"রাজর্ষি" উপন্যাসের মূল বিষয়বস্তু কী?
A
প্রেমকাহিনী
B
সামাজিক সংস্কার
C
রাজনীতি
D
ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সংস্কার
উত্তরের বিবরণ
'রাজর্ষি' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশ: ১৮৮৭
-
বিষয়বস্তু: ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস অবলম্বনে রচিত ঐতিহাসিক উপন্যাস।
-
মূল ভাব: মানবতার পক্ষে এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে।
-
১৮৯১ সালে এই উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটক রচিত হয়।
উল্লেখযোগ্য চরিত্র:
-
গোবিন্দমাণিক্য
-
পুরোহিত রঘুপতি
-
হাসি ও তাতা
-
জয়সিংহ
-
নক্ষত্ররায়
উৎস: রাজর্ষি — উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর।

0
Updated: 1 month ago
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
আরণ্যক
B
দৃষ্টি প্রদীপ
C
ইছামতী
D
কিন্নরদল
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প 'উপেক্ষিতা' প্রকাশের মাধ্যমে তার সাহিত্যিক জীবন শুরু হয়। বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিক হিসেবে খ্যাত। তিনি হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেছিলেন।
-
উপন্যাসসমূহ:
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ
-
-
গল্পগ্রন্থসমূহ:
-
মেঘমল্লার
-
মৌরীফুল
-
যাত্রাবদল
-
কিন্নরদল
-

0
Updated: 2 weeks ago
মীর মশাররফ হোসেনের জন্মস্থান-
Created: 2 weeks ago
A
ঢাকা
B
বিক্রমপুর
C
কুষ্টিয়া
D
যশোর
মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক, যিনি উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বঙ্কিমচন্দ্রের যুগে গদ্যশিল্পের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।
-
জন্ম: ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন।
-
সাহিত্যজীবনের সূচনা: ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর এবং কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকার মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেই তাঁর সাহিত্যজীবন শুরু।
-
সাহিত্যগুরু: গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ‘কাঙাল হরিনাথ’ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
-
সম্পাদনা কার্যক্রম: তিনি আজিজননেহার এবং হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেছেন।
-
সাহিত্যিক পরিচয়: মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

0
Updated: 2 weeks ago
'কালো বরফ' উপন্যাসটির বিষয়:
Created: 1 month ago
A
তেভাগা আন্দোলন
B
ভাষা আন্দোলন
C
মুক্তিযুদ্ধ
D
দেশভাগ
মাহমুদুল হক
-
তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
-
১৯৭৭ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
তাঁর লেখার ধরন ও শব্দচয়ন ছিল খুবই নিখুঁত ও মনোমুগ্ধকর।
উপন্যাসসমূহ:
-
কালো বরফ – উপন্যাসে দেশবিভাগের গল্প প্রধানভাবে উঠে এসেছে।
-
জীবন আমার বোন – মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
খেলাঘর – মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী।
-
অনুর পাঠশালা
-
নিরাপদ তন্দ্রা
-
অশরীরী
-
পাতালপুরী
-
মাটির জাহাজ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago