A
বউ ঠাকুরানীর হাট
B
ঘরে-বাইরে
C
গোরা
D
দুইবোন
উত্তরের বিবরণ
'ঘরে-বাইরে' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশ: ১৯১৬ (চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস)
-
প্রকাশ মাধ্যম: সবুজপত্র (১৯১৫)
-
বিষয়বস্তু: স্বদেশি আন্দোলনের পটভূমিতে রচিত; একদিকে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী-পুরুষের সম্পর্কের বিশ্লেষণ, বিশেষত আকর্ষণ-বিকর্ষণ।
-
মূল কাহিনি: স্বামী নিখিলেশের প্রতি অনুরাগ সত্ত্বেও নায়িকা বিমলা বিপ্লবী সন্দীপের দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। বাইরে জাতীয় আন্দোলনের উত্তেজনা ও তিনজন মানুষের ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব মিলিত হয়ে উপন্যাসের প্রেক্ষাপট গঠন করে।
-
পাশ্চাত্য সাদৃশ্য: স্টিভেনসনের প্রিন্স অটো উপন্যাসের সঙ্গে ভাবসাদৃশ্য; সেরাফিনা, অটো ও গোন্ড্রেমার্ক যথাক্রমে বিমলা, নিখিলেশ ও সন্দীপের সঙ্গে তুলনীয়।
-
ভিন্নতা: স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও মিলনাত্মক সমাপ্তি হলেও, রবীন্দ্রনাথের কাহিনি সিরিয়াস, ট্র্যাজিক এবং শিল্পসম্মত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 20 hours ago
প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
মৃত্তিকা
B
প্রতিধ্বনি
C
প্রতিশোধ
D
কুয়াশা
প্রেমেন্দ্র মিত্র
-
প্রেমেন্দ্র মিত্র ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
তিনি ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশীতে জন্মগ্রহণ করেন।
-
তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক হিসেবে পরিচিত ছিলেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে তিনি ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন।
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা প্রভৃতি
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে প্রভৃতি
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'পদ্মরাগ' উপন্যাসটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
সুফিয়া কামাল
B
কাজী নজরুল ইসলাম
C
সৈয়দ ইসমাইল হোসেন
D
বেগম রোকেয়া
'পদ্মরাগ' উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশ: ১৯২৪
-
ধরন: উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা (সাধারণ উপন্যাস নয়)
-
বৈশিষ্ট্য:
-
প্রথম মুসলিম নারীর রচনা
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ প্রকাশ
-
অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত
-
-
উৎসর্গ: জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম
বেগম রোকেয়ার অন্যান্য রচনা
-
প্রবন্ধ: মতিচূর (২ খণ্ড: ১ম খণ্ড ১৯০৪, ২য় খণ্ড ১৯২২)
-
নকশাধর্মী রচনা: Sultana’s Dream
-
উপন্যাস: পদ্মরাগ
-
নকশাধর্মী গদ্যগ্রন্থ: অবরোধবাসিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'তিলোত্তমা' কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 week ago
A
দুর্গেশনন্দিনী
B
কপালকুণ্ডলা
C
বিষবৃক্ষ
D
কৃষ্ণকান্তের উইল
‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস
-
‘দুর্গেশনন্দিনী’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস।
-
দুর্গেশনন্দিনী শব্দের অর্থ হলো প্রধানের কন্যা।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃত।
-
উপন্যাসটি ১৮৬৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
কেন্দ্রীয় নারী চরিত্র হলো তিলোত্তমা।
উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র
-
বীরেন্দ্র সিংহ
-
ওসমান
-
জগৎসিংহ
-
তিলোত্তমা
-
আয়েশা
-
বিমলা প্রমুখ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসসমূহ
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago