A
B
C
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে -
সমাধান:


0
Updated: 20 hours ago
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে-
Created: 5 days ago
A
১০%
B
২০%
C
৩৬%
D
৪০%
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে-
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr২
২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r
ক্ষেত্রফল হবে = π(০.৮r)২
= ০.৬৪πr২
∴ ক্ষেত্রফল কমে = πr২ - ০.৬৪πr২
= ০.৩৬πr২
∴ ক্ষেত্রফল ৩৬% কমে।

0
Updated: 5 days ago
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
Created: 2 weeks ago
A
ক এর মামা চ
B
ক এর খালু চ
C
চ এর নানা ক
D
ক এর চাচা চ
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।
ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।
চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।

0
Updated: 2 weeks ago
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
Created: 1 week ago
A
৪ কেজি
B
৬ কেজি
C
৮ কেজি
D
১০ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?

সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = ৩ মি.
বামদিকের বস্তুর ওজন w1= ? কেজি
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ৪ মি.
ডানদিকের বস্তুর ওজন w2=৬ কেজি
এখন,
d1 × w1 = d2 × w2
বা, ৩ × w1 = ৪ × ৬
বা, w1 = (৪ × ৬)/৩
বা, w1 = ২৪/৩
∴ w1 = ৮

0
Updated: 1 week ago