A
জীবনের কথা
B
জীবনকথা
C
জীবনস্মৃতি
D
অতীতের দিনগুলি
উত্তরের বিবরণ
‘জীবনস্মৃতি’
-
রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ।
-
প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে।
-
বাল্মীকি প্রতিভা রচনার সময় থেকে রবীন্দ্রনাথ সম্পূর্ণভাবে গান ও কাব্য রচনায় মনোনিবেশ করেন।
-
তিনি রচনা করেন সন্ধ্যাসংগীত (১৮৮২) ও প্রভাতসংগীত (১৮৮৩)।
-
এই সময়কার অনুভূতিই কবির জীবনে এক গুরুত্বপূর্ণ ঘটনা, যা তিনি ‘জীবনস্মৃতি’ গ্রন্থে ব্যক্ত করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

0
Updated: 20 hours ago
'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
হুমায়ুন আজাদ
B
হেলাল হাফিজ
C
আসাদ চৌধুরী
D
রফিক আজাদ
অলৌকিক ইস্টিমার
-
অলৌকিক ইস্টিমার হলো হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ।
-
এটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
-
এই গ্রন্থে কবি একদিকে যৌনতার অনুষঙ্গ ব্যবহার করেছেন, আবার অন্যদিকে স্লোগানধর্মী কবিতাও লিখেছেন।
হুমায়ুন আজাদ
-
তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক ও ভাষাবিজ্ঞানী।
-
তাঁর জন্ম ১৯৪৭ সালের ২৮ এপ্রিল, বিক্রমপুরের রাড়িখাল গ্রামে।
-
প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৭৩ সালে (অলৌকিক ইস্টিমার)।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশ করেন ১৯৮৩ সালে – জ্বলো চিতাবাঘ।
তাঁর কাব্যগ্রন্থসমূহ
-
অলৌকিক ইস্টিমার (প্রথম)
-
কাফনে মোড়া অশ্রুবিন্দু
-
জ্বলো চিতাবাঘ
-
সব কিছু নষ্টদের অধিকারে যাবে
-
যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল
-
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
-
পেরোনোর কিছু নেই ইত্যাদি।
তাঁর উপন্যাসসমূহ
-
ছাপ্পান্ন হাজার বর্গমাইল (প্রথম প্রকাশিত)
-
সবকিছু ভেঙে পড়ে
-
মানুষ হিসেবে আমার অপরাধসমূহ
-
রাজনীতিবিদগণ
-
পাক সার জমিন সাদ বাদ
-
একটি খুনের স্বপ্ন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
নিচের কোনটি ভ্রমণসাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
Created: 1 week ago
A
চার ইয়ারী কথা
B
পালামৌ
C
দৃষ্টিপাত
D
দেশে বিদেশে
‘চার ইয়ারী কথা’ ও প্রমথ চৌধুরীর সাহিত্য
‘চার ইয়ারী কথা’ প্রমথ চৌধুরীর একটি গল্পগ্রন্থ, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়। এতে চার বন্ধুর প্রেমকাহিনি উঠে এসেছে। গল্পের নায়িকা চারজনই ইউরোপীয়।
প্রথম নায়িকা উন্মাদ, দ্বিতীয় চোর, তৃতীয় প্রতারক, এবং চতুর্থ নায়িকা মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করে। বইটিতে ভাষার চাতুর্য, সূক্ষ্ম ব্যঙ্গ, পরিহাসপ্রিয়তা এবং ভাবালু প্রেমকাহিনির প্রতিবাদী রূপ ফুটে উঠেছে।
তুলনায়:
-
‘পালামৌ’ — সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনি।
-
‘দৃষ্টিপাত’ — বিখ্যাত ভ্রমণকাহিনির রচয়িতা বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়।
-
‘দেশে বিদেশে’ — সৈয়দ মুজতবা আলীর রচিত সুপরিচিত ভ্রমণকাহিনি।
প্রমথ চৌধুরী
-
তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের তুলনামূলক গবেষক।
-
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত ‘বীরবলের হালখাতা’ প্রবন্ধে প্রথমবার চলিত রীতি প্রয়োগ করেন।
-
বাংলা কাব্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
প্রমথ চৌধুরীর প্রধান রচনা:
-
গল্পগ্রন্থ: ‘আহুতি’, ‘নীললোহিত’ এবং অন্যান্য গল্পসংগ্রহ।
-
কাব্যগ্রন্থ: ‘সনেট পঞ্চাশৎ’, ‘পদচারণ’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা-
Created: 1 week ago
A
উইলিয়াম কেরি
B
গোলকনাথ শর্মা
C
রামরাম বসু
D
হরপ্রসাদ রায়
রামরাম বসু
-
রামরাম বসু রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটি ১৮০১ সালে প্রকাশিত হয়।
-
এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত।
-
রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির বাংলা শিক্ষকের ভূমিকা পালনকারী; তিনি কেরিকে বাংলা ভাষা শিখিয়েছিলেন ১৭৯৩ থেকে ১৭৯৬ সালের মধ্যে।
-
এ কারণে তিনি কেরি সাহেবের মুনসি নামে খ্যাত ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago