রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের প্রভাব দেখা যায়?
A
ঘরে-বাইরে
B
চার অধ্যায়
C
গোরা
D
চতুরঙ্গ
উত্তরের বিবরণ
'ঘরে বাইরে' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস
-
প্রকাশ মাধ্যম: সবুজপত্র (১৯১৫)
-
বিশেষত্ব: রবীন্দ্র প্রতিভার শেষ যুগের উপন্যাস; রাজনৈতিক মতবাদের লীলাচাঞ্চল্য ফুটে উঠেছে
-
বিষয়বস্তু: স্বদেশি আন্দোলনের পটভূমিতে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা
রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস:
-
চোখের বালি
-
গোরা
-
যোগাযোগ
-
চতুরঙ্গ
-
ঘরে বাইরে
-
চার অধ্যায়
-
মালঞ্চ
উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২. বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' কোন পদ?
Created: 3 weeks ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
অব্যয়
D
ক্রিয়াবিশেষণ
• 'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।

0
Updated: 3 weeks ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 3 weeks ago
A
অভিভূত
B
উত্তরণ
C
বিভীষিকা
D
ভ্রাতূষ্পুত্র
বাংলা ভাষায় শুদ্ধ বানান হলো ভ্রাতুষ্পুত্র। এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
-
ভ্রাতুষ্পুত্র মানে হলো ভাইয়ের ছেলে।
অন্যদিকে, অভিভূত, উত্তরণ এবং বিভীষিকা শব্দগুলোর বানানও শুদ্ধ।
(উৎস:

0
Updated: 3 weeks ago
স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
দীপনির্বাণ
B
নির্বাণদীপ
C
বিচিত্রা
D
বিদ্রোহ
স্বর্ণকুমারী দেবী:
-
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী।
-
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক।
-
দীর্ঘ ত্রিশ বছর ধরে মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন।
-
তাঁর প্রথম উপন্যাস ‘দীপনির্বাণ’।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হলো ‘কাহাকে’ (১৮৯৮), যা ইংরেজিতে The Unfinished Song নামে অনূদিত হয়েছে।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
তাঁর কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
তাঁর নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago