A
অগ্নি-বীণা
B
সাম্যবাদী
C
ছায়ানট
D
ভাঙার গান
উত্তরের বিবরণ
অগ্নি-বীণা কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২২ সাল
-
এটি নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, তবে এটি ছিল তাঁর দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ।
-
কাব্যগ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলা কবিতার জগতে নতুন যুগের সূচনা ঘটে।
-
প্রথম সংস্করণ প্রকাশের পরপরই শেষ হয়ে যায়, যা নজরুলের জনপ্রিয়তার সাক্ষ্য বহন করে।
-
এতে মোট ১২টি কবিতা রয়েছে।
অন্তর্ভুক্ত ১২টি কবিতা
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বর-ধারিণী মা
৪. আগমণী
৫. ধূমকেতু
৬. কামাল পাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মোহররম
‘অগ্নি-বীণা’র সর্বাধিক জনপ্রিয় কবিতা হলো “বিদ্রোহী”, যার জন্য নজরুল চিরকালের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 20 hours ago
বাংলা সাহিত্যে পত্রোপন্যাসের জনক কে?
Created: 3 weeks ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কাজী নজরুল ইসলাম
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁধন-হারা
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস
-
প্রকাশিত: ১৩৩৪ বঙ্গাব্দে
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, ধারাবাহিকভাবে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত
-
প্রধান চরিত্র: নুরু, রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি: বিদ্রোহী কবি; আধুনিক বাংলা গানের জগতে বুলবুল
রচিত উপন্যাস: বাঁধন-হারা, কুহেলিকা, মৃত্যু-ক্ষুধা
বিখ্যাত কাব্যগ্রন্থ: অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণীমনসা, জিঞ্জির, প্রলয় শিখা, সন্ধ্যা

0
Updated: 3 weeks ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
পদ্মগোখরা
B
ঝিলিমিলি
C
মধুমালা
D
বাঁধন-হারা
কাজী নজরুল ইসলাম রচিত সাহিত্যকর্ম
উপন্যাস:
-
বাঁধন-হারা
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, এতে ১৮টি পত্র রয়েছে
-
করাচীতে অবস্থানকালে রচনা শুরু
-
‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত
-
নায়ক: নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
-
-
মৃত্যক্ষুধা
-
কুহেলিকা
গল্প:
-
পদ্মগোখরা
নাটক (সংকলন):
-
ঝিলিমিলি
-
মধুমালা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
মাসিক মোহাম্মদী
B
সাপ্তাহিক বিজলী
C
দৈনিক নবযুগ
D
ধূমকেতু
কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এ কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: দোলনচাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, ঝিঙেফুল, সর্বহারা, সঞ্চিতা, সন্ধ্যা, চক্রবাক, প্রলয়শিখা, মরুভাস্কর, সাম্যবাদী ইত্যাদি।

0
Updated: 1 month ago