নিচের কোনটি সঠিক নয়?
A
√দা+তৃ = দাতা
B
√মা + তৃচ্ = মাতা
C
√ক্রী + তৃচ্ = ক্রেতা
D
√কৃ + তৃচ = ক্রেতা
উত্তরের বিবরণ
কৃৎ-প্রত্যয় যোগে শব্দগঠন:
-
তৃচ্-প্রত্যয় (চ + তৃ) যুক্ত হলে একবচনে তৃ স্থলে তা হয়।
উদাহরণ:
-
√দা + তৃচ্ = দা + তা = দাতা
-
√মা + তৃচ্ = মাতা
-
√ক্রী + তৃচ্ = ক্রেতা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 1 month ago
‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
লো + অন
B
লো + বন
C
ল + বন
D
লৈ + বন
স্বরবর্ণ পড়ে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।

0
Updated: 2 weeks ago
‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ –
Created: 1 month ago
A
প্রতি+বর্তন
B
প্রতিঃ+বর্তন
C
প্রতি+আবর্তন
D
প্রতিঃ+আবর্তন
তৎসম শব্দের স্বরসন্ধির ক্ষেত্রে, ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে ‘য’ বা য(য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন। ই-কার + আ = য-ফলা + আ-কার।

0
Updated: 1 month ago
'তন্মাত্র' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
তৎ + মাত্র
B
তন্ + মাত্র
C
তদ্ + মাত্র
D
তন্ম + মাত্র
ব্যঞ্জন সন্ধি এমন এক প্রক্রিয়া যেখানে দুটি ব্যঞ্জনের মিলনে উচ্চারণগত পরিবর্তন ঘটে। নিয়ম অনুযায়ী, আগে ৎ বা দ্ এবং পরে ন্ বা ম্ থাকলে, ৎ বা দ্-এর স্থানে ‘ন’ হয় এবং পরবর্তী ন বা ম-এর সঙ্গে মিলিত হয়ে যথাক্রমে ‘ন্ন’ বা ‘ন্ম’ হয়। তবে যদি ৎ বা দ্-এর পর ল্ থাকে, তবে ৎ বা দ্ সন্ধিতে ‘ল্’ হয়ে যায় এবং পরবর্তী ল্-এর সঙ্গে মিলিত হয়ে ‘ল্ল’ হয়।
উদাহরণ:
-
উৎ + নীত = উন্নীত
-
ক্ষুধ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি
-
তদ্ + মাত্র = তন্মাত্র
-
উৎ + লাস = উল্লাস

0
Updated: 2 weeks ago