রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাংকেতিক নাটক-
A
প্রায়শ্চিত্ত
B
রাজা
C
কালের যাত্রা
D
সবগুলোই
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটকসমূহ:
-
শারদোৎসব
-
প্রায়শ্চিত্ত
-
রাজা
-
অচলায়তন
-
ফাল্গুনী
-
মুক্তধারা
-
রক্তকরবী
-
কালের যাত্রা
-
তাসের ঘর
-
ইত্যাদি
উৎস:
১. বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
Created: 1 month ago
A
ছেঁড়াতার
B
চাকা
C
বাকী ইতিহাস
D
কী চাহ হে শঙ্খচিল
‘কি চাহ শঙ্খচিল’ নাটক
-
‘কি চাহ শঙ্খচিল’ মমতাজ উদ্দীন আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এ নাটকে মূলত বীরাঙ্গনার করুণ কাহিনি ফুটে উঠেছে।
-
১৯৮৩-৮৪ সালে প্রকাশিত এই নাটকে লেখক প্রেম, স্বাধীনতা আর প্রতিবাদের এক ভিন্নরকম চিত্র এঁকেছেন।
-
নাটকে শঙ্খচিল হয়ে উঠেছে একাত্তরের অশুভ শক্তির প্রতীক, যেন শকুনের মতো ভয়ংকর উপস্থিতি।
-
প্রধান চরিত্র রৌশনারা হানাদারদের হাতে লাঞ্ছিত হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়। অথচ তার স্বামী বীরাঙ্গনা স্ত্রীর নাম ব্যবহার করে অর্থ-সুবিধা ভোগ করতে থাকে।
-
এই নাটক আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের পথে কত ত্যাগ, বেদনা আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে।
মমতাজ উদ্দীন আহমদ
-
মমতাজ উদ্দীন আহমদ (১৯৩৫-২০১৯) বাংলা নাট্যসাহিত্যের এক বিশিষ্ট নাট্যকার।
-
তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মালদহে।
-
তাঁর লেখা বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে:
-
স্বাধীনতা আমার স্বাধীনতা
-
কি চাহ শঙ্খচিল
-
হৃদয়ঘটিত ব্যাপার স্যাপার
-
প্রেম
-
বিবাহ সুটকেস
-
রাজা অনুস্বারের পালা
-
সাত ঘাটের কানাকড়ি
-
রাক্ষুসী
-
এই সেই কণ্ঠস্বর
-
পুত্র আমার পুত্র
-
হাস্য লাস্য ভাষ্য
-
ভালোবাসার দশ নাটক ইত্যাদি।
-
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
মমতাজ উদ্দীন আহমদের রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ নাটক হলো—
-
বর্ণচোর
-
বকুলপুরের স্বাধীনতা
-
কি চাহ শঙ্খচিল
-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, কি চাহ শঙ্খচিল, মমতাজ উদ্দীন আহমদ

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
Created: 3 months ago
A
মার্চেন্ট অব ভেনিস
B
কমেডি অব এররস
C
অ্যা মিডসামার নাইটস ড্রিম টেমিং অব দ্য শ্রুনাইটস ড্রিম
D
টেমিং অব দ্য শ্রু
ভ্রান্তিবিলাস
- ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে, বিদ্যাসাগরের প্রথম রচনা বেতালপঞ্চবিংশতির বাইশ বছর পরে।
- ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপীয়রের 'কমেডি অব এররস' নাটক অবলম্বনে রচিত।
- বইয়ের 'বিজ্ঞাপন' শিরোনাম অংশে তিনি লিখেছেন:
'কিছু দিন পূর্বে, ইংলন্ডের অদ্বিতীয় কবি শেক্সপীয়রের প্রণীত ভ্রান্তিপ্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত হইলে লোকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ঐ প্রহসনের উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল।'
- এরপরে তিনি বলেছেন যে এই নাটকের কাব্য-অংশ শেক্সপীয়রের অন্যান্য নাটকের চেয়ে 'নিকৃষ্ট', কিন্তু এর কাহিনী-অংশ কৌতুকপূর্ণ। সেজন্য তিনি এই নাটকটি বাংলাভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন।
-------------------------
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামেও স্বাক্ষর করতেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে যতিচিহ বা বিরামচিহ্নের ব্যবহার শুরু করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
• বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘ভ্রান্তিবিলাস’ গ্রন্থ।

0
Updated: 3 months ago
সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ নয় কোনটি?
Created: 1 week ago
A
ঝিলিমিলি
B
কিত্তনখোলা
C
কেরামতমঙ্গল
D
মুনতাসীর ফ্যান্টাসি
‘ঝিলিমিলি’ সেলিম আল দীন রচিত কোনো নাট্যগ্রন্থ নয়; এটি কাজী নজরুল ইসলাম রচিত একটি নাট্যগ্রন্থ। সেলিম আল দীন বাংলা নাটকের আধুনিক ধারার অন্যতম প্রধান রূপকার, যিনি বাংলাদেশে লোকজ সংস্কৃতি, গ্রামীণ জীবন ও ঐতিহ্যবাহী নাট্যরূপকে আধুনিক রূপে উপস্থাপন করেছেন।
সেলিম আল দীন (১৯৪৯–২০০৮):
-
জন্ম: ১৮ আগস্ট ১৯৪৯, ফেনি জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
-
প্রকৃত নাম: মইনুদ্দিন আহমেদ।
-
তিনি ছিলেন বাংলাদেশের আধুনিক নাট্যচিন্তা ও নাট্যচর্চার পথিকৃৎ।
-
তাঁর লেখায় বাংলাদেশের শ্রমজীবী, গ্রামীণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন, সংগ্রাম ও সংস্কৃতি বাস্তব ও সংবেদনশীলভাবে প্রতিফলিত হয়েছে।
-
প্রথম প্রবন্ধ: ‘নিগ্রো সাহিত্য’ (প্রকাশিত ১৯৬৮ সালে, দৈনিক পাকিস্তান পত্রিকায়)।
-
প্রথম রেডিও নাটক: বিপরীত তমসায় (১৯৬৯)।
-
প্রথম টেলিভিশন নাটক: লিব্রিয়াম (পরবর্তীতে নাম পরিবর্তন করে ঘুম নেই, ১৯৭০)।
-
তিনি বাংলা নাটকে এপিক থিয়েটার ও লোকনাট্যের সমন্বিত ধারার প্রবর্তক।
-
পুরস্কার:
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
একুশে পদক
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা
-
-
মৃত্যু: ১৪ জানুয়ারি ২০০৮।
রচিত নাট্যগ্রন্থসমূহ:
-
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
কিত্তনখোলা
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
চাকা
-
যৈবতী কন্যার মন
-
হরগজ
-
হাতহদাই
-
জুলান
-
শকুন্তলা
-
মুনতাসীর ফ্যান্টাসি
-
নিমজ্জন
অন্যদিকে,
‘ঝিলিমিলি’ হলো কাজী নজরুল ইসলাম রচিত একটি নাট্যগ্রন্থ, যা তাঁর সাহিত্য প্রতিভার বহুমাত্রিক প্রকাশের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নজরুল তাঁর নাটকে মানবতা, প্রেম, সমাজবোধ ও বিপ্লবী চেতনার সমন্বয় ঘটিয়েছেন।
সুতরাং, ‘ঝিলিমিলি’ কাজী নজরুল ইসলামের রচনা, সেলিম আল দীন-এর নয়।

0
Updated: 1 week ago