'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা নয় কোনটি?
A
আজ সৃষ্টি সুখের উল্লাসে
B
বেলাশেষে
C
অবেলার ডাক
D
কাণ্ডারী হুঁশিয়ার
উত্তরের বিবরণ
'কাণ্ডারী হুঁশিয়ার' — কবিতা
-
প্রেক্ষাপট: সাম্প্রদায়িক দাঙ্গা
-
উৎস: সর্বহারা কাব্যগ্রন্থ
'দোলনচাঁপা' — কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
আজ সৃষ্টি সুখের উল্লাসে
-
পূজারিণী
-
বেলাশেষে
-
চোখের চাতক
-
অবেলার ডাক
-
অভিশাপ
-
ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; দোলনচাঁপা ও সর্বহারা কাব্যগ্রন্থ।

0
Updated: 1 month ago
'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম-
Created: 2 months ago
A
দৃষ্টিহীন
B
লীলাময় রায়
C
নীহারিকা দেবী
D
টেকচাঁদ ঠাকুর
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
-
কবি, ঔপন্যাসিক ও সম্পাদক
-
জন্ম: ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর, নোয়াখালী; আদি নিবাস: মাদারীপুর
-
১৯২১ সালে ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে প্রথম কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত
-
রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে কল্লোল যুগের উল্লেখযোগ্য লেখক
উপন্যাস:
কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, প্রথম কদমফুল
কাব্যগ্রন্থ:
অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, পূর্ব-পশ্চিম, উত্তরায়ণ
অন্যান্য ছদ্মনাম:
-
দক্ষিনারঞ্জন মিত্রমজুমদার: দৃষ্টিহীন
-
অন্নদাশঙ্কর রায়: লীলাময় রায়
-
প্যারীচাঁদ মিত্র: টেকচাঁদ ঠাকুর

0
Updated: 2 months ago
'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
Created: 1 month ago
A
আল মাহমুদ
B
আব্দুল মান্নান সৈয়দ
C
অমিয় চক্রবর্তী
D
শামসুর রাহমান
আসাদের শার্ট
-
কবি শামসুর রাহমান শহীদ আসাদকে স্মরণ করে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি রচনা করেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’।
-
এই কবিতার প্রেক্ষাপট ছিল পুলিশের গুলিতে নিহত আসাদের শার্টটি উঁচুতে তুলে দিয়ে প্রতিবাদী মিছিল করার দৃশ্য, যা কবির উপর গভীর প্রভাব ফেলে।
-
কবিতার এক বিখ্যাত অংশে তিনি লিখেছেন:
"আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"
শামসুর রাহমান
-
জন্ম: ১৯২৯ সালের ২৩ অক্টোবর, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী।
-
তিনি ২০ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হিসেবে খ্যাত।
-
প্রথম কাব্যগ্রন্থ: ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ (১৯৬০) যা কবিতায় তার সুনাম প্রতিষ্ঠা করে।
-
জনপ্রিয় কবিতা: ‘স্বাধীনতা তুমি’, ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’।
-
মুক্তিযুদ্ধের সময় লেখা কবিতাগুচ্ছ ‘বন্দী শিবির থেকে’ কলকাতা থেকে প্রকাশিত হয় এবং এটি মুক্তিযুদ্ধকালীন সাহিত্যের গুরুত্বপূর্ণ দলিল।
শামসুর রাহমান রচিত উপন্যাসের কিছু উদাহরণ
-
অদ্ভুত আঁধার এক
-
অক্টোপাস
-
নিয়ত মন্তাজ
-
এলো সে অবেলায়
শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
নিরালোকে দিব্যরথ
-
নিজ বাসভূমে
-
বন্দী শিবির থেকে
-
ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
-
আমি অনাহারী
-
প্রতিদিন ঘরহীন ঘরে
-
উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
-
বুক তার বাংলাদেশের হৃদয়
-
হরিণের হাড়
-
তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
Created: 5 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বিষ্ণু দে
C
সুধীন্দ্রনাথ দত্ত
D
বুদ্ধদেব বসু
• প্রথম বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
• ‘তীর্থযাত্রী’ টি . এস . এলিয়ট' এর ‘The Journey of the Magi’ নামক কবিতার অনুবাদ। রবীন্দ্রনাথ তাঁর ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থে ‘তীর্থযাত্রী’ কবিতা নামে কবিতাটি সংকলন করেছিলেন।
- ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩২ সালে।
অন্যদিকে,
- বিষ্ণু দে ১৯৫০ সালে ‘এলিয়েটের কবিতা’র বাংলা অনুবাদ করেন।
------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ হলো:
- মানসী,
- সোনার তরী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলী,
- পুনশ্চ,
- পত্রপুট,
- সেঁজুতি,
- শেষলেখা ইত্যাদি।
উৎস: ‘তীর্থযাত্রী’ কবিতা ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago