চলিতভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি?
A
বউ ঠাকুরানীর হাট
B
ঘরে-বাইরে
C
গোরা
D
দুইবোন
উত্তরের বিবরণ
'ঘরে-বাইরে' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশ: ১৯১৬ (চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস)
-
প্রকাশ মাধ্যম: সবুজপত্র (১৯১৫)
-
বিষয়বস্তু: স্বদেশি আন্দোলনের পটভূমিতে রচিত; একদিকে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী-পুরুষের সম্পর্কের বিশ্লেষণ, বিশেষত আকর্ষণ-বিকর্ষণ।
-
মূল কাহিনি: স্বামী নিখিলেশের প্রতি অনুরাগ সত্ত্বেও নায়িকা বিমলা বিপ্লবী সন্দীপের দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। বাইরে জাতীয় আন্দোলনের উত্তেজনা ও তিনজন মানুষের ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব মিলিত হয়ে উপন্যাসের প্রেক্ষাপট গঠন করে।
-
পাশ্চাত্য সাদৃশ্য: স্টিভেনসনের প্রিন্স অটো উপন্যাসের সঙ্গে ভাবসাদৃশ্য; সেরাফিনা, অটো ও গোন্ড্রেমার্ক যথাক্রমে বিমলা, নিখিলেশ ও সন্দীপের সঙ্গে তুলনীয়।
-
ভিন্নতা: স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও মিলনাত্মক সমাপ্তি হলেও, রবীন্দ্রনাথের কাহিনি সিরিয়াস, ট্র্যাজিক এবং শিল্পসম্মত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 month ago
মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র ছিলো-
Created: 1 month ago
A
শিখা
B
প্রগতি
C
কল্লোল
D
ক্রান্তি
শিখা
-
শিখা ছিল মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
-
১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজ থেকেই এর প্রকাশনা শুরু।
-
প্রথম সংখ্যার প্রকাশকাল: চৈত্র ১৩৩৩ বঙ্গাব্দ (৮ এপ্রিল ১৯২৭ খ্রি.)।
-
এটি বছরে একবার প্রকাশিত হতো।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন প্রথম সংখ্যার সম্পাদক।
-
পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত হয়।
-
আর মুদ্রণ কাজটি সম্পন্ন হয়েছিল মুন্সি আহমদ আলীর সাত রওজা (ঢাকা) ইসলামিয়া প্রেসে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'পল্লীসমাজ' উপন্যাসের মূল বিষয় কী?
Created: 3 weeks ago
A
শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা
B
ঐতিহাসিক যুদ্ধের কাহিনি
C
বাংলার শহরজীবনের সমস্যা
D
যুবক-যুবতীর অভিশপ্ত প্রেমকাহিনি
‘পল্লীসমাজ’ (১৯১৬) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি জনপ্রিয় উপন্যাস। এই উপন্যাসে বাংলার পল্লীসমাজের নীচতা ও ক্ষুদ্র রাজনীতির পটভূমিকায় একটি আদর্শবাদী যুবক-যুবতীর সম্পর্ক এবং তাদের অভিশপ্ত প্রেমকাহিনীকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে। উপন্যাসটি ১৯১৫ সালে ‘ভারতবর্ষ’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রধান চরিত্রগুলো হলো রমা, রমেশ, বেণী, বলরাম।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য:
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭, ভারতী পত্রিকা)।
-
প্রথম প্রকাশিত গল্প: মন্দির, যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পন্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়

0
Updated: 3 weeks ago
'জয়নবের চৌতিশা' - গ্রন্থটি কোন প্রকার সাহিত্য?
Created: 3 weeks ago
A
মর্সিয়া সাহিত্য
B
নাথ সাহিত্য
C
লোকসাহিত্য
D
রোমান্টিক প্রণয়োপাখ্যান
মর্সিয়া সাহিত্য মূলত পারস্যের কবিদের দ্বারা প্রসার লাভ করে। বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্যের প্রবর্তক ছিলেন শেখ ফয়জুল্লাহ, এবং বাংলা ভাষায় মর্সিয়া সাহিত্যের প্রথম কাব্য হলো জয়নবের চৌতিশা, যা ১৫৭০ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। মর্সিয়া সাহিত্য হিন্দু কবিদের মধ্যেও জনপ্রিয় ছিল; এর মধ্যে রাধারমণ গোপ উল্লেখযোগ্য, যিনি তাঁর কাব্য 'ইমামগণের কেচ্ছা ও অফৎনামা' রচনা করেন। এছাড়া, দৌলত উজির বাহরাম খাঁ কারবালার করুণ কাহিনি নিয়ে 'জঙ্গনামা' নামক গুরুত্বপূর্ণ কাব্য রচনা করেন, যা ১৭২৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
মর্সিয়া সাহিত্যের প্রসার: পারস্যের কবিদের দ্বারা
-
বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া কবি: শেখ ফয়জুল্লাহ
-
বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া কাব্য: জয়নবের চৌতিশা (১৫৭০ খ্রিষ্টাব্দ)
-
হিন্দু কবি: রাধারমণ গোপ
-
রাধারমণ গোপের কাব্য: ইমামগণের কেচ্ছা ও অফৎনামা
-
দৌলত উজির বাহরাম খাঁর কাব্য: জঙ্গনামা (কারবালার করুণ কাহিনি, ১৭২৩ খ্রিষ্টাব্দ)

0
Updated: 3 weeks ago