদ → আশীর্বাদ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 35 minutes ago
চলচ্চিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
চলৎ + চিত্র
B
চল + চিত্র
C
চলচ + চিত্র
D
চলিচ + চিত্র
'চলচ্চিত্র' শব্দের সন্ধি - বিচ্ছেদ চলৎ + চিত্র। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। যেমন, বিপজ্জনক = বিপদ + জনক, চলচ্চিত্র = চলৎ + চিত্র।

0
Updated: 1 month ago
'রবীন্দ্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
রবী + ইন্দ্র
B
রবী + ঈন্দ্র
C
রবি + ইন্দ্র
D
রবি + ঈন্দ্র
সঠিক সন্ধি বিচ্ছেদ
‘রবীন্দ্র’ শব্দটির সন্ধি হলো – রবি + ইন্দ্র = রবীন্দ্র।
নিয়ম:
যখন ই-কার (ি) বা ঈ-কার (ী) এর পর আবার ই-কার (ি) বা ঈ-কার (ী) আসে, তখন এরা মিলিত হয়ে দীর্ঘ ঈ-কার (ী) হয়ে যায়। আর এই দীর্ঘ ঈ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
সুধী + ইন্দ্র = সুধীন্দ্র
-
পরি + ঈক্ষা = পরীক্ষা
-
সতী + ইন্দ্র = সতীন্দ্র
-
অতি + ইত = অতীত
অতএব, নিয়ম অনুযায়ী রবি + ইন্দ্র = রবীন্দ্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 week ago