A
প্রায়শ্চিত্ত
B
রাজা
C
কালের যাত্রা
D
সবগুলোই
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটকসমূহ:
-
শারদোৎসব
-
প্রায়শ্চিত্ত
-
রাজা
-
অচলায়তন
-
ফাল্গুনী
-
মুক্তধারা
-
রক্তকরবী
-
কালের যাত্রা
-
তাসের ঘর
-
ইত্যাদি
উৎস:
১. বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 20 hours ago
১৪) প্রহসন বাংলা সাহিত্যের কোন যুগের নাট্যধারা?
Created: 3 weeks ago
A
আদি যুগ
B
মধ্যযুগ
C
আধুনিক যুগ
D
পাল যুগ
প্রহসন — বাংলা সাহিত্যের আধুনিক নাট্যধারা
আধুনিক যুগের সাহিত্য
-
১৮০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ।
-
এই কলেজের পাঠ্যপুস্তক রচনার মধ্য দিয়েই বাংলা সাহিত্য প্রবেশ করে আধুনিক যুগে।
-
আখ্যানকাব্য, মহাকাব্য, নাটক-প্রহসন, গীতিকাব্য এবং সংবাদপত্র/সাময়িকপত্রের মাধ্যমে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের দরবারে প্রবেশ করে।
-
আধুনিক যুগের সাহিত্যকীর্তির বিস্তারের কারণে এ যুগের সামগ্রিক সাহিত্যসৃষ্টির পরিচয় দেওয়া প্রায় অসম্ভব।
প্রধান রূপ ও সম্ভার
-
উপন্যাস: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ।
-
কবিতা: কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, জয় গোস্বামী।
-
নাটক: দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, সেলিম আলদীন।
-
মহাকাব্য: মাইকেল মধুসূদন দত্ত।
-
সর্বশ্রেষ্ঠ প্রতিভা: রবীন্দ্রনাথ ঠাকুরও আধুনিক যুগেরই ফসল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 weeks ago
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
Created: 3 months ago
A
ঝিলিমিলি
B
আলেয়া
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
• ঝিলিমিলি:
- কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাটকের সংকলন 'ঝিলিমিলি'।
- ১৩৩৭ বঙ্গাব্দের (১৯৩০) অগ্রহায়ণে গ্রন্থাকারে প্রকাশিত।
এতে মোট তিনটি নাটক রয়েছে।
- ঝিলিমিলি,
- সেতুবন্ধ,
- শিল্পী।
• কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য নাটক:
- আলেয়া
- পুতুলের বিয়ে (কিশোর নাটক)
- মধুমালা (গীতিনাট্য)
- ঝড় (কিশোর কাব্য-নাটক)
- পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
Created: 1 week ago
A
কৃষ্ণকুমারী
B
শর্মিষ্ঠা
C
সধবার একাদশী
D
নীলদর্পণ
কৃষ্ণকুমারী নাটক
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কৃষ্ণকুমারী’ নাটকটি ১৮৬১ সালে প্রকাশিত হলেও রচনা শুরু হয়েছিল ১৮৬০ সালে।
-
এর কাহিনি সংগৃহীত হয়েছিল উইলিয়াম টডের “রাজস্থান” গ্রন্থ থেকে।
-
এই নাটককে বাংলা সাহিত্যের প্রথম সফল ট্রাজেডি নাটক ধরা হয়।
-
প্রথম মঞ্চস্থ হয় কলকাতার শোভাবাজার থিয়েটারে, ১৮৬৭ সালের ফেব্রুয়ারিতে।
👉 উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো—
কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ ও ধনদাস।
বাংলা সাহিত্যে প্রথমদিকের নাটকের ধারা
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক → শর্মিষ্ঠা (মাইকেল মধুসূদন দত্ত)
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক → পদ্মাবতী (মাইকেল মধুসূদন দত্ত)
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক → কৃষ্ণকুমারী (মাইকেল মধুসূদন দত্ত)
-
প্রহসন ‘সধবার একাদশী’ → দীনবন্ধু মিত্র
-
নীলদর্পণ (১৮৬০) → দীনবন্ধু মিত্রের প্রথম নাটক (বেনামে প্রকাশিত)।
মাইকেল মধুসূদন দত্ত
-
বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের কাব্যগ্রন্থ → তিলোত্তমাসম্ভব (১৮৬০)।
-
তবে প্রথম ব্যবহার করেছিলেন তার পদ্মাবতী নাটকে।
-
বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা রচনা করেন তিনিই।
-
তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
তাঁর উল্লেখযোগ্য কাব্যসমূহ—
-
তিলোত্তমাসম্ভব
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা
-
বীরাঙ্গনা
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago