কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে ‘বিদ্রোহী’ কবিতা সংকলিত আছে?
A
দোলনচাঁপা
B
বিষের বাঁশি
C
অগ্নি-বীণা
D
সঞ্চিতা
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা ও অগ্নিবীণা কাব্য
-
‘বিদ্রোহী’ কবিতা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের অন্তর্গত।
কাজী নজরুল ইসলাম ও অগ্নিবীণা
-
অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
এই কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’।
-
‘বিদ্রোহী’ কবিতার জন্যই নজরুল বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পান।
-
অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’।
অগ্নিবীণা কাব্যের মোট ১২টি কবিতা
১। প্রলয়োল্লাস
২। বিদ্রোহী
৩। রক্তাম্বর-ধারিণী মা
৪। আগমণী
৫। ধূমকেতু
৬। কামাল পাশা
৭। আনোয়ার
৮। রণভেরী
৯। শাত-ইল-আরব
১০। খেয়াপারের তরণী
১১। কোরবানী
১২। মোহররম
‘বিদ্রোহী’ কবিতা
-
বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা।
-
রচনাকাল: ১৯২১ সাল।
-
এটি প্রথম প্রকাশিত হয় ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দ (৬ জানুয়ারি ১৯২২ খ্রি.) সাপ্তাহিক বিজলী পত্রিকায়।
-
নজরুল বহু দ্রোহাত্মক কবিতা লিখলেও কেবলমাত্র এই এক ‘বিদ্রোহী’ কবিতার কারণেই তিনি বাংলার চিরকালীন বিদ্রোহী কবি।
-
এর মূলসুর হলো— বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
'বত্রিশ সিংহাসন' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 week ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
মনোএল দা আস্সুম্পসাঁউ
C
বিজন ভট্টাচার্য
D
প্যারীচাঁদ মিত্র
‘বত্রিশ সিংহাসন’ বাংলা গদ্য সাহিত্যের আদিপর্বে একটি উল্লেখযোগ্য রচনা, যা বাংলা ভাষার প্রারম্ভিক গদ্যরূপের বিকাশে বিশেষ ভূমিকা রাখে। এটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অনূদিত কাহিনি সংকলন এবং তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। গ্রন্থটি ১৮০২ সালে প্রকাশিত হয় এবং বাংলা অনুবাদ সাহিত্যের অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত।
-
এই গ্রন্থে রাজা বিক্রমাদিত্যের কাহিনি ও তাঁর ন্যায়বিচার ও প্রজ্ঞার কিংবদন্তি কাহিনিগুলো অনূদিত হয়েছে।
-
এটি বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে সহজ ভাষা ও গদ্যরীতির প্রতিষ্ঠা ঘটায়, যা পরবর্তী সাহিত্য বিকাশে গভীর প্রভাব ফেলে।
-
ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষামূলক উদ্দেশ্যে রচিত এই গ্রন্থ বাংলা সাহিত্যে আধুনিক গদ্যের সূচনাপর্বের একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে:
-
তিনি ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক।
-
১৮০১ সালের ৪ মে, উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত হিসেবে নিযুক্ত হন।
-
এছাড়া তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক গ্রন্থপ্রণেতা।
তাঁর রচিত ও অনূদিত প্রধান গ্রন্থসমূহ:
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা গদ্যের পথিকৃৎদের অন্যতম, যাঁর রচনাশৈলী ও অনুবাদ কর্ম বাংলা সাহিত্যের প্রাথমিক বিকাশে গভীর ছাপ রেখে গেছে।

0
Updated: 1 week ago
‘রূপাই ও সাজু’ - কোন কাব্যের চরিত্র?
Created: 1 month ago
A
রাখালী
B
সোজন বাদিয়ার ঘাট
C
নক্সী কাঁথার মাঠ
D
বোবা কাহিনী
‘নক্সী কাঁথার মাঠ’
-
‘নক্সীকাঁথার মাঠ’ (১৯২৯) জসীম উদ্দীন রচিত কাহিনি কাব্য বা গাথা কাব্য।
-
গ্রন্থের প্রথম অংশে বর্ণিত: চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয়, তাদের অনুরাগের বিকাশ, বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবন।
-
দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে তাদের বিচ্ছেদ।
-
জসীম উদ্দীন পূর্ববঙ্গ গীতিকায় বর্ণনাভঙ্গি ও ভাষারীতি অবলম্বন করেছেন।
-
কাব্যের উপকরণ: গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা।
-
আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এটি একটি বিশেষ স্বাতন্ত্র্যপূর্ণ রচনা।
জসীম উদ্দীনের অন্যান্য বিখ্যাত গাথা কাব্য
-
নক্সী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মা যে জননী কান্দে
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
আলাওলের 'তোহফা' কোন ধরনের কাব্য?
Created: 2 months ago
A
আত্মজীবনী
B
প্রণয়কাব্য
C
নীতিকাব্য
D
জঙ্গনামা
তোহফা কাব্য
-
‘তোহফা’ কবি আলাওলের পঞ্চম কাব্য। এটি মূলত বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর ফারসি গ্রন্থ ‘তোহফাতুন নেসায়েহ্’-এর বাংলা অনুবাদ।
-
আলাওল এই কাব্য ১৬৬৪ সালে রচনা সম্পন্ন করেন। সেই সময় নিজের অবস্থার কথা জানিয়ে বলেন, তিনি ছিলেন দুর্ভাগ্যপীড়িত ও বৃদ্ধ।
-
কাব্যটি ধর্মীয় জ্ঞান ও নৈতিক উপদেশে পরিপূর্ণ। এটি আরাকানের শ্রীমন্ত সোলেমানের আদেশে রচিত হয়েছিল।
-
যদিও এটি কাব্যরূপে লেখা, মূলত এতে ধর্মীয় নীতিকথাই প্রকাশ পেয়েছে।
-
এই কাব্য ৪৫টি অধ্যায়ে বিভক্ত। এতে মুসলমানদের ধর্মীয় আচার-আচরণ, করণীয় ও সামাজিক জীবনযাত্রা বিষয়ে আলোচনা রয়েছে।
-
তৌহিদ, ঈমান, জ্ঞান, শরিয়ত, এবাদত, বিবাহ প্রভৃতি বিষয় পয়ার ছন্দে উপস্থাপন করে কবি আলাওল এটিকে মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ হিসেবে মর্যাদা দেন।
কবি আলাওল
-
আলাওল ছিলেন ১৭শ শতকের একজন বিখ্যাত মুসলিম কবি এবং আরাকান রাজসভার প্রধান কবি।
-
তিনি প্রথম জীবনে আরাকান রাজা উমাদারের দেহরক্ষী অশ্বারোহী হিসেবে কাজ করতেন।
-
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্য ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে লেখেন। এটি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য ‘পদুমাবৎ’-এর অনুবাদ।
আলাওলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
পদ্মাবতী
-
সিকান্দার নামা
-
তোহফা
-
সপ্তপয়কর
-
সয়ফুলমুলুক বদিউজ্জামাল
-
রাগতালনামা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস – ড. মাহবুবুল আলম

0
Updated: 2 months ago