’মুক্তি’ শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
A
√মুচ্ + ত
B
√মূক + তি
C
√মৃৎ + তি
D
√মুচ্ + ক্তি
উত্তরের বিবরণ
কৃৎ-প্রত্যয় যোগে শব্দগঠন:
-
কৃৎ-প্রত্যয় ক্তি (ক + তি) যুক্ত হলে ধাতুর অন্তস্থিত চ ও জ স্থলে ক হয়ে যায়।
উদাহরণ:
-
√বচ্ + ক্তি = উক্তি
-
√ভজ্ + ক্তি = ভক্তি
-
√মুচ্ + ক্তি = মুক্তি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 1 month ago
'বিচ্ছেদ' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
বিদ্ + ছেদ
B
বি + ছেদ
C
বিৎ + ছেদ
D
বিঃ + ছেদ
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি প্রক্রিয়ায়, স্বরধ্বনির পরে যদি ‘ছ’ থাকে, তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-এর বদলে ‘চ্ছ’ ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
পরি + ছদ → পরিচ্ছদ
-
বি + ছেদ → বিচ্ছেদ
-
বি + ছিন্ন → বিচ্ছিন্ন

0
Updated: 2 weeks ago
'দুস্তর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
দুসত্ + অর
B
দুঃ + তর
C
দু + তর
D
দুস্ + তর
বিসর্গ সন্ধি নিয়ম
নিয়ম: বিসর্গ ঃ এর পর বিভিন্ন ধরনের ব্যঞ্জন থাকলে বিসর্গের ধ্বনি পরিবর্তিত হয়।
-
তালব্য ব্যঞ্জনের আগে:
-
বিসর্গ স্থলে তালব্য শিশ ধ্বনি হয়।
-
উদাহরণ:
-
দুঃ + তর = দুস্তর
-
দুঃ + থ = দুস্থ
-
-
-
মূর্ধন্য ব্যঞ্জনের আগে:
-
বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়।
-
উদাহরণ:
-
নিঃ + চয় = নিশ্চয়
-
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
-
-
-
দন্ত্য ব্যঞ্জনের আগে:
-
বিসর্গ স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
-
উদাহরণ:
-
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
-
সূত্রগুলো:
-
ঃ + ত/থ → স + ত/থ
-
ঃ + চ/ছ → শ + চ/ছ
-
ঃ + ট/ঠ → ষ + ট/ঠ
এভাবে বিসর্গের ধ্বনি পরবর্তী ব্যঞ্জনের ধ্বনির ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।

0
Updated: 3 weeks ago
'পরমেশ' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
পরম + ইশ
B
পরম + ঈশ
C
পরমঃ + ঈশ
D
পরমঃ +ইশ
সন্ধির নিয়ম: (অকার/আকার + ইকার/ঈকার = একার)
নিয়ম:
যখন কোনো শব্দের শেষে অ-কার বা আ-কার থাকে এবং পরবর্তী শব্দের শুরুতে ই-কার বা ঈ-কার থাকে, তখন উভয়ে মিলে এ-কার হয়।
এ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
-
পরম + ঈশ = পরমেশ
-
মহা + ঈশ = মহেশ
-
যথা + ইষ্ট = যথেষ্ট

0
Updated: 2 weeks ago