A
১৬৪
B
৯৭
C
১৯১
D
১৩৭
উত্তরের বিবরণ
প্রশ্ন:

সমাধান:
১ম ক্ষেত্রে,
৩২ + ৪২ = ৯ + ১৬ = ২৫
২য় ক্ষেত্রে,
৫২ + ৬২ = ২৫ + ৩৬ = ৬১
৩য় ক্ষেত্রে,
১০২ + ৮২ = ১০০ + ৬৪ = ১৬৪

0
Updated: 20 hours ago
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
Created: 2 weeks ago
A
ক এর মামা চ
B
ক এর খালু চ
C
চ এর নানা ক
D
ক এর চাচা চ
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?
সমাধান:
ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
∴ গ, ক এর খালা।
ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
∴ ঘ, ক এর নানী।
চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
∴ চ, ক এর মামা।

0
Updated: 2 weeks ago
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
Created: 1 week ago
A
ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
B
বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
C
পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
D
আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
-ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।

0
Updated: 1 week ago
অম্বর এর প্রতিশব্দ কোনটি?
Created: 20 hours ago
A
পৃথিবী
B
জল
C
সমুদ্র
D
আকাশ
‘অম্বর’ এর প্রতিশব্দ → ‘আকাশ’।
বাংলা ভাষায় ‘আকাশ’ বোঝাতে বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করা হয়। যেমন—
-
অম্বর
-
ব্যোম
-
গগন
-
আসমান
-
নীলিমা
-
শূন্যলোক
-
অন্তরিক্ষ
-
সুরপথ
-
অভ্র
-
দ্যূলোক
-
অম্বরতল
-
অনন্ত ইত্যাদি।
একইভাবে অন্য শব্দেরও অনেক সমার্থক শব্দ আছে—
‘জল’ এর প্রতিশব্দ:
অম্বু, নীর, উদক, সলিল, পানি, বারি, অপ, তোয়, জীবন, অর্ণঃ।
‘মেঘ’ এর প্রতিশব্দ:
বারিদ, জলধর, অম্বুদ, নীরদ, পয়োধর, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, বলাহক।
‘পৃথিবী’ এর প্রতিশব্দ:
ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

0
Updated: 20 hours ago